বুধবার সকালে উপজেলা কনফারেন্স রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের প্রচেষ্টা প্রকল্প থেকে তাদেরকে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
কার্যক্রমের শুরুতে ১৫ জন মাদকাসক্ত ব্যক্তি ও পাঁচজন যৌন কর্মীসহ ২০ জনকে প্রায় দেড় লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেয়া হয়। অনুদান প্রাপ্ত এ টাকা দিয়ে সুবিধাভোগীরা ফলের দোকান, পান দোকান, ছোট রেস্টুরেন্টসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করবেন। তাদের এই ব্যবসা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন অনুদান দাতা প্রতিষ্ঠানের কর্মীরা।
সমাজ উন্নয়নে পর্যায়ক্রমে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বেসরকারি উন্নয়নমূলক সংগঠন কারিতাসের প্রচেষ্টা প্রকল্প ইনচার্জ ফরিদ আহম্মেদ খান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে শিবলীজ্জামান বলেন, ‘একজন মাদকসেবীর জন্য তার পরিবার, আত্মীয়-স্বজন খারাপ হিসেবে চিহ্নিত হয়। মাদকসেবীরা মূল সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিচ্ছিন্ন এসকল ব্যক্তিকে সমাজের মূল স্রোতে ফেরাতে নিরলসভাবে কাজ করছে কারিতাস প্রচেষ্টা প্রকল্প।’