নাটোরে ৬ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের এক দিন পর রবিবার (২ মার্চ) দুপুরে উপজেলার ঋষি নওগাঁ গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরিফ ঋষি নওগাঁ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আরও পড়ুন: ছিনতাইকারী সন্দেহে গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যা
নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল শনিবার বের হয়ে আরিফ আর বাড়িতে ফিরে না এলে অনেক খোঁজাখুঁজি করে তার পরিবার। তবে কোনোভাবেই তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ (রবিবার) দুপুরে স্থানীয়রা এলাকার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো রকম অভিযোগ না থাকায় সেটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’