সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গমবোঝাই ট্রাক উল্টে নিচে চাপা পড়ে নূর মোহাম্মদ (৬০) নামে এক ট্রাক মালিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া পৌর এলাকার ফায়ার স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ চাঁদপুর জেলার জাঙ্গারচর পৌরসভার কোটারচর মহল্লার মৃত আব্দুল জলিল সরকারের ছেলে এবং ওই ট্রাকের মালিক।
আরও পড়ুন: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ২
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গমবোঝাই একটি ট্রাক গাইবান্ধা যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিকল হয়ে যায়। ট্রাকচালক ও হেলপার স্থানীয় মিস্ত্রি ডেকে মেরামতের সময় জ্যাক ফসকে ট্রাকটি উল্টে যায়। এ সময় মিস্ত্রি ও চালক দৌড়ে রক্ষা পেলেও পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক মালিক নূর মোহাম্মদ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার সকালে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: মেঘনায় জাহাজে নিহতের সংখ্যা বেড়ে ৭