এ ঘটনায় শনিবার কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ওই যুবক।
ভুক্তভোগী রিপন বিশ্বাস (৩৫) শহরের চৌড়হাস ক্যানালপাড়ায় বসবাস করেন। তিনি পেশায় একজন পরিবহন শ্রমিক।
আরও পড়ুন:পৌর নির্বাচন: সিরাজগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে বিজয়ী কাউন্সিলর প্রার্থী নিহত
অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার চৌড়হাস গ্রামের ক্যানালপাড়ার রিপন বিশ্বাস চৌড়হাস-কুমারখালী মাহেন্দ্র পরিবহন স্ট্যান্ডের স্টাটার হিসেবে কর্মরত। মাহেন্দ্র কাউন্টার থেকে স্থানীয় কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবুর নেতৃত্বাধীন চাঁদাবাজ একটি গ্রুপ প্রতিদিন গাড়ি প্রতি এক হাজার টাকা করে চাঁদা নিয়ে আসছে। গত শুক্রবার এক হাজার টাকার স্থলে ৮০০ টাকা দিতে গেলে কাউন্সিলর বাবু তাকে নিজ অফিস কক্ষে আটকে রেখে বুকে শর্টগান ধরে সেখানে উপস্থিত তার অন্য লোকদেরকে দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে।
তবে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু।
আরও পড়ুন: কুমিল্লায় মসজিদ থেকে বের করে ব্যবসায়ীকে হত্যা: কাউন্সিলর আলমগীর কারাগারে
তিনি বলেন, ‘রিপন বিশ্বাস একজন মাদকসেবী ও মাদক বিক্রেতা। মাদক ব্যবসায় বাধা সৃষ্টি করায় সে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছে।’
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।