ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলি করে হত্যার ২২ দিন পর বাংলাদেশি নাগরিক আব্দুর রহিমের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার দিবাগত রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর বিওপির দায়িত্বপুর্ণ এলাকার মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে ভারতীয় পুলিশ মহেশপুর থানা পুলিশের কাছে নিহতের লাশ হস্তান্তর করে।
এসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ নিহতের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা স্বীকার করে বিজিবির মহেশপুরের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক কামরুল হাসান জানান, এবারই প্রথম নিহত বাংলাদেশির লাশ ফেরত দিতে এত দেরি করেছে বিএসএফ।
জানা গেছে, গত ৩ নভেম্বর মহেশপুর উপজেলার বাউলি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুর রহিম ভারত অভ্যন্তরে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে ভারতের ৯৯ ব্যাটালিয়নের নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের সদস্যদের সামনে পড়লে তারা আব্দুর রহিমকে গুলি করে হত্যা করে।