কুয়াশা কেটে যাওয়ায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে ওই নৌরুটে যান চলাচলে সমস্যা হওয়ায় বুধবার ভোর সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ধীরে ধীরে কুয়াশা কেটে যাওয়ায় সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে ফেরি চলাচল আবার চালু করা হয়।
তিনি বলেন, এসময় ওই রুটে চলাচলকারী ৪টি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে। এ কারণে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পণ্যবোঝাই ট্রাকসহ তিন শতাধিক যানবাহন আটকে পড়ায় দুর্ভোগে পড়েন ওই রুটের যাত্রীরা।