ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
চুয়াডাঙ্গায় ৭০ টাকার ডাব বিক্রি হচ্ছে ১৪০ টাকায়
দেশব্যাপী ডেঙ্গু প্রকোপ ও গরমের কারণে বেড়ে গেছে ডাবের চাহিদা। এরই সঙ্গে বেড়ে গেছে ডাবের দামও। চুয়াডাঙ্গায় ৭০ টাকার ডাব বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এনিয়ে চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মূল্য তালিকা ঝুলানোর নির্দেশ দিয়েছে। তবে দোকানিরা মূল্য তালিকা ঝুলিয়ে রাখলেও ডাবের দাম কমেনি বলে দাবি ক্রেতাদের।
চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর (চৌরাস্তা) মোড়, নিচের বাজার, রেল বাজার, পুরাতন জেলখানা মোড়, সদর হাসপাতাল রোডের উপশম মোড়, কবরী রোডের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মোড়, কেদারগঞ্জ নতুন বাজার মোড় ও একাডেমি মোড়সহ শহরের যে কয়টি স্পটে ডাব বিক্রি হয় প্রত্যেকটি স্পটে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি ডাবের খুচরা মূল্য আকার ভেদে ৮০ থেকে সর্বোচ্চ ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ প্রকারভেদে এই ডাবের দাম বর্তমান বাজারে ৭০ থেকে ৯০ টাকার মধ্যে হওয়ার কথা।
ডাব কিনতে আসা আলমগীর কবির শিপলু বলেন, গত সপ্তাহেও মাঝারি সাইজের ডাব কিনেছি ৭৫ টাকায়। এটা এখন দেখি ১০০ টাকা হয়ে গেছে। বড়টা তো ১৩০ টাকা। দাম এত বেড়েছে যে কিনতেই ইচ্ছে করছে না। আবার যে গরম ডাব না খাইলেও সমস্যা।
ডাব কিনতে আসা দেবাশীষ বিশ্বাস নামে এক বেসরকারি চাকরিজীবী বলেন, সিন্ডিকেটের কারণেই ডাব দাম বাড়ছে। বাজারের প্রতিটি জিনিসের দাম যেমন বেশি, সেই সঙ্গে ডাবের দামও বেশি। ডাব কিনে খাওয়ার উপায় নেই।
চুয়াডাঙ্গা সদরের সরিষডাঙ্গা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম সম্রাট বলেন, ‘বর্ষাকালেও গরম বেড়েছে বলে অনেক ব্যবসায়ী ডাবের দাম বাড়িয়েছে। এ গরমে ডাব খাওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। এটা বুঝেই ব্যবসায়ীরা সাধারণ মানুষের সুযোগ নিচ্ছে।’
বিভিন্ন উপজেলার খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে পাইকারি ব্যবসায়ীরা ছোট-বড় ডাব খুচরা ব্যবসায়ীদের কাছে ৪০-৫৫ টাকায় বিক্রি করতেন। এখন সেটা বেড়ে দাম ৮০-১০০ টাকায় ঠেকেছে। যেমন বড় ডাব ১০০-১১০ টাকা, মাঝারি ৯০-১০০টাকা ও ছোট ডাব ৮০-৮৫ টাকায় খুচরা ব্যাবসায়ীদের কিনতে হচ্ছে।
আরও পড়ুন: যশোরে ৪৩২৩ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ
৫৫০ দিন আগে
নাটোরে ২ হাজার ৩৫৯ লিটার সয়াবিন তেল জব্দ
নাটোর শহরে তেলের মজুদ বিরোধী অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৩৫৯ লিটার তেল জব্দ করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠাগুলোর মালিককে ৯৮ হাজার টাকা জরিমানা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, বুধবার রাতে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে নাটোর শহরের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই হাজার ৩৫৯ লিটার সয়াবিন তেল জব্দ করে।
আরও পড়ুন: বৌভাতে ৫ লিটার সয়াবিন তেল উপহার!
তিনি বলেন, এসময় ওইসব প্রতিষ্ঠানের মালিকদের ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত তেল প্রকাশ্যে ন্যায্য মূলে ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়।
১০৪২ দিন আগে
মানিকগঞ্জে তরমুজ বাজারে অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা
মানিকগঞ্জে তরমুজের দাম নিয়ন্ত্রণে রাখতে পাইকারি আড়ত ও খুচরা বাজারে অভিযান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার মানিকগঞ্জ সদরের ভাটবাউর ও জাগীর ধলেশ্বরী পাইকারি আড়ত এবং বাসস্ট্যান্ড কাঁচা বাজারে অভিযান চালিয়ে পিস হিসেবে তরমুজ বিক্রির নির্দেশনা দেন। এ সময় পিস হিসেবে তরমুজের মূল্য তালিকা প্রদর্শন না করে দামে কারসাজি করার অপরাধে ৩ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: খুলনায় লবণাক্ত এলাকায় তরমুজের বাম্পার ফলন
অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলিপসহ ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: অসময়ে তরমুজ চাষে ভাগ্যবদল রূপসার ২০ চাষির
ক্যাব সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলিপ বলেন, সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও চাহিদা বাড়ায় গত কয়েকদিন ধরে তরমুজের ঊর্ধ্বমুখী দাম ও ভোক্তাদের অভিযোগ উঠে আসছিল। এ নিয়ে ফেসবুকে বিভিন্নভাবে প্রসাশেনের সহযোগিতা চেয়ে আসছিলেন। সেই প্রেক্ষিতে জেলা প্রশাসক এস এম ফেরদৌস এর নির্দেশনায় জেলা ভোক্তা সংরক্ষন অধিদপ্তর জেলার ভাটবাউর ও জাগীর পাইকারি আড়ত এবং বাসস্ট্যান্ডে ফলের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আরও পড়ুন:ঘেরের পানির ওপর মাচায় ঝুলছে রসালো তরমুজ
মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ক্ষেতের মালিকানা হাতবদল ও অতিরিক্ত চাহিদা তরমুজের মূল্য ঊর্ধ্বমুখী হবার অন্যতম কারণ। জেলায় কেজি হিসেবে নয় পিচ হিসেবে তরমুজ বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। কেউ এর ব্যাতিক্রম করলে অভিযোগ পাওয়া মাত্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
১৪২০ দিন আগে
মাস্ক নিয়ে প্রতারণা, সিলেটে দারাজকে জরিমানা
মাস্ক নিয়ে প্রতারণা করায় সাংবাদিকের দায়ের করা মামলায় দারাজ বিডি অনলাইনকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট।
১৫২৬ দিন আগে
খেজুরের রস ছাড়াই চিনি ও চুন দিয়ে গুড় তৈরি, ৩ জনকে জরিমানা
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় খেজুরের রস ছাড়াই চিনি ও চুন দিয়ে ভেজাল গুড় তৈরির দায়ে তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করে নষ্ট করা হয়েছে প্রায় ১০ মন ভেজাল গুড়।
১৫৩৪ দিন আগে
সিলেটে তেল ও গ্যাস পাম্পে ধর্মঘটের ডাক
সিলেট বিভাগের জ্বালানি তেলের পাম্পগুলোতে নিম্নমানের তেল সরবরাহের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স এজেন্ট অ্যান্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
১৫৪৭ দিন আগে
বাজারে সরবরাহ বাড়লেও রুপালী ইলিশের দাম কমেনি
দেশের উপকূলীয় জেলার নদীগুলোতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালী ইলিশ। তবে এর প্রভাব পড়েনি খুচরা বাজারে।
১৬৪৮ দিন আগে
মানিকগঞ্জে চার জুয়েলারিকে ১.৮৫ লাখ টাকা জরিমানা
স্বর্ণের ক্যারেটে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টিতে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৬৬৪ দিন আগে
ঝিনাইদহে র্যাবের অভিযানে ২ লাখ টাকা জরিমানা
শৈলকুপা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ওষুধের দোকানে দুই লাখ টাকা জরিমানা করেছে।
১৬৮৮ দিন আগে
২৩৫ টাকা কেজির আদা অভিযানের পর হলো ১২০ টাকা
করোনাভাইরাসের সংকটকালেও অসাধু ব্যবসায়ীদের অপকর্ম থেমে নেই। তারা পণ্যের মূল্য শুধু বেশিই রাখছে না, কোনো কোনো ক্ষেত্রে তা দ্বিগুনের চেয়েও বেশি মূল্যে বিক্রি করছে।
১৭৯২ দিন আগে