এইচএসসি পরীক্ষার্থী
পটুয়াখালীতে কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম
পটুয়াখালীতে মো. ফয়সাল আকন (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রের সামনে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১ ডিসেম্বর) দুপুর সোয়া ১ টায় পৌর শহরের 'আবদুল করিম মৃধা কলেজ' পরীক্ষা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
ফয়সাল সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের হাজিখালি গ্রামের বেল্লাল আকনের ছেলে। সে পটুয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
আহত শিক্ষার্থী ফয়সাল বলেন, আমি জীববিজ্ঞান ২য় পত্র পরীক্ষা দিতে আবদুল করিম মৃধা কলেজের কেন্দ্রে যাই। পরীক্ষা শেষে বের হলেই কেন্দ্রের গেট থেকে আমাকে ৫/৬ জন লোক জোর করে ধরে নিয়ে যায়। আমি চিৎকার দিলে তারা আমাকে মারধর শুরু করে। এ সময় জসিমের (২২) কাছে থাকা ছুরি দিয়ে আমাকে কুপিয়ে আহত করে। এতে আমার হাত ও পিঠে জখম হয়েছে। পরে কলেজের প্রিন্সিপালের কক্ষে গিয়ে আশ্রয় নিই।
কেন তাকে কুপিয়ে জখম করা হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেনি ফয়সাল।
পটুয়াখালী আবদুল করিম মৃধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম. সাইফুদ্দিন বলেন, আহত ওই শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তার হাতে বেশি জখম হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাটি ঘটেছে কলেজের বাইরে। তবে ওই শিক্ষার্থী দৌড়ে আমার কক্ষে আসে। এতে আমার কক্ষ এবং কলেজের বারান্দায় অনেক রক্ত পড়ে আছে।
আহত ওই শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে আসেন পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষকরা। এ সময় পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গাজী জাফর ইকবাল বলেন, এ বিষয়ে কলেজের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে । ওই শিক্ষার্থীর রবিবারে কৃষি শিক্ষা পরীক্ষা রয়েছে। তার হাত দিয়ে পরীক্ষা দিতে না পারলে নিয়ম অনুযায়ী বিকল্প ভাবে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করতে হবে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, তার ( ফয়সালের) পিঠে ও ডান কাঁধে কোপের আঘাত রয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
৮৩৫ দিন আগে
বিশ্বনাথে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত
সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪ জন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পশ্চিম চান্দশীরকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম আহমেদ (১৮) বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের পিয়ার আলীর ছেলে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ১০
জানা গেছে, পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় পথেই এক এইচএসসি পরীক্ষার্থীর নির্মম মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুরমুখী যাত্রীবাহী বাস ও বিশ্বনাথমুখী সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় সিএনজির যাত্রীরা গুরুতর আহত হন। তাদের সবাইকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও সিএনজি হেফাজতে নেয় বিশ্বনাথ থানা পুলিশ।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ফাহিম নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বাস ও সিএনজি হেফাজতে নেয়া হয়েছে।
আরও পড়ুন: খিলগাঁওয়ে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ভোলায় স্কুল শিক্ষকসহ নিহত ২
৮৪২ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু
ব্রাহ্মণবাড়িয়া জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে করোনার ফাইজার টিকা দেয়া শুরু হয়েছে।
মঙ্গলবার শহরের বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
এই সময় সিভিল সার্জন মো. একরামউল্লাহ উপস্থিত ছিলেন। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে।
আরও পড়ুন: বরিশালে এইচএসসি শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া শুরু
জানা গেছে, জেলার ৯টি উপজেলায় প্রায় ১৬ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে প্রথম ডোজ ফাইজার টিকা দেয়া হবে। পরীক্ষার পর দ্বিতীয় ডোজ দেয়া হবে।
১২১৬ দিন আগে
রৌমারীতে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’
কুড়িগ্রামের রৌমারীতে চলতি বছরের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিরিনা আক্তার (১৮) ছাটকড়াইবাড়ী গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ও দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী।
আরও পড়ুন: শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা, আটক মা
স্থানীয়রা জানায়, এইচএসসি পরীক্ষার্থী শিরিনা আক্তারের সাথে একই গ্রামের রৌমারী সরকারি কলেজের দপ্তরি শাজাহান আলীর ছেলে নাহিদ হাসানের প্রেমের সম্পর্ক ছিল। তাদের এই সম্পর্কের কথা জানতে পেয়ে শিরিনার বাবা তাকে বকাবকি করেন। এতে অভিমান করে তিনি গলায় ওড়না পেঁচিয়ে বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে তার প্রেমিক নাহিদ ও পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে রৌমারী থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: পাবিপ্রবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ জানান, ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেননি।
ওসি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: চিকিৎসার খরচ জোগাতে না পেরে ‘আত্মহত্যা’!
১২৬২ দিন আগে
করোনা নিয়ে গুজব: পিরোজপুরে এইচএসসির ২ পরীক্ষার্থী আটক
পিরোজপুরে ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রবিবার এইচএসসির দুই পরীক্ষার্থীকে আটকের কথা জানিয়েছে ডিবি পুলিশ।
১৮২০ দিন আগে