অমান্যকারী
আইন অমান্যকারীদের ভয়াবহ পরিণতি হবে: ইসি রাশেদা
যারা আইন মানবে না, তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সংশ্লিষ্টদের হুঁশিয়ার করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।
তিনি বলেন, পেশি শক্তিতে ভোট কেন্দ্র দখল করে সিল মেরে জাল ভোট দিয়ে কোনো লাভ হবে না। এসব ঠেকানোর জন্য ব্যালট পেপারের উল্টো দিকে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার সিল ও সইয়ের নিয়ম চালু করা হয়েছে। সিল ও সই না থাকলে ওই ভোট বাতিল হয়ে যাবে।
আরও পড়ুন: আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে চিন্তা নেই: ইসি রাশেদা
রবিবার সকালে দিনাজপুরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপজেলা পরিষদে নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি।
সব দলকে নির্বাচনে আনা প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে ইসি বলেন, কমিশন চায় নিবন্ধিত ৪৪ রাজনৈতিক দলই নির্বাচনে আসুক। কিন্তু আসা না আসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রত্যেকটা দলের নিজস্ব স্বাধীনতা রয়েছে৷ ইসির হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, এখন রাজনৈতিক পরিস্থিতি বিরোধপূর্ণ হয়ে গেছে৷ এটা দূর করার মতো কোনো ক্ষমতা বা এখতিয়ার কমিশনের হাতে দেওয়া নেই। তবে রাজনৈতিকভাবে এটা দ্রুত শেষ করে দেওয়া দরকার।
আরও পড়ুন: সব প্রার্থীই আমাদের কাছে সমান: ইসি রাশেদা সুলতানা
ভোটারদের হুমকি-ধমকি দিলে শাস্তির বিধান করা হয়েছে: ইসি রাশেদা সুলতানা
৬ মাস আগে
নির্বাচনের আগে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি আইজিপির
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (২৭ আগস্ট) বরিশাল পুলিশ লাইন্সে বরিশাল ইউনিট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আরও পড়ুন:নির্বাচনে বাংলাদেশ পুলিশ ইসির অধীনে কাজ করবে: আইজিপি
তিনি বলেন, নির্বাচনের সময় দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা পুলিশের রয়েছে।
তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করেছে এবং নির্বাচনের আগে ইসির নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করবে।
হবিগঞ্জে পুলিশের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, তিনি ব্যক্তিগতভাবে তাকে দেখতে গিয়েছিলেন এবং ভুক্তভোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আহত হলে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা দেওয়া হবে। হামলাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে এনেছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
আরও পড়ুন:কেউ আইনশৃঙ্খলা ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
আইনশৃঙ্খলা ভঙ্গের যেকোনো চেষ্টা দমনের প্রতিশ্রুতি দিলেন আইজিপি
১ বছর আগে
হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধে সিলেটে অভিযান
সিলেটে হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।
৪ বছর আগে