বিশেষ অধিবেশন
সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু
জাতীয় সংসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশেষ অধিবেশন শুরু হয়েছে।
এটি একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশনও।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টার দিকে অধিবেশন শুরু হয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদের শুক্রবার জাতীয় সংসদে একটি স্মারক ভাষণ দেওয়ার কথা রয়েছে, যেখানে তিনি দেশের অর্জন ও সংসদের ভূমিকা তুলে ধরবেন।
স্পিকার তার উদ্বোধনী বক্তব্যে বলেন, সংসদ সদস্যদের আলোচনার পর জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর একটি প্রস্তাব গৃহীত হবে।
তিনি ১৯৭৩ সালের ৭ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের যাত্রা শুরুকে একটি স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এরই ধারাবাহিকতায় আমরা ২০২৩ সালে সংসদের সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। এজন্যই ৭ এপ্রিল সংসদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।’
এর আগে গত ২১ মার্চ রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদের ২২তম অধিবেশন আহ্বান করেন।
অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটি স্পিকারের সভাপতিত্বে বৈঠক করে অধিবেশনের সময়কাল ও কার্যাবলী নির্ধারণ করে।
আরও পড়ুন: একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশনের ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু হবে বৃহস্পতিবার
৯৯৪ দিন আগে
মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে আহ্বান করা সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে বৃহস্পতিবার স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৮৬৮ দিন আগে
মুজিব বর্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু ৮ নভেম্বর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন (বর্তমান সংসদের ১০ম অধিবেশন) আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।
১৮৯০ দিন আগে
সংসদের বিশেষ অধিবেশন স্থগিত
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম পরিহার করার জন্য মুজিব বর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়েছে।
২১০৫ দিন আগে