জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন (বর্তমান সংসদের ১০ম অধিবেশন) আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে দেশের প্রথমবারের মতো বিশেষ এ অধিবেশনের আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
একাদশ জাতীয় সংসদের ৯ম অধিবেশন মুলতবি হওয়ার ৫৯ দিন পর শুরু হতে যাওয়া ১০ম অধিবেশন আগামী ৮ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বসবে।
গত ১০ সেপ্টেম্বর, দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে নবম অধিবেশনটি মাত্র ৫ কার্যদিবসের মধ্যে শেষ হয়। ওই অধিবেশনে ছয়টি বিল পাস এবং আরও তিনটি বিল সংসদে উত্থাপন করা হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এর আগে গত মার্চের ২২ তারিখে বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। করোনাভাইরাস মহামারির কারণে পরে তা স্থগিত করা হয়।
সংবিধান অনুযায়ী, একটি সংসদ অধিবেশন শেষে এবং পরবর্তী অধিবেশনটির প্রথম কার্যদিবসের মধ্যবর্তী ব্যবধান ৬০ দিনেরও বেশি হবে না।