শাটল ট্রেন
চবিগামী শাটল ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে লিংকন দেবনাথ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের পশ্চিম ছড়ারকুল বালুর ঢাল এলাকায় এ ঘটনা ঘটে।
লিংকনের বাড়ি চৌধুরীহাট এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দূর্গাবাড়িতে।
আরও পড়ুন: হানিফ ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, লিংকন দেবনাথ চৌধুরীহাটে একটি ফার্মেসিতে চাকরি করেন। ডিউটি শেষে বাড়িতে যাওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান। শুক্রবার তার লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে দাহ করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার কর্মকর্তা গোফরান বলেন, রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে মারা যায় লিংকন। খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কীভাবে লিংকন মারা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ইজতেমায় ডিউটিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত
কেনিয়ার রাজধানীতে গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডে নিহত ৩, আহত ২৭১ জন
১০ মাস আগে
চবির শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ২০, রাতভর উত্তাল ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যাওয়ার পথে চলন্ত শাটল ট্রেনের সঙ্গে গাছের ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় রাতভর উত্তাল ছিল চবি ক্যাম্পাস।
এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের গেটে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও উপাচার্যের বাসভবন ভাঙচুর করেছেন ক্ষুদ্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে ভাঙচুর ও আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন।
আরও পড়ুন: কমিটির দাবিতে চবি ফটকে ছাত্রলীগের অবরোধ
এর আগে, রাত সাড়ে ৮টার শাটল ট্রেন ক্যাম্পাসে এসে পৌঁছালেই শিক্ষার্থীরা নেমে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দেন। এসময় তারা আগুন জ্বালিয়ে প্রশাসনের কাছে শিক্ষার্থী আহতের জবাব ও শাটল ট্রেনের বগি বাড়ানোর দাবি জানান। এ ছাড়াও জিরো পয়েন্টে অবস্থিত পুলিশ বক্সে ভাঙচুর চালান শিক্ষার্থীরা।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় চট্টগ্রাম শহর থেকে শাটল ট্রেনের ছাদে করে ক্যাম্পাসে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় প্রতিদিনই শাটলের ভেতরে জায়গা না হওয়ায় শিক্ষার্থীরা ছাদে চড়ে যাতায়াত করেন। কয়েকদিন আগেই চৌধুরীহাট এলাকার একটি গাছের ঢাল নুয়ে পড়ে। এতে বৃহস্পতিবার বিকেলেও এক শিক্ষার্থী আহত হন। রাতে অন্ধকার থাকায় ক্যাম্পাসগামী ট্রেনের ছাদে থাকা শিক্ষার্থীরা গাছের ডালের ধাক্কায় আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে ফতেয়াবাদ মেডিকেল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
লোক প্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা শাটল ট্রেনের ছাদে চড়ে ক্যাম্পাসে ফিরছিলাম। ক্যান্টনমেন্ট এলাকা পার হওয়ার পর চৌধুরীহাট এলাকায় এলে গাছের একটি ডালের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনজন ট্রেন থেকে পড়ে যান। এ ছাড়া ১৫-২০ জনের মতো আহত হন। তার মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অনেকের মাথা ও মুখ ফেটে গেছে।
শুক্রবার দুপুরে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, চবিতে আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩ জন আইসিইউতে, ৫ জন সার্জারী ওয়ার্ডে ভর্তি আছেন। বাকি ৮ জন ক্যাজুয়ালিটিতে চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: অতি বৃষ্টির কারণে চবির ২২ বিভাগের পরীক্ষা স্থগিত
যারা ভর্তি আছেন তারা হলেন- আমজাদ হোসেন সোহাগ (১৮), খলিলুর রহমান (২২), অংসইনু মারমা (২১), তাইজুল ইসলাম (২১), আবু সাঈদ (২৪), মোহাম্মদ সান (২১), রাফসান (২৩), আসলাম(২২)।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, ট্রেনের ছাদে বেশ কয়েকজন শিক্ষার্থী ছিল। তারা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. মোরশেদুল আলম বলেন, রাতে ট্রেনের ছাদে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৫/২০ জনের মতো আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছে। আমরা আহতদের স্থানীয় ক্লিনিকগুলোয় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
এদিকে আহত শিক্ষার্থীদের মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টায় চট্টগ্রাম শিক্ষার্থীদের দেখতে যান চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
এসময় তিনি বলেন, আহত শিক্ষার্থীদের পাশে প্রশাসন রয়েছে। চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না হয়, এজন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি।
প্রসঙ্গত, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২টি শাটল ট্রেন প্রতিদিন মোট ১৪ বার শহর-ক্যাম্পাস-শহর আসা যাওয়া করে। প্রতিটি শাটলে দশটি করে বগি আছে। ২৮ হাজার শিক্ষার্থীর যাতায়াতে যা খুবই অপ্রতুল। প্রতি বছর শিক্ষার্থী বাড়লেও বাড়েনি শাটলের শিডিউল। বরং লোকবলের সংকটে করোনা-পরবর্তী বন্ধ করে দেওয়া হয় নিয়মিত শিডিউলের ডেমু ট্রেন। এতে ট্রেন ও বগি সংকটের কারণে প্রতিদিন গাদাগাদি করে দাঁড়িয়ে ক্যাম্পাসে যাতায়াত করেন শিক্ষার্থীরা। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: চবি ফটকে তালা দিয়ে রাতে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ছাত্রলীগের বিক্ষোভ
১ বছর আগে
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ধাক্কায় নিহত নানী-নাতি
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় বিশ্ববিদ্যালয়গামী শাটর ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নারী ও শিশু নিহত হয়েছেন। তারা দুজন সম্পর্কে নানী ও নাতি বলে জানা গেছে।
রবিবার (২৫ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত
নিহত দুজন হলেন -রাজিয়া বেগম (৬৮) ও তার নাতি সাহিল (৮)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুর আলম আশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বায়েজীদ থানাধীন অক্সিজেন মোড় রেলক্রসিং -এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ট্রেন এসে অজ্ঞাত দুই ব্যক্তিকে ধাক্কা দেয়।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুজনকে হাসপাতালে আনয়নকারী ও প্রত্যক্ষদর্শী যুবক রিয়াজ জানান, নানী নাতি দুইজন একটি রেল ব্রিজ পার হওয়ার সময় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন তাদের ধাক্কা দেয়।
কয়েকজনের সহযোগিতায় আমি তাদের হাসপাতালে নিয়ে আসি।
তিনি জানান, নিহত দুজনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তবে তারা ঘটনাস্থলের কাছে অক্সিজেন পাঠানপাড়া এলাকায় বসবাস করতেন বলে জেনেছি।
আরও পড়ুন: নাটোরে ট্রেনের ধাক্কায় দম্পতির মৃত্যু
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাবা-ছেলে নিহত
১ বছর আগে
চবির শাটল ট্রেনের ছাদে উঠতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে হাটহাজারী উপজেলার চৌধুরী হাট রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত যুবক মো. ইয়াসিন (৩০) হাটহাজারী উপজেলার ফতেপুর ৪ নং ওয়ার্ডের পাহাড়িকা আবাসিক এলাকার আতাউর রহমানের ছেলে।
আরও পড়ুন: মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইয়াসিন চৌধুরী হাট রেলস্টেশনে চবির শাটল ট্রেনের দুই বগির মাঝখান দিয়ে ছাদে উঠতে গিয়ে নিচে পড়ে যায়।
এতে তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম আশেক জানান, ট্রেনে কাটা পড়ে বাম হাত শরীর থেকে দুই ভাগে বিচ্ছিন্ন হওয়া এক যুবককে চমেক হাসপাতালে আনা হয়।
তিনি আরও বলেন, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে পুলিশের কনস্টেবল নিহত
চবির শাটল ট্রেনে যান্ত্রিক ত্রুটি, ১৫ মিনিট দেরিতে শুরু ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা
১ বছর আগে
চবির শাটল ট্রেনে যান্ত্রিক ত্রুটি, ১৫ মিনিট দেরিতে শুরু ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ব্রেক গিয়ার ভেঙে বিকল হয়ে পড়ায় ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে।
সোমবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসগামী এই শাটল বালুছড়া আসার পর এ ঘটনা ঘটে। পরে দ্রুত মেরামত করে শাটল ট্রেনটি সচল করা হয়।
তবে মাঝপথে শাটল বিকল হয়ে পড়ায় পরীক্ষায় দেরি হয়ে যাচ্ছে দেখে অনেকেই ভিন্ন পথ খোঁজেন ক্যাম্পাসে পৌঁছাতে। তবে ৩০ মিনিটের মধ্যে শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাউছার মাহমুদ বলেন, শাটলের ব্রেক গিয়ার ভেঙে গেছে। এতে ভর্তিচ্ছুরা ভোগান্তিতে পড়ে। অনেকেই বাস-ট্রাকে করে ক্যাম্পাসে যায়।
আরও পড়ুন: প্রশাসনিক পদ থেকে আরও ৩ চবি শিক্ষকের পদত্যাগ
এদিকে শাটল ট্রেন বিকলের কারণে ভর্তি পরীক্ষা ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন 'ডি' ইউনিটের কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদে ডিন অধ্যাপক সিরাজ-উদ-দৌলা।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে শুনেছিলাম। বিষয়টি আমাদের জানানো হলে পরীক্ষা ১৫ মিনিট পরে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, শাটলের সমস্যা হওয়ার খবর আমরা শুনেছি। বাস পাঠানো হয়। অনেককে বাসে আনা হয়েছে।
আরও পড়ুন: চবি প্রশাসন থেকে প্রক্টরসহ ১৭ জনের পদত্যাগ
১ বছর আগে
নিজস্ব অর্থায়নে শাটল ট্রেন রাঙ্গাচ্ছেন জার্মান শিল্পী দম্পতি
শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী শিক্ষার্থীদের অন্যতম বাহন শাটল ট্রেন। ১৯৮০ সালে চালু হওয়া বাংলাদেশ রেলওয়ে সেই শাটল ট্রেন নতুন সাজে সাজতেছে। আর এই কাজটি করেছেন জার্মান আরইউএসবি আর্ট গ্রুপের প্রধান লুকাস জিলিঞ্জার ও তার স্ত্রী লিভিয়া জিলিঞ্জার।
২ বছর আগে
চবির চলন্ত শাটল ট্রেনে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চলন্ত শাটল ট্রেনে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শাটল ট্রেনে থাকা বহিরাগত বখাটের হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী।
বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে শহরের উদ্দেশে ছেড়ে যাওয়া চলন্ত শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত একটি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন অভিযোগ পায়নি বলে জানিয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে সাড়ে ৫টার শাটলে সামনে থেকে ৩ অথবা ৪ নম্বর বগিতে ওঠি। একই বগিতে আরও দুজন বয়স্ক লোক ছিলেন। সময় মতো ট্রেন না ছাড়া এবং ইফতারের সময় হয়ে যাওয়ায় বয়স্ক দুই লোক নেমে যান। ইফতারের পর নতুন করে দুজন ছেলে বগিতে ওঠে। এদের মধ্যে একজন একবার আমাকে ফোনের লাইট দিয়ে দেখে চলে যায়। পরে আবার এসে জিজ্ঞেস করে, আপু আপনি কোথায় যাবেন? আমি বললাম, কেন? তখন সে বলল ট্রেন ছাড়বে না। বললাম, তো? বলল, ট্রেন ছাড়বে না তাই বললাম আরকি।’
ভুক্তভোগী জানান, সাড়ে ৫টার শিডিউলের ট্রেন ছাড়ে সন্ধ্যা ৭টায়। ছেলেটি বগির এপাশ-ওপাশ হাঁটাহাঁটি করছে। তখন আমি তাদের জিজ্ঞেস করলাম তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না। তারা বলল বহদ্দারহাট থেকে এসেছে।
পড়ুন: ঈদের ছুটিতে ২৪ দিনের জন্য বন্ধ হচ্ছে চবি
ভুক্তভোগী বলেন, ‘পরে ট্রেন একটি স্টেশনে থেমে আবার চলতে শুরু করলে হঠাৎ দুই ছেলের একজন এসে সর্বোচ্চ শক্তি দিয়ে এক হাতে আমার মুখ এবং অপর হাতে আমার মাথা চেপে ধরে। সঙ্গে সঙ্গেই আমি চিৎকার করি এবং হাত সরানোর চেষ্টা করতে করতে মাটিতে পড়ে যাই। চোখের সামনে মৃত্যু দেখছিলাম। তখনো মুখে হাত দিয়ে চেপে ধরা এবং আমি প্রাণপণে হাত ও কনুই দিয়ে ঠেলে বিকট শব্দে চিৎকার করতে থাকি। হঠাৎ তার হাত ফসকে যেতেই আমার চিৎকার বাইরে যাচ্ছিল। তখনই কোথাও যেন পালিয়ে গেল। আমি জানালা দিয়ে হাত, মাথা বের করে চিৎকার করতে থাকি।
তিনি বলেন, বাড়িতে এসে দেখি আমার মুখের বিভিন্ন জায়গায় নখের ছোট-বড় লাল আঁচড়, চোখের ঠিক ওপরে কালো, সেখানে সুঁই ফোটানোর মতো অনুভব হচ্ছে এবং চোখের কোনায় ফুলে ব্যথা, গলা বসে গেছে, মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বলেন, ‘এটা তো খুব ভয়ংকর ঘটনা। মেয়েটি আমাদের এখনো বিষয়টি জানায়নি। আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’ শাটলের বিভিন্ন বগিতে পুলিশ থাকার কথা। এমন কিছু হওয়াটা অপ্রত্যাশিত।
পড়ুন: চবি শাটলে পাথর নিক্ষেপ, আটক ৩
২ বছর আগে
আজ থেকে শুরু চবির ভর্তি পরীক্ষা, থাকছে বিশেষ শাটল ট্রেনের ব্যবস্থা
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি- ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আজ বুধবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথমবর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। চবির ৬ টি ইউনিট, উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য এবার আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী।
স্বাস্থ্যবিধির বিষয় মাথায় রেখে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় এবার প্রতিটি ইউনিটের পরীক্ষা কয়েকটি শিফটে অনুষ্ঠিত হবে।
চবি সূত্রে জানা গেছে, প্রতিটি শিফটে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অংশ নেবে। সকালের শিফটে ভর্তিচ্ছুরা পৌনে ১০ টায় কেন্দ্রে প্রবেশ করবে। ওএমআর ফরম বিতরণ করা হবে সোয়া ১০টায়। প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা ১১ টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২ টায়। অন্যদিকে দুপুরের শিফটে ভর্তিচ্ছুরা সোয়া ২টায় কেন্দ্রে প্রবেশ করবে। ওএমআর ফরম বিতরণ করা হবে পৌনে ৩টায়। প্রশ্নপত্র বিতরণ করা হবে সাড়ে ৩টায়। পরীক্ষা শেষ হবে বিকাল সাড়ে ৪টায়।
চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, বরাবরের মতো ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চবি প্রশাসন বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে আমি সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করি।
তিনি আরও বলেন, যেহেতু চবি ক্যাম্পাস চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত তাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যাতে যানজটমুক্ত পরিবেশে নির্বিঘ্নে ক্যাম্পাসে আসা-যাওয়া করতে পারে সে জন্য পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ শাটল ট্রেনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই বিশেষ শাটল সার্ভিস চলবে।
আরও পড়ুন: ইবিতে গুচ্ছ পদ্ধতিতে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
নগরীর বটতলী রেলস্টেশন থেকে যথাক্রমে সকাল ৬টায়, সাড়ে ৬টায়, সাড়ে ৭টা, ৮ টা ১৫ মিনিটে , ৮টা ৪৫ মিনিটে, ১১টা ৪০ মিনিটে, দুপুর ১২ টায়, সাড়ে ১২টায়, বিকাল ৩টায়, ৪টায় ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাবে।
এদিকে বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে যথাক্রমে সকাল ৭টা ০৫ মিনিটে, সকাল ৭টা ৩৫ মিনিটে, সকাল ৮ টা ৪০ মিনিটে, সকাল ৯ টা ২০ মিনিটে, সকাল ১০টায়, দুপুর ১টায়, দুপুর ১টা ৩০ মিনিটে, বিকাল ৩টায়, বিকাল ৫টায়, বিকেল সাড়ে ৫টা ও রাত ৯টা ১০ মিনিটে নগরীর বটতলীর উদ্দেশে ছেড়ে যাবে।
সব ট্রেনই ঝাউতলা, ষোলশহর, ক্যান্টনমেন্ট, চৌধুরীহাট, ফতেয়াবাদ স্টেশনে কিছুক্ষণ থেমে বিশ্ববিদ্যালয় স্টেশনে যাবে। প্রতিটি ট্রেন বটতলী রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় স্টেশনে আসতে আনুমানিক ১ ঘণ্টা সময় লাগবে।
প্রসঙ্গত, আজ ২৭ ও আগামীকাল ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পড়ুন: দেশে প্রথমবারের মতো ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু
৩ বছর আগে
চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শাটল ট্রেন’
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) শাটল ট্রেন সার্ভিস চালু হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর দ্বিতীয় কোনো বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন সার্ভিস যুক্ত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টিতে।
আরও পড়ুন: চবির ‘শাটল ট্রেন’ নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্লাটফর্ম উচুকরণ, এক্সেস কন্ট্রোল, প্লাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এর আগে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সরকারের আইআইইউসি ও চুয়েটসহ দুটি ক্যাম্পাসে রেল সংযোগ স্থাপনের প্রস্তাবনা দেয়।
বুধবার বেলা সাড়ে ১১টায় রেল স্টেশনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
আরও পড়ুন: ঢাকা-গাজীপুর রুটে বিশেষ ট্রেন চলাচল শুরু
আইআইইউসি’র পাশেই নির্মাণ করা হচ্ছে এ রেলস্টেশন। আইআইইউসির ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এ রেল রুট চালু করার উদ্যোগ নেয়া হয়।
বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, ট্রাস্টি বোর্ড সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আরও পড়ুন: দেড় মাস পর সিলেট থেকে ট্রেন চলাচল শুরু
১৯৯৫ সালের ১১ ফেব্রুয়ারি সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকার পাহাড়বেষ্টিত প্রাকৃতিক মনোরম পরিবেশে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। যাদের যাতায়াতের একমাত্র বাহন ছিল বাস। দীর্ঘ ২৬ বছর পর দেশের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম এ ভার্সিটিতে শাটল ট্রেন চালু হচ্ছে। আর এর মধ্যে দিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় নব দিগন্তে প্রবেশ করছে।
৩ বছর আগে
চবির শাটল ট্রেন ও মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
চট্টগ্রাম, ০৪ মার্চ (ইউএনবি)- চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন ও মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষে লোকো মাস্টারসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
৪ বছর আগে