বছরের শুরুতেই ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়াই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
তিনি বলেন, এই বছর আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের একটা বড় চ্যালেঞ্জ সময়মতো বই পৌঁছে দিতে পারা। সরকার এই বিষয়ে খুবই আন্তরিক।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি ছাপাখানা পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রতি বছর একটা চ্যালেঞ্জ থাকে শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই নতুন বই তুলে দেওয়ার। যাতে নতুন বই হাতে পেয়ে কোমলমতি সন্তানেরা পড়ালেখার উৎসাহ ও আনন্দ পায়। সরকারের পক্ষ থেকে নির্দেশনা আছে ছাপাখানার লোকজন যাতে নির্বিঘ্নে বই তৈরি করতে পারে। সেজন্যই আমাদের এখানে আশা। ছাপাখানায় যারা বই তৈরির কাজটি করছেন তারা কোনো সমস্যায় আছে কি না খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বিভাগীয় কমিশনার বলেন, এখানে এসে ছাপাখানার কর্মকতাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম তারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ১৫ লাখ বইয়ের ওয়ার্ডার পেয়েছিলেন। এরই মধ্যে এই ছাপাখানার সব বই প্রস্তুত হয়ে গেছে। সেজন্য আমি খুবই আনন্দিত।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লাসহ জেলা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।