বুধবার সকালে সাভার পৌর এলাকার ভাগলপুরে বেঙ্গল ফাইন সিরামিকস কারখানায় শ্রমিক অসন্তোষের এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রতিষ্ঠানটির শ্রমিকরা জানায়, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে শ্রমিকদের। কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন দেয়া নিয়ে টালবাহানা করে আসছিল।
তারা জানান, এরই মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই করোনাভাইরাসের কারণে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ অবস্থায় বাধ্য হয়েই রাস্তায় নেমে এসেছেন তারা। শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে ও ভাঙচুর চালায়।
এ সময় কারখানার সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিগগিরই বকেয়া বেতন পরিশোধ না করলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানান কারখানার শ্রমিকেরা।
পরে পুলিশ এসে কারখানার সামনে থেকে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখে ব্যবস্থা নেয়া হবে।