নিহত তরিকুল ইসলাম (৩৫) ৬নং ওয়ার্ডের নতুন ভাঙ্গবাড়ি মহল্লার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
আরও পড়ুন: চসিক নির্বাচন: আ’লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১২
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ওই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী (ডালিম প্রতিক) বেসরকারিভাবে বিজয় হয়েছেন। এ সংবাদে তার সমর্থকরা সন্ধ্যায় ওই মহল্লায় একটি মিছিল বের করে। এ সময় পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা ওই মিছিলে হামলা চালায়। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং এক পর্যায়ে তরিকুলকে ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে জলমহাল নিয়ে দুই মৎস্যজীবী সমিতির সংঘর্ষ, নিহত ১
আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি উল্লেখ করেন।
এ নির্মম হত্যাকাণ্ড নিয়ে এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: পৌর নির্বাচন: চান্দিনায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১১
অধিকাংশ নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপির অংশগ্রহণে দ্বিতীয় ধাপে শনিবার ৬০টি পৌরসভার ভোট অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের তিন মেয়র প্রার্থী পাবনার ভাঙ্গুরায় গোলাম হাসনাইন, পিরোজপুর সদরে হাবিবুর রহমান মালেক এবং নারায়ণগঞ্জের তারাবো পৌরসভায় হাসিনা গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: আকিজ বিড়ি কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
শুক্রবার নির্বাচন কমিশনের যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান ইউএনবিকে এই সব তথ্য নিশ্চিত করেন।
২৯টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।