সিলেট নগরীর কিন ব্রিজের নিচ থেকে শরিফুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় তার লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত শরিফুল ইসলাম (২৮) পেশায় একজন রিকশাচালক। তার সঙ্গে পাওয়া একটি প্রেসক্রিপশন থেকে নাম জানা গেলেও পুরো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল কীন ব্রিজের নিচে ভাসমান অবস্থায় বসবাস করতেন। মাঝে মাঝে রিকশা চালাতেন। কয়েকদিন ধরে তার শরীর খারাপ ছিল।
আরও পড়ুন: নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার
সোমবার দুপুরে তিনি টিকিট কেটে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। বিকালে হঠাৎ তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার (এসআই) পরিদর্শক মাসুদ জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।