ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ চৌরাস্তায় ৪০ বছর পর ১৯ শতক জমি ও ১৫ দোকানঘর উদ্ধার করেছে জেলা পরিষদ কর্তৃপক্ষ।
জেলা পরিষদের কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে রবিবার উদ্ধারের পর ওই জমি ও দোকানগুলোতে সাইনবোর্ড টাঙিয়ে দেন।
আরও পড়ুন: বিমানের বেদখল হওয়া ২০০ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার
সংশ্লিষ্টরা জানান, সদর উপজেলার পারপুগী মৌজার ১৭৫নং জেএল এর ১ হাজার ১৫৩নং খতিয়ানভুক্ত ৬ হাজার ৬৭৩ নং দাগের নয়নজলির ১৯ শতক জমি দীর্ঘদিন ধরে বেদখল ছিল। বেদখল থাকা অবস্থায় গত ১ আগস্ট স্থানীয় মসজিদ কমিটির লোকজন ও জমি দাবিকারী হাবিবুল ইসলাম বাবলু পক্ষের লোকজনের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৬-৭ জন আহত হন।
এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ সাদেক কুরাইশী জানান, এই জমির মধ্যে ১৯ শতক জমি জেলা পরিষদের সম্পত্তি। অবশেষে জেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় রবিবার জেলা পরিষদ কর্তৃপক্ষ তাদের ১৯ শতক জমি ও ১৫ দোকানঘর উদ্ধার করে সেখানে সাইনবোর্ড টাঙিয়ে দেন। এই জমিটি জেলা পরিষদ মার্কেটের জন্য নির্ধারিত স্থান বলে ঘোষণা দেন।
আরও পড়ুন: সিলেটে ৩ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার
উদ্ধারের সময় জেলা পরিষদের অফিস সহকারী নাজমুল হক, জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম হিরুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।