জানা গেছে, কচুয়া উপজেলার আলিয়ারা রাজবাড়ির মো. আমিন পাটওয়ারীর ছেলে মো. হাছান পাটওয়ারীর সাথে ২০১৮ সালের মে মাসে মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রামের মো. সিরাজ উল্লার মেয়ে ফারজানা আক্তার মুন্নির (২০) বিয়ে হয়। বিয়ের দুই বছর পর ফারজানা আক্তার মুন্নির একটি কন্যা সন্তান জন্ম হয়। শিশুটির নাম মনিহা আক্তার ইশ্রা। বয়স ছয় মাস।
এরই মধ্যে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চারটভাঙ্গা গ্রামের মো. লিটন প্রধানের ছেলে হাবিব প্রধানের (৩০) সাথে মুন্নির প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং গত ১৩ জুলাই মুন্নি ছয় মাসের শিশুকে রেখে হাবিবের সাথে পালিয়ে যায়।
এরপর মুন্নির পিতা সিরাজ উল্লা মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে ১৬ জুলাই মতলব দক্ষিণ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ জানান, নিখোঁজ ডায়েরির প্রেক্ষিতে আমরা অভিযান চালিয়ে ১৭ জুলাই মুন্নিকে চারটভাঙ্গা গ্রামে নতুন স্বামী হাবিবের বাড়ি থেকে উদ্ধার করি।
তিনি আরও জানান, মুন্নি হাছান পাটওয়ারীকে নোটারী পাবলিকের মাধ্যমে তালাক দিয়েছে বলে জানিয়েছে।