সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিছবাহ উদ্দিন জানান, সিলেট জেলা প্রশাসনের করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভায় ৫টি টিম গঠন করা হয়েছে। টিমগুলো হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীরা ঠিকমতো সরকারি নির্দেশনা মানছেন কিনা তা পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।
সংশ্লিষ্টরা জানায়, প্রয়োজনে টিমের সংখ্যা আরও বাড়ানো হবে। ইতোমধ্যে বৃহস্পতিবার থেকে টিমের সদস্যরা কাজ শুরু করেছেন।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নূর-এ-আলম শামীম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস নিয়ে জেলা পর্যায়ের মাল্টিসেক্টরাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সভাপতি জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় করোনা নিয়ে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং যারা হোম কোয়ারেন্টাইন অমান্য করবে-তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া প্রশাসন ও পুলিশের উদ্যোগে জেলা ও উপজেলায় মাইকিংয়ের সিদ্ধান্ত হয় বলে জানান ডেপুটি সিভিল সার্জন।