শ্রমিক বিক্ষোভ
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ১৫ কারখানা ছুটির পর কয়েকটি চালু
গাজীপুরে একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখার পর অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আন্দোলন থেকে গেলে কয়েকটি কারাখানা আবার চালু করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর কারখানা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশসহ যৌথবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার জায়ান নিটওয়্যার ফ্যাশন লিমিটেড কারখানায় কয়েকদিন আগে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বাক-বিতণ্ডার জেরে কারখানার তিন কর্মকর্তাকে মারধর করে শ্রমিকরা। এ ঘটনায় একটি মামলা ও কয়েকজন গ্রেপ্তার হয়। এসবের জের ধরে এই কারখানায় উত্তেজনা চলছিল। ওই প্রেক্ষাপটে শনিবার (২২ মার্চ) থেকে ওই কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ সকালে কারখানায় গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয় শ্রমিকরা।
আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরে ৮ কারখানায় ছুটির ঘোষণা
পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এসে অবস্থান নিয়ে সকাল সাড়ে ৮টা থেকে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। আশপাশের কয়েকটি কারখানা শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় আরও কারখানায় গিয়ে ইট পাটকেল ছোড়েন তারা।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে তাদের দ্রুত সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। ওই শ্রমিক আন্দোলনের জের ধরে আশপাশের অন্তত ১০ থেকে ১২টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল। আন্দোলন থেমে গেলে পরে আবার অধিকাংশ কারখানা চালু করা হয়।
শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
৪ দিন আগে
শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরে ৮ কারখানায় ছুটির ঘোষণা
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের জের ধরে আটটি পোশাক কারখানায় একদিনের জন্য ছুটির ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন। তবে এর আধ ঘণ্টার মধ্যেই আইন-শৃঙ্খলা বাহিনী বিক্ষুব্ধদের সরিয়ে যানবাহন চলাচলে স্বাভাবিকতা ফিরিয়ে আনে।
সোমবার (১৭ মার্চ) সকালে এই বিক্ষোভের জের ধরে আশপাশের আটটি কারখানা ছুটি ঘোষণা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ছুটি ঘোষণা করা পোশাক কারখানাগুলো হলো— রোয়া ফ্যাশন লিমিটেড, ম্যাস্টেট ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড, ক্লোসাস অ্যাপারেলস লিমিটেড, রোজ সোয়েটার লিমিটেড, স্কয়ার ফ্যাশন লিমিটেড, ফারদার ফ্যাশন লিমিটেডসহ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
নগরের ভোগড়া এলাকার মীম আলেমা ডিজাইন গার্মেন্টস কারখানা শ্রমিকদের অভিযোগ, কারখানায় কর্মরত তিন শতাধিক শ্রমিক মাসের বেতন ঠিকমতো পাচ্ছিলেন না। গত মাসের বেতন এখনও দেওয়া হয়নি। আবার অনেক শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া আছে। বেতন দেওয়ার সময় হলে কর্তৃপক্ষ গড়িমসি করে। তাই বেতনের দাবিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হন।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩
এলাকাবাসী জানায়, শ্রমিক বিক্ষোভের সময়ে ভোগড়া বাইপাস এলাকার আশপাশের ফ্যাক্টরিগুলোতে বিক্ষোভ চলাকালে ইটপাটকেল ছুড়তে থাকে। এ কারণে কারখানাগুলোতে ছুটির ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, সড়কে নামার আধঘণ্টার মধ্যেই শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে এ কারণে ৭-৮টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে জানতে ওই কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
৯ দিন আগে
কাওরানবাজারে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যানজট
বিভিন্ন রিক্রুটিং এজেন্সির অবহেলায় মালয়েশিয়া যেতে না পারায় রাজধানীর কাওরানবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রবাসী শ্রমিকেরা। এতে প্রায় তিন ঘণ্টা ধরে সেখানে যান চলাচল বন্ধ ছিল।
তাদের সমস্যার দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ চেয়ে বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় তারা রাস্তায় নামেন। এতে কাওরানবাজারহ আশপাশের এলাকার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফার্মগেট, বাংলামোটর ও পান্থপথ এলাকা যানজটে স্থবির হয়ে পড়ে।
আরও পড়ুন: কারখানা বন্ধ ও ছাঁটাই: ফতুল্লায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ
পথচারী ও অফিসগামী মানুষ আটকা পড়ে যান। ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার কবির বলেন, তাদের বুঝিয়ে এখান থেকে উঠিয়ে দেওয়ার পর দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। পরে মিছিল নিয়ে ইস্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যান তারা। বিকাল ৩টা পর্যন্ত মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা।
মন্ত্রণালয়ের উপদেষ্টা কাছ থেকে কোনো আশ্বাস পাওয়ার আগ পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। এ ঘটনায় দায়ীদের বিচারের মুখোমুখি করতে সরকারের কাছে দাবি জানান প্রবাসীরা।
তাদের অভিযোগ, প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করলেও প্রায় ১৮ হাজার কর্মী ফ্লাইট সংকটের কারণে গত বছরের ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি। মালয়েশিয়া কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ায় এখন তাদের কাজে যোগদানের নিশ্চয়তা মেলেনি।
আরও পড়ুন: মহাখালীতে সিএনজি চালকদের বিক্ষোভ, যানজট
গেল ৫ অক্টোবর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এরআগে নির্ধারিত তারিখে মালিয়েশিয়া যেতে পারেননি এমন ১৮ হাজার শ্রমিককে নিতে রাজি হয়েছে দেশটি।বুধবার (২২ জানুয়ারি) বিকালে প্রবাসী কল্যাসচিব রুহুল আমিন জানিয়েছেন, ভিসা থাকার পরও মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীকে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে পাঠানোর চেষ্টা চলছে।
প্রবাসী শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, যেসব কর্মী নির্ধারিত সময়ে যেতে পারেননি, তাদের দ্রুত মালয়েশিয়ায় পাঠানোর দিন-তারিখ নির্ধারণ করতে হবে। যাদের ই-ভিসা হয়েছে কিন্তু জনবল প্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং যাদের সব প্রক্রিয়া শেষ হয়েছে, তাদের সবাইকে মালয়েশিয়া পাঠাতে হবে। ২০ ফেব্রুয়ারির মধ্যে আটকে থাকা সব কর্মীকে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রবাসী কর্মীদের কল্যাণে একটি রেমিট্যান্স ফাউন্ডেশন গঠন করার দাবিও জানিয়েছেন তারা।
৬৩ দিন আগে
গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুরে হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে দুটি কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ থাকলে যাত্রীরা পড়েন ভোগান্তিতে।
স্থানীয়রা জানায়, রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেটস লিমিটেডের শ্রমিকেরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে কর্মবিরতি শুরু করে।
পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে মহাসড়কের ওই অংশে যানজট লেগে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা
অন্যদিকে, সকাল থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকার এ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকরা নূন্যতম হাজিরা বোনাস এক হাজার টাকা ও টিফিন বিল বাড়ানোসহ গ্রেড অনুযায়ী বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করেছে।
শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, দুটি কারখানার শ্রমিকরা আন্দোলন করেছে। এর মধ্যে হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। আর এ্যাসরোটেক্স লিমিটেড কারখানায় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সিদ্ধান্তে সমস্যার সমাধান হয়।
আরও পড়ুন: গাজীপুরে নিরাপত্তা জোরদার করে খুলে দেওয়া হয়েছে সব শিল্প প্রতিষ্ঠান
১৮৫ দিন আগে
বড়পুকরিয়া কয়লা খনিতে আবারও শ্রমিক বিক্ষোভ
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে আট মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ সকল শ্রমিককে কাজে যোগদানে খনির প্রবেশ পথ খুলে দেয়ার দাবিতে রবিবার আবারও খনির প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
এসময় খনি এলাকায় বিক্ষোভ মিছিলসহ সমাবেশ করেছেন খনি শ্রমিকরা। উল্লেখিত দুই দফা দাবিতে গেল দু’মাস ধরে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন তারা।
তিনটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি, এক্সএমসি এবং জেএক্সএমসির অধীনে খনিতে কয়লা তোলায় নিয়োজিত রয়েছে প্রায় এগারোশ’ দেশি শ্রমিক। করোনার ছুটিকালীন আট মাসের বকেয়া বেতনভাতার পাশাপাশি অবিলম্বে সকল শ্রমিককে কাজে যোগদানের দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ মিছিল সমাবেশ এবং খনির প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা। এছাড়াও তিন দফা স্মারকলিপি পেশ করেছেন আন্দোলনকারী শ্রমিকরা।
বড় পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান জানান, লাগাতার আন্দোলনে পবিত্র ঈদের কারণে বিরতি দিয়ে রবিবার থেকে আবারও পথে নেমেছেন তারা। ওই দুই দফা দাবির বিষয়ে কয়লা খনির ব্যবস্হাপনা পরিচালকের কাছে তিন দফায় স্মারকলিপি তুলে দিলেও দাবি পূরণে সাড়া পাননি তারা। দাবি পূরণ না করা পর্যন্ত শ্রমিকদের স্বার্থে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত
১০৫৩ দিন আগে
গাজীপুরে সোয়েটার কারখানায় শ্রমিক বিক্ষোভ, অন্য কারখানায় হামলা
গাজীপুরের নাওজোড় এলাকায় দিগন্ত সোয়েটার কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় হামলা, ভাঙচুর করে এক পর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় তারা অপর একটি কারখানায় ভাঙচুর চালায়।
১৬১০ দিন আগে
সাভারে বেতনের দাবিতে সিরামিক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ
সাভারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন ও ভাঙচুর করেন।
১৮০৬ দিন আগে