নবীনগর
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও আশুগঞ্জ উপজেলায় বজ্রপাতে কালু মিয়া ও মো. জনি নামে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যার দিকে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আশুগঞ্জের শরীফপুর ইউনিয়নের টুঙ্গীপাড়ায় গরুর হাট থেকে ফেরার পথে বজ্রপাতে কালু মিয়া নিহত হয়েছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রবাসী যুবকের মৃত্যু
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ বলেন, হাট থেকে বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে কালু মিয়া নিহত হন।
তিনি আরও বলেন, কালুর বাড়ি উপজেলার তারুয়া গ্রামে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, জেলার নবীনগরে মেঘনা নদীতে বজ্রপাতে মো. জনি বাল্কহেড নৌকার শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার বাইশমোজা গরুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জনি জেলার সরাইলের পানিশ্বর গ্রামের মিয়া শাহের ছেলে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, বজ্রপাতে আহত জনিকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁদপুরে বজ্রপাতে ৬ গবাদিপশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু
৬ মাস আগে
নবীনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নিলুফা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালের দিকে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নারুই ব্রাহ্মণহাতা মধ্যপাড়া ফজর আলীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: খুলনায় নারীর ভাসমান লাশ উদ্ধার
মৃত নিলুফা আক্তার (২১) একই গ্রামের মজিবুর রহমানের মেয়ে। তার তিন মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) সজল কান্তি দাশ জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাছিয়েছি। হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত শেষে জানা যাবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অটোচালকের লাশ উদ্ধার
মেসের কক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
১১ মাস আগে
নবীনগরে সাবেক এমপির গাড়িবহরে হামলা, আহত ২
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
এমপি অক্ষত অবস্থায় থাকলেও তার ব্যক্তিগত পিএস সাইফুর রহমান সোহেল ও গাড়িচালক ফারুকসহ দুইজন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৫টায় সলিমগঞ্জ সরকারি হাসপাতাল সড়কে ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: ইরানে কাসেম সোলাইমানির স্মরণসভায় বোমা হামলায় নিহত ১০৩
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক লাহোর ফতেপুর ইউনিয়নের বাসারুক গ্রামে ভোটকেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে শুক্রবার বিকালে সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল শিকদারের সভাপতিত্বে, সাবেক সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
আরও পড়ুন: ঝিনাইদহে নির্বাচনের পর ৫০টি বাড়িঘরে হামলার অভিযোগ, আহত ১০
অনুষ্ঠান শেষ করে ঢাকা ফেরার পথে সলিমগঞ্জ বাজার আওয়ামী লীগ কার্যালয় থেকে কিছু দূর এলে আমিনুল, ইশতিয়াক, শান্তসহ ১০-১২ জন অতর্কিতভাবে পিস্তল, দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তারা সবাই ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের অনুসারী বলে পরিচিত।
তখন বাজারের লোকজন এগিয়ে এলে পাঁচটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: ফরিদপুরে নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এজেন্টসহ আহত ৪
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল আটক করা হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ছাত্রলীগের হামলার অভিযোগ
১১ মাস আগে
নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল খালা-ভাগনির
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরে ডুবে খালা-ভাগিনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কনিকাড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে সায়মা (১২) ও কসবা উপজেলার কুডি গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে ইলমা (৬)।
তারা সম্পর্কে খালা ও ভাগনি।
আরও পড়ুন: ফটিকছড়িতে পুকুরে ডুবে মারা গেল ২ শিশু
নিহত সায়মার মা জুহেরা বেগম জানান, দুপুরে ইলমা ও তার খালা সায়মা বাড়ি পাশ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে ইলমা পানিতে পড়ে ডুবে যায়। তাকে বাঁচাতে সায়মাও পানিতে লাফ দেয়।
সাঁতার না জানার কারণে তারা তীরে আসতে পারেনি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, পানিতে ডুবে দুইজনের মারা যাওয়ার খবর পেয়েছি।
আরও পড়ুন: মণিরামপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
১১ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক কিশোরীর ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের বাশারুক গ্রামে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত সামিয়া আক্তার (১৫) উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের বাশারুক গ্রামের বিল্লাল মাস্টার বাড়ির আবুল হোসেনের মেয়ে।
আরও পড়ুন: সিলেট নগরীতে রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাশারুক গ্রামের পাশ্ববর্তী গ্রামের এক যুবকের সঙ্গে সামিয়ার প্রেমের সম্পর্ক ছিল। তারপর তারা পারিবারিকভাবে বিয়ে করে। বিয়ের পর তারা জানতে পারেন সামিয়ার স্বামী একজন মাদকসেবি।
তারা আরও জানান, পরে সামিয়া স্বামীর সঙ্গে রাগ করে বাবার বাড়িতে চলে আসেন। স্বামী মাদকাসক্ত ও বাবা-মায়ের কটাক্ষ কথা সহ্য না করতে পেরে সামিয়া আত্মহত্যা করে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, 'আজকে (বৃহস্পতিবার) সকালে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।'
আরও পড়ুন: যশোরে অন্তঃসত্ত্বা নারীর ঝুলান্ত লাশ উদ্ধার
সাতক্ষীরায় পুলিশের উপপরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে
নবীনগরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
মৃত সোনিয়া ওই এলাকার মজনু খানের মেয়ে। সোনিয়া বিটঘর উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: কেশবপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু
সোনিয়ার বাবা মজনু মিয়া জানান, তার মেয়ে সোনিয়া রাতে হাতে মেহেদী দিচ্ছিল। এসময় সোফায় বসা অবস্থায় একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দেয়। এরপর সোনিয়া অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তারা সোনিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোনিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের লোকেরা। সোনিয়ার পায়ে সাপের কামড়ের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই সোনিয়ার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
কুষ্টিয়ায় সাপের কামড়ে ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু
১ বছর আগে
অবশেষে মারা গেলেন নবীনগরে পেট্রোলে অগ্নিদগ্ধ লতিফা
ব্রাহ্মণবাড়িয়ার মাদকাসক্ত দেবরের দেয়া পেট্রোলের আগুনে ভাবী লতিফা বেগম (৪০) হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
বুধবার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেরআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের বাড়ি জেলার নবীনগরের রসুল্লাবাদ ইউনিয়নের উত্তর দাররা গ্রামে। তবে ঘটনার তিন দিন পরও ঘাতক দেবর জালাল (৩৫) এখনো গ্রেপ্তার হয়নি।
আরও পড়ুন: গাজীপুরে ফিলিং স্টেশনে আগুন: ঢামেকে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু
এ মর্মান্তিক মৃত্যুর পর এলাকাবাসীরা বলেন, এমন মর্মান্তিক ঘটনা এলাকায় পূর্বে কখনই ঘটেনি। তারা অভিযুক্ত দেবর জালালকে দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান। এলাকায় মাদকাসক্তের সংখ্যা দিনদিন বেড়ে চলেছে বলে অভিযোগ করেন তারা।
লতিফা বেগমের স্বামী মো. জাকারিয়া জানান, দুপুরে আমি বাড়িতে ছিলাম না। লতিফা পিঠা তৈরি করছিল। এই সুযোগে জালাল পেছন থেকে লতিফার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে আগুনে তার গোটা শরীর ঝলসে গেলে বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, পুলিশের একাধিক টিম জালালকে গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে। আশা করছি, শিগগিরই তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো।
উল্লেখ, গত ১৯ মার্চ দুপুরে নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউপির উত্তর দাররা গ্রামে কথা কাটাকাটির জেরে লতিফা বেগমকে (৪০) পেট্রল ঢেলে পুড়িয়ে দেয় দেবর জালাল মিয়া।
আরও পড়ুন: সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু
কুড়িগ্রামে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
১ বছর আগে
নবীনগরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলা সদরের মাঝিকারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম নুসাইবা (৬) ও রোজামনি (৬)।
রোজামনি ওই এলাকার আনোয়ার হোসেনের এবং নুসাইবা একই এলাকার মনির হোসেনের মেয়ে।
আরও পড়ুন: পাগলা নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দুই শিশু বাড়ির পাশে খেলা করার সময় স্থানীয় পাইলট স্কুল সংলগ্ন পুকুরে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে। পরে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
২ বছর আগে
চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা সদর উপজেলার নবীনগর গ্রামে সোমবার সকালে পুকুরে ডুবে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুর নাম আয়েশা খাতুন। সে ওই গ্রামের সবুজ হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ওহিদুল ইসলাম জানান, সকালে উঠানে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে আয়েশার মৃত্যু হয়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নগরকান্দায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু
৩ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী ও সহযোগীকে গুলি করে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও তার ঘনিষ্ঠ এক সহযোগীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এরশাদ (৩০) ও একই গ্রামের সন্তোষ সরকারের ছেলে বাদল সরকার (২৫)। স্থানীয় ইউপি নির্বাচনে এরশাদের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন শনিবার ইউএনবিকে বলেন, শুক্রবার রাতে এক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাদের পথরোধ করেন।
তিনি বলেন, ‘উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে দুর্বৃত্তরা তাদের গুলি করে। এতে বাদল ঘটনাস্থলে মারা যায় এবং এরশাদ গুরুতর আহত হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে এরশাদও মারা যান।’
পুলিশ কর্মকর্তা বলেন, ‘হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। হত্যার উদ্দেশ্য এখনও পরিষ্কার না।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: ভোলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ১০
কেন্দুয়ায় ইউপি নির্বাচনে সংরক্ষিত আসনে প্রার্থী তৃতীয় লিঙ্গের সবুজা
৩ বছর আগে