মৃত আব্দুস সালাম (৩৬) উপজেলার বারুইহাটি গ্রামের সীরাত আলী মোড়লের ছেলে।
স্বজনরা জানান, সালাম কয়েক দিন আগে থেকে জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও লিভারজনিত রোগে ভুগছিলেন। বুধবার তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নেয়ার পরামর্শ দেন। সেখানে তাকে ভর্তি করাতে না পেরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মীর্জাপুর এলাকায় তিনি মারা যান।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব সরদার জানান, মৃত ব্যক্তির পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সাথে নমুনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদিকে, সাতক্ষীরায় মোট ৩ হাজার ৫৭৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। জেলা থেকে এ পর্যন্ত ৩৪২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৮৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে এবং সবগুলোই নেগেটিভ এসেছে।