শিবচর
মাদারীপুরে পাটখেতে থেকে শাক তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর
মাদারীপুরের শিবচরে পাটখেতে শাক তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর। শনিবার (২৭ মে) উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাচিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহবধূ লিপি বেগম (২৭) ওই এলাকার নুর হাবিব মাদবরের স্ত্রী।
আরও পড়ুন: রাজধানীর উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্না করার জন্য লিপি তার বাড়ির পাশে একটি পাটখেতে শাক তুলতে যান। এ সময় পাটখেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে সেখানে পড়ে থাকেন তিনি।
পরে লিপির মেয়ে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তার মাকে খুঁজতে যায়। এ সময় মাকে খেতে পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়।
পরে তার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সে মৃত বলে জানান।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, আমরা পরীক্ষা করে দেখতে পাই তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু
মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
১ বছর আগে
মাদারীপুরে বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ১৯
মাদারীপুরের শিবচরে রবিবার সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরও তিনজন মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মাদারীপুর থেকে ঢামেক হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়।
তিনি বলেন, আহত আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
মাদারীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
এর আগে সকালে মাদারীপুরের শিবচর উপজেলায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মো. মোফাজ্জল হক বলেন, শনিবার সকাল ৮টার দিকে শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের সীমানা এলাকায় পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোডে খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালকসহ ১৪ জন নিহত হয়।
বাকি দুজন হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান তিনি।
ওসি জানান, ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত আহত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সুনামগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১
সিলেটে মাইক্রোবাস খাদে পড়ে ২ জনের মৃত্যু
১ বছর আগে
মাদারীপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের তাহের মাদবরের কান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সাবিকুন নাহার (৪০) একই গ্রামের রিপন মাদবরের স্ত্রী এবং তিনি দুই সন্তানের জননী।
আরও পড়ুন: সাপের কামড়ে মাগুরায় একরাতে ২ শিশুর মৃত্যু
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, ওই গৃহবধূ রাতে এশার নামাজ পড়ে খাট থেকে নিচে নামার সময় সাপে কামড় দেয়।
পরে চিকিৎসার জন্য মাদারীপুর হাসপাতালে নেয়ার পর রাত ১০টার দিকে তিনি মারা যান।
২ বছর আগে
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-মেয়ের
মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শিবচর-মাদারীপুর সড়কের যাদুয়ার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবচর উপজেলার যাদুয়ার চর গ্রামের এসকেন ফরাজির মেয়ে জেসমিন আক্তার (৩৩) ও তার মেয়ে মাহফুজা (৮)।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিবচর-মাদারীপুর সড়কের যাদুয়ার চর এলাকায় ইঞ্জিন চালিত ভ্যানকে একটি ট্রাক পেছন দিক থেকে থাক্কা দিলে ভ্যানের যাত্রী জেসমিন ও মাহফুজা চাকার নিচে পরে যান।
এ সময় তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
২ বছর আগে
শিবচরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
মাদারীপুরের শিবচরে নবম শ্রেণির এক স্কুলছাএীকে ধর্ষণের অভিযোগে নাহিদ শেখ (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার উপজেলার বন্দর খোলা এলাকা থেকে পুলিশ অভিযুক্ত নাহিদ শেখকে গ্রেপ্তার করেছে।
নাহিদ শেখ একই ইউনিয়নের রাজারচর মোল্লা কান্দির তারা মিয়া হাওলাদের ছেলে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, গতকাল শনিবার সকালে ওই শিক্ষার্থী বাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার সময় নাহিদ ও তার সহযোগীরা মেয়েটিকে মটর সাইকেলে তুলে একটি কলা বাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে এলাকাবাসী এসে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে।
আরও পড়ুন: গাজীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, ভুক্তভোগীর ভাই বাদি হয়ে শনিবার রাতে শিবচর থানায় আল আমিন ও নাহিদসহ তিন জনের নামে একটি মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে শনিবার ভোররাতে (২৩ জানুয়ারি) পুলিশ নাহিদ কে গ্রেপ্তার করে। তবে আল আমিন এখনো পলাতক রয়েছে।
তিনি আরও জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরিক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, একজনের ফাঁসির আদেশ
নওগাঁয় প্রতিবন্ধী শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১
২ বছর আগে
মাদারীপুরে ট্রাক উল্টে নিহত ৬
জেলার শিবচরে আড়িয়াল খাঁ ব্রীজ টোল প্লাজার কাছে শনিবার রাতে ট্রাক উল্টে ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুজন হলেন মাদারীপুর সদর উপজেলার সোহান হোসেন (২৬) ও পুলক হোসেন (২৫)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
পড়ুন: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একমুখী যানজট
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, রাত ৯টার দিকে ট্রাকটি শিবচর উপজেলার আড়িয়াল খাঁ ব্রীজ টোল প্লাজার কাছে মহাসড়ক থেকে ছিটকে রেলিং ভেঙে সংযোগ সড়কের উপর পরে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, আহতদের মধ্যে একজন স্থানীয় হাসপাতালে এবং অন্য দুজন ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান।
পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
ঈদযাত্রায় ২৪০ সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৩
৩ বছর আগে
দেশে প্রথম লকডাউন দেখল মাদারীপুর
করোনাভাইরাস ছড়ানো রোধে স্থানীয় প্রশাসন শিবচর পৌরসভা ও উপজেলার তিন ইউনিয়ন পুরোপুরি অবরুদ্ধ করে ফেলেছে।
৪ বছর আগে
পরিস্থিতির অবনতি হলে কিছু এলাকা লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
আগামী দিনগুলোতে যদি করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হয় সরকার দেশের কিছু ঝুঁকিপূর্ণ এলাকা লকডাউন বা অবরুদ্ধ করে দেয়ার বিষয়টি বিবেচনা করবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
৪ বছর আগে