রাজধানীর নটরডেম কলেজের ভবনের ছাদ থেকে পড়ে ধ্রুববত দাস (১৮) নামের এক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ মে) বিকালে কলেজ প্রাঙ্গণের ভেতরে ঘটনাটি ঘটে। এদিন শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করার কথা ছিল।
ধ্রুব নটরডেম কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
ঘটনার সময় সন্তানের জন্য গেটের বাইরে অপেক্ষা করছিলেন তার বাবা বানিব্রত দাস। তিনি বলেন, ‘আমি ছেলের জন্য গেটে অপেক্ষায় ছিলাম। কিছুক্ষণ পর দেখি গেট থেকে কিছু শিক্ষার্থী আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় নিয়ে বের হচ্ছে।’
সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে শোকজ, ষষ্ঠ দিনেও ক্লাসে ফেরেননি শিক্ষকরা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
ধ্রুবব্রত দাস গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের বানিব্রত দাসের দুই সন্তানের মধ্যে বড় সন্তান। রাজধানীর গুপিবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
এ বিষয়ে নটরডেম কলেজের শিক্ষার্থী নাফিজ মাদাদ রহমান বলেন, ‘আমরা হঠাৎ একটি শব্দ পাই। বাইরে গিয়ে দেখি ধ্রুব রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। পরে আমরা উদ্ধার করে নিয়ে আসি।’
পুলিশ এ ঘটনার তদন্ত করছে।