আগামী রবিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে ৬ দফা দাবিতে এ ধর্মঘট পালনের ডাক দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে জ্বালানি তেল বিপণন কোম্পানি কর্তৃক নিম্নমানের পেট্রোল সরবরাহ বন্ধ করা, আগের মতো সিলেট গ্যাস ফিল্ডের উন্নত মানের পেট্রোল সরবরাহ করা এবং জ্বালানি তেলের মান নিয়ন্ত্রণ করার জন্য সিলেটের প্রত্যেক ডিপোতে জ্বালানি তেল টেস্টিং ল্যাব স্থাপন করা।
সিলেটে চলমান ধর্মঘটে বিপাকে সাধারণ মানুষ
এছাড়া, বিভিন্ন সরকারি সংস্থা কর্তৃক হয়রানিমূলক আচরণ বন্ধের পাশাপাশি সরকারি অধিদপ্তর কর্তৃক পেট্রোল পাম্পে অভিযান পরিচালনাকালে অ্যাসোসিয়শনের প্রতিনিধি ও তেল বিপণন কোম্পানির প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আমিরুল ইসলাম মাসুদকে অবিলম্বে সিলেট থেকে প্রত্যাহার করার দাবির পাশাপাশি সরকারি অধিদপ্তর কর্তৃক দেয়া লাইসেন্স নবায়ন সহজ করারও আহ্বান জানান তারা।
সিলেটে ৩ দিনের পরিবহন ধর্মঘট শুরু মঙ্গলবার
এসব বিষয় নিশ্চিত করে অ্যাসোসিয়শনের সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সিলেট গ্যাস ফিল্ড উৎপাদিত তেল বিক্রি করে আসছিলাম। কিন্তু গত কয়েক মাস ধরে সিলেটের পাম্পগুলোতে গ্যাস ফিল্ডের তেল না দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের তেল দেয়া হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানের তেল খুবই নিম্নমানের ও ভেজাল।’
‘এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে আমাদের পাম্পগুলোতে জরিমানা করছে,’ বলেন জুবায়ের আহমদ।
সিলেটে ৪৮ ঘণ্টার ধর্মঘটে সিএনজি চালিত অটোরিকশার চালকরা
তিনি আরও বলেন, ‘আমাদের দাবি নতুন নয়। পূর্বের ন্যায় সিলেট গ্যাস ফিল্ডের উৎপাদিত তেল আমাদের দিতে হবে। সেই সাথে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করতে হবে।’
এসব দাবি মেনে নেয়া না হলে আগামী ২৭ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও গ্যাস পাম্প বন্ধ রাখা হবে বলে জানান জুবায়ের আহমদ।
এদিকে, বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে মঙ্গলবার সকাল থেকে তিন দিনের ধর্মঘট পালন করছে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ। তাদের সাথে একাত্মতা জানিয়েছে পরিবহন সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলোও।
ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প জানুয়ারিতে একনেকে উত্থাপন: মন্ত্রী
সিলেটে হঠাৎ গাড়ি বন্ধের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জেলাটির সাথে সারা দেশের দূরপাল্লার বাসের পাশাপাশি সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার বিকালে পরিবহন ধর্মঘট নিয়ে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদের নেতাদের সাথে বৈঠক করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বৈঠকে তিনি ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালেও পরিবহন নেতারা তা মানেননি।
সিলেটে প্রেমের টানে ঘর ছাড়া কিশোরীকে ধর্ষণ, আটক ২
ওই দিন সন্ধ্যায় বৈঠক শেষে মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল বলেন, ‘বৈঠক ফলপ্রসূ হয়নি। তিন দিনের ধর্মঘট অব্যাহত থাকবে।’