পঞ্চগড়ে হঠাৎ বৃষ্টিতে তাপমাত্রা কমেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর ঠান্ডা বেড়েছে।
শুক্রবার দুপুরের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কমে যায়।
গত দু’দিন ধরে সকাল ১০টা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকছে, এরপর সূর্যের দেখা মিললেও তাপ ছিল কম।
এদিকে শীতের বৃষ্টিতে আবারও দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের। গত দু’দিন ধরে রাতে কিছুটা কম শীত অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রহিদুল ইসলাম জানান, শুক্রবার তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। ৫-৬ তারিখ থেকে মেঘ কেটে গেলে তাপমাত্রা আরও কমে যাবে। বৃষ্টিপাত কয়েক দিন থাকবে বলে পূর্বাভাস রয়েছে। বৃষ্টি থামলেই শীতের তীব্রতা আরও বাড়বে এবং তাপমাত্রাও অনেক কমে আসবে বলে জানান তিনি।