লালমনিরহাটের হাতীবান্ধায় সার কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে দুই ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বিজয়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- হাতীবান্ধার উপজেলা ছাত্রদলের সদস্য ও ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদুল আলম সবুজ এবং বড়খাতা ইউনিয়ন ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম সবুজ।
আরও পড়ুন: বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সকল পদ–পদবি থেকে বহিষ্কার করা হলো।
জেলা ছাত্রদলের সভাপতি–সম্পাদক এই বহিষ্কারাদেশে অনুমোদন দিয়েছেন বলেও সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে।
গত ৯ ডিসেম্বর দোয়ানী মোড়ে ব্যবসায়ীর পিকাআপ থেকে ৫৩ বস্তা সার লুট হয়, যার মধ্যে ৪৭ বস্তা ওই দুই ছাত্রদল নেতার বাড়ি ও হেফাজত থেকে উদ্ধার করে পুলিশ। অবশ্য পলাতক থাকায় তারা এখনও আটক বা গ্রেপ্তার হননি।