আটক মো. বখতেয়ার হোসেন (৩২) জেলার রাউজান এলাকার জুইপাড়ার জাফর আহমদের ছেলে ও নগরীর আগ্রাবাদের হাজিপাড়ার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৭ এর পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তোরেক আজিজের ভাষ্য, বুধবার দিবাগত রাতে কোকেনের চালান পাচার হচ্ছে এমন খবর পেয়ে টাইগারপাস এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় এক ব্যক্তিকে ব্যাগ হাতে দাঁড়ানো দেখে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ৮২০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বখতেয়ার কোকেনগুলো আগ্রাবাদের এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করে বিক্রির জন্য নিয়ে আসছিলেন বলে স্বীকার করেছে বলে দাবি করেন তিনি।
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, বখতেয়ারকে আরও জিজ্ঞাসাবাদ চলছে। এর সাথে আর কারা জড়িত আছে তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।