বোনের মৃত্যু
গোলাপগঞ্জে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগম (৫)।
স্থানীয়রা জানায়, কুশিয়ারা নদীতে সাঁতার কাটার একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে যায় তারা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারে নামে স্থানীয়রা। পরে বিকাল ৩টার দিকে জাল ফেলে তাদের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমীন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বালতির পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
৬ মাস আগে
ভগ্নিপতির দেয়া আগুনে ভাই-বোন দগ্ধ: বোনের মৃত্যু
ঢাকার আদাবরে ভগ্নিপতির দেয়া আগুনে দগ্ধ ভাই-বোনের মধ্যে একজন মারা গেছে। শুক্রবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ মিতু (১০)। তার শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জীবনের সঙ্গে লড়াই করে সে মারা যান।
নিহত মিতুর ৫ বছর বয়সী ভাই বাপ্পি দুই হাতের আট শতাংশ দগ্ধ হয়ে বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আরও পড়ুন: রাজধানীতে বাসায় আগুন লেগে দগ্ধ ব্যক্তির মৃত্যু
হতাহতরা একই এলাকার পান বিক্রেতা বাবুল তালুকদার ও পোশাক কর্মী আকলিমা আক্তার দম্পতির সন্তান।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর আদাবর এলাকার সুনিবির হাউজিং সোসাইটির একটি ভবনের বাসায় এ ঘটনা ঘটে।
ভবনের মালিক আব্দুল মালেক জানান, নিবির হাউজিংয়ের নিচতলার ৭ নম্বর রুমে দগ্ধদের দুলাভাই রিকশাচালক আলাউদ্দি ও তার স্ত্রী মৌ বাসায় থাকেন। মঙ্গলবার হঠাৎ করে দুই শিশু আগুন আগুন করে চিৎকার দিলে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে বিকাল ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করি।
আরও পড়ুন: রামপুরায় গোডাউনে আগুন, দগ্ধ আরও ২ জনের মৃত্যু
আলাউদ্দিনের প্রতিবেশী আরিফ বলেন, শিশুদের কান্না শুনে আমরা তাদের বাসায় ছুটে যাই কিন্তু বাইরে থেকে তালা দেয়া ছিল। দরজা ভেঙে দেখলাম শিশু দুটির আগুনে পুড়ে যাচ্ছে।
দগ্ধ বাপ্পী জানায়, বাসার পাশের রাস্তা থেকে দুলাভাই আলাউদ্দিন তাদের দুই ভাই-বোনকে ঘুরতে নিবে বলে বাসায় ডেকে নিয়ে গিয়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর বাসার বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়।
২ বছর আগে
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের ২নং ওয়ার্ড কামার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- একই এলাকার মোহাম্মদ নজরুলের মেয়ে মিম আক্তার (২) ও মোহাম্মদ ফারুকের মেয়ে জান্নাতুল নিসা (৩)। তারা দু’জন সম্পর্কে চাচাতো বোন।
আরও পড়ুন: রাজশাহীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয়রা জানায়, শিশু মিম আক্তার ও জান্নাতুল নিসা খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে একজনের মা দেখতে পেলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: লালমনিরহাটে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী জানান, পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। দু’জনকেই মৃত অবস্থায় পাই। পরে পরিবার লাশ নিয়ে যায়।
২ বছর আগে
ঠাকুরগাঁওয়ে ঈদের দিন পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
জেলার হরিপুর উপজেলায় ঈদের দিন বিকালে আপন দুই বোন বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মারা গেছে।
নিহত শিমু (৯) ও জান্নাতুন (৪) উপজেলার ১ নং গেদুরা ইউনিয়ন পরিষদের মেদিনিসাগর গ্রামের শাহাবুল আলমের মেয়ে।
পড়ুন: পানিতে ডুবে ১৮ মাসে ১৪০২ মৃত্যু, ৮৩ শতাংশই শিশু
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, দুপুরের খাওয়া শেষে শিমু ও জান্নাতুন বাড়ি থেকে খেলতে বের হয়। দীর্ঘক্ষণ তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে তাদের লাশ ভাসতে দেখে এলাকার লোকজন লাশ উদ্ধার করে।
পড়ুন: সুনামগঞ্জে যাত্রীবাহী বাস পানিতে ডুবে নিহত ১
৩ বছর আগে
মাছ ধরতে হাওরে গিয়ে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
জামালগঞ্জে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রবিবার দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
ফরিদপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
ফরিদপুর সদর উপজেলায় পানিতে পড়ে রবিবার দুই বোন মারা গেছে।
৪ বছর আগে