বাংলাদেশি
বেলজিয়াম ও লুক্সেমবার্গে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান
বেলজিয়ামের বাংলাদেশের দূতাবাস, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডাচি এবং ইউরোপীয় ইউনিয়নের মিশন বাংলাদেশি নাগরিকদের সতর্ক করে বলেছে, যারা ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাসের নামে অপরাধ করছে তাদের সম্পর্কে সচেতন হতে।
সোমবার এক বিবৃতিতে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস বলেছে, দূতাবাসের নামে একটি ভুয়া আইএমও অ্যাকাউন্ট খুলে প্রবাসীদের সঙ্গে প্রতারণা ও অপরাধ করার চেষ্টা করছে একটি দল।
দূতাবাস বেলজিয়াম ও লুক্সেমবার্গে বাংলাদেশি কমিউনিটিকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
আরও পড়ুন: শ্রমবাজার সম্প্রসারণে প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক
৩ বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের তিন বছর পর দেশে ফিরেছে পাঁচ বাংলাদেশি। বৃহস্পতিবার দুপুরে আগরতলা থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন তারা।
তারা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ বেলাল উদ্দিন, একই এলাকার মোহাম্মদ হোসাইন, মো. আব্দুল রহিম, মোহাম্মদ আলম ও মো. দিদার।
আরও পড়ুন: আটক ভারতীয় জেলেদের নিজ দেশে ফেরত পাঠানো হবে: কোস্টগার্ড
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন সূত্র জানায়, ২০১৯ সালে বাংলাদেশের রামগড় সীমান্ত দিয়ে অতিক্রম করে ভারতে প্রবেশের পর ওই পাঁচ বাংলাদেশি ত্রিপুরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে আদালতের নির্দেশে আগরতলা ওল্ড এইচে তাদের রাখা হয়। এরপর বাংলাদেশে তাদের ঠিকানা নিশ্চিতের পর দেশে ফেরত আনার উদ্যোগ নেয়া হয়।
আরও পড়ুন: রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে জাতিসংঘকে ভূমিকা রাখতে বললেন প্রধানমন্ত্রী
ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান, ত্রিপুরা উচ্চ আদালতের এক রায়ে তাদেরকে পাঁচদিনের কারাবাস দেয়া হলে তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করলে তাদেরকে আগরতলার নরসিংগড় এলাকায় ‘স্টেট ওল্ড এজ হোম’এ রাখা হয়। বাংলাদেশি হাইকমিশনের সহায়তায় তাদের জাতীয়তা নিশ্চিত শেষে তাদের নিজ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।
বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ লুৎফুর রহমান পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
এক টুইটবার্তায় তিনি বলেন, ‘টাওয়ার হ্যামলেটসের পরবর্তী মেয়র হিসেবে নির্বাচিত হতে পেরে আমি সম্মানিত। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ। আসুন আমাদের বরো এবং আমাদের শিশুদের ভবিষ্যৎ পুর্নির্মাণে কাজ শুরু করি।’
রহমান তাদের গণতন্ত্রে অংশ নিতে যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
দ্য গার্ডিয়ান জানায়, সরকারি কার্যালয়ে দাঁড়ানোর ক্ষেত্রে পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ হলে লুৎফুর রহমান তার অ্যাসপায়ার পার্টির ব্যানারে বর্তমান মেয়র লেবার পার্টির জন বিগসকে পরাজিত করতে সক্ষম হয়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারিত্ব: বিশেষজ্ঞদের অগ্রাধিকারমূলক জলবায়ু পদক্ষেপ বিষয়ক আলোচনা শুক্রবার
২০১৫ সালে ভোট কারচুপি, ভোট কেনা ও ধর্মীয় ভীতি প্রদর্শনের জন্য একটি বিশেষ আদালত তাকে দোষী সাব্যস্ত করার পর তাকে পদ থেকে বহিষ্কার করা হয়।
তবে পুলিশ ও ক্রাউন প্রসিকিউশন সার্ভিস সিদ্ধান্ত নেয় যে ফৌজদারি বিচার শুরু করার জন্য পর্যাপ্ত প্রমাণ নেই।
রহমান দ্বিতীয় রাউন্ডে ৪০ হাজার ৮০৪ ভোট এবং বিগস পান ৩৩ হাজার ৪৮৭ ভোট।
ঈদে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং মঙ্গলবার উদযাপন হতে যাওয়া ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সময় বয়ে যাচ্ছে। মহামারি শুরুর পর এটি তৃতীয় ঈদুল ফিতর। মহামারি বিশ্ব ও আমাদের জীবনকে বিভিন্নভাবে বদলে দিয়েছে। সৌভাগ্যবশত, পরিস্থিতি এখন উন্নত হচ্ছে।’
রাষ্ট্রদূত জিমিং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি উল্লেখ করেছেন যে বাংলাদেশ সফলভাবে মহামারি নিয়ন্ত্রণ করেছে এবং করোনা মোকাবিলা করেও বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম।
তিনি বলেন, ‘এটি আমাকে অনেক অনুপ্রাণিত করেছে এবং আমি গর্বিত যে চীন এই মহান অর্জনে যথাযথ অবদান রেখেছে।’
মহামারি ছাড়াও বিশ্ব এখনও অস্থিতিশীলতা ও ঝুঁকির সম্মুখীন হচ্ছে বলে উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত।
আরও পড়ুন: রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে চেষ্টা করছে চীন: রাষ্ট্রদূত লি জিমিং
তিনি বলেন, ‘এই ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি একটি বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগের প্রস্তাব করেছেন এবং অভিন্ন, ব্যাপক, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তার দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়েছেন এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করবেন।’
বাংলাদেশি ভাই ও বোনদের উদ্দেশে দেয়া ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বলেন, ‘চীনা দূতাবাস ও আমার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা। ঈদ মোবারক।’
তিনি বাংলাদেশি ভাই ও বোনদের আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আনন্দ ও সুস্বাস্থ্য আপনার ও আপনার পরিবারের সঙ্গে চিরকাল থাকুক।’
লিবিয়ায় আটক বাংলাদেশিদের ফেরত আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভূমধ্যসাগরের উপকূলে লিবিয়ার নিরাপত্তা বাহিনীর হাতে আটক বাংলাদেশিদের সরকার ফিরিয়ে আনবে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আটক বাংলাদেশিদের সংখ্যা কত তা বলেননি ড. মোমেন। তবে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এ সংখ্যা পাঁচ শতাধিক।
শনিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ইউরোপে যাওয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: বিয়ানীবাজার থেকে লিবিয়ায় গিয়ে নিখোঁজ ২৪ যুবক, নিহত ১
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান ও তার দল তাদের উদ্ধারে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।
লিবিয়া অবজারভার নামে স্থানীয় একটি মিডিয়া এক টুইটবার্তায় দাবি করে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের তীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এমন ৬০০ জনের বেশি বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে মিসরাতার নিরাপত্তা বাহিনী।
রাশিয়ার পক্ষে যুদ্ধে করতে চান অনেক বাংলাদেশি, দূতাবাসের না
ইউক্রেনের বিরুদ্ধে অভিযানে রাশিয়ার পক্ষে যোগ দিতে চান অনেক বাংলাদেশি। কিন্তু ঢাকাস্থ রুশ দূতাবাস জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার পরিচালিত বিশেষ সামরিক অভিযানে বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবকদের যোগদানের কোনো প্রয়োজন নেই। পরিকল্পনা অনুযায়ী অভিযান চলছে।
বৃহস্পতিবার বাংলাদেশে রাশিয়ার দূতাবাস আরও জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অসংখ্য চিঠি পেয়েছে। যারা ইউক্রেন ও ডনবাসের ‘মুক্তি আন্দোলনে’ ‘অবৈতনিক ভাবে’ অবদান রাখতে তাদের ইচ্ছা প্রকাশ করেছে।
দূতাবাস জানিয়েছে, ‘আমরা বাংলাদেশি জনগণের এই মহৎ আকাঙ্ক্ষার প্রশংসা করি। তবে, সফলভাবে রাশিয়ার সশস্ত্র বাহিনীর নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের সঙ্গে সঙ্গে পরিকল্পনা অনুযায়ী বিশেষ সামরিক অভিযান চলছে।’
আরও পড়ুন: রাশিয়ান প্রকল্পে আর্থিক লেনদেনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার: পররাষ্ট্র সচিব
মিত্র ডোনেৎস্ক পিপলস রিপাবলিক এবং লুগানৎস্ক পিপলস রিপাবলিককে সাহায্য করার পাশাপাশি ইউক্রেনের রুশভাষী জনগোষ্ঠীকে রক্ষা করার লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি ২০২২ থেকে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে।
রাশিয়ার পক্ষ থেকে অভিযানে যোগ দিতে ইচ্ছুক বিদেশি স্বেচ্ছাসেবকদের যুদ্ধের অঞ্চলে যাওয়ার জন্য সহায়তা করার ব্যাপারে রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এর প্রস্তাবিত উদ্যোগকে ১১ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুমোদন করেছেন।
আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য বিকল্প মাধ্যমে চেষ্টা করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী
ঢাকা-মস্কো গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করবে: পুতিন
দেশে ফিরলেন ভারতে আটকা পড়া ‘ভারসাম্যহীন’ ৫ বাংলাদেশি
বিভিন্ন সময় ভারতে আটক হওয়া মানসিক ভারসাম্যহীন পাঁচ বাংলাদেশি দেশে ফিরেছেন।
শুক্রবার (১ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
ফেরত আসা পাঁচ বাংলাদেশি হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মনিন্দ্র লাল দেবের ছেলে সন্তেুাষ দেব, নারায়ণগঞ্জের খালেক সর্দারের ছেলে বিজয় চুমু, মানিকগঞ্জের সিঙ্গাইরের মৃত কামাল বেপারীর মেয়ে ময়না বেগম, পটুয়াখারী রাঙ্গাবালী এলাকার আফাজ উদ্দিন মৃধার মেয়ে রোজিনা বেগম ও কুমিল্লা চান্দিনার খালেক মিয়ার মেয়ে কুলসুম বেগম।
আরও পড়ুন: ভারতে ২১ মাস জেল খেটে দেশে ফিরলেন বাংলাদেশি যুবক
সন্তোষ দেবের ছেলে অন্তু দেব বলেন, তার বাবা সন্তোষ দেব প্রায় সাত বছর আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হন। প্রথমে তারা ভেবেছিলেন তিনি হয়তো তাদের কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। পরে আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর করা হয়। এতে কোন সন্ধান পাওয়া যায়নি। পরে পুলিশের মাধ্যমে জানতে পারেন তার বাবা ভারতে আছে। এতদিন পর বাবাকে ফিরে পেয়ে খুব আনন্দিত বলে জানান তিনি।
কুমিল্লা চান্দিনার কুলসুম বেগমের ভাই আবুল বাশার বলেন, তার বোন কুলসুম বেগম ২০১৪ সালে হঠাৎ করে স্বামীর বাড়ি কুমিল্লার দুর্গাপুর থেকে নিখোঁজ হয়ে যান। অনেক পরে পুলিশের মাধ্যমে জানতে পারেন কুলসুম বেগম ভারতের আগরতলায় আছে। কিন্তু কীভাবে গেল তারা বুঝতে পারেননি।
পটুয়াখারী রাঙ্গাবালী এলাকার রোজিনা বেগমের ভাই সাহাব উদ্দিন বলেন, আজ থেকে প্রায় ১২ বছর আগে তার বোন নিখোঁজ হয়েছিলো।
ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সাংবাদিকদের বলেন, পাঁচ বাংলাদেশিই মানসিক ভারসাম্যহীন অবস্থায় ত্রিপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হতে আটক হন। পরে আদালতের নির্দেশে আগরতলার মর্ডান সাইক্রিয়াটিক হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। তবে তারা কীভাবে ভারতে এসেছেন সে ব্যাপারে কিছুই বলতে পারেনি। তাদের অনেকেই এই হাসপাতালে চার থেকে পাঁচ বছর বা আরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর তাদেরকে দেশে ফেরত আনার উদ্যোগ নেয়া হয়।
আরও পড়ুন: দেশে ফিরলেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক
ওই হাসপাতালে আরও বেশ কয়েকজন বাংলাদেশি চিকিৎসাধীন আছেন। পর্যায়ক্রমে তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে বলে জানান তিনি।
দুপুরে আখাউড়া স্থলবন্দরের নো-ম্যান্স ল্যান্ডে তাদেরকে ফেরত পাঠানোর সময় ভারতের ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারি কমিশনার কার্যালয়ের হাই কমিশনার আরিফ মোহাম্মদ, সচিব মো. রেজাউল হক, প্রথম সচিব ও দূতালয় প্রধান এস এম আসাদুজ্জামান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, বেসরকারি সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মসূচি প্রধান শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক সৈয়দ খায়রুল আলম, ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ সাব ইন্সপেক্টর আবু বক্করসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
লিবিয়া থেকে শিগগিরই দেশে ফিরবেন বাংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলী: পররাষ্ট্রমন্ত্রী
লিবিয়াতে নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ ও প্রকৌশলী সাইফুল ইসলামকে উদ্ধারের পর বর্তমানে লিবিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের হেফাজতে রাখা হয়েছে। তারা কয়েকদিনের মধ্যে দেশে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা জানিয়েছেন।
জাহিদুর রহমান বেসরকারি টিভি চ্যানেল এনটিভির বিশেষ প্রতিবেদক। লিবিয়াতে বিনা অনুমতিতে ছবি তোলায় সেখানকার আইন অনুযায়ী তাকে আটক করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, লিবিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যস্থতায় লিবিয়া সরকার তাদের দেশে ফেরার সুযোগ দিয়েছে।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন দীর্ঘস্থায়ী যুদ্ধ দেশের পরিবহন ও কৃষি উৎপাদন খরচকে প্রভাবিত করবে: পররাষ্ট্রমন্ত্রী
মানবিক কারণে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গণতন্ত্র কার্যকরে সব দলের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেয়া প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসীদের জন্য ‘ই-লকার’ চালু করবে মালয়েশিয়া
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশের শ্রমিকসহ প্রবাসীরা যাতে কোনো ধরনের হয়রানি ও প্রতারণার শিকার না হন সেজন্য দেশটির সরকার ‘ই-লকার’ চালু করবে। ই-লকারে মালয়েশিয়ায় বসবাসরত সকল বাংলাদেশিদের বিস্তারিত তথ্য থাকবে।
মঙ্গলবার (২৯ মার্চ) কুয়ালালামপুরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা বিন জাইনুদিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৈঠকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডিফেন্স সার্ভিস এশিয়া (ডিএসএ) উপলক্ষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মালয়েশিয়া সফরে আমন্ত্রণ জানান। আমন্ত্রণে এসে স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সভায় মিলিত হন।
পড়ুন: মালয়েশিয়া পাচারকালে বাংলাদেশিসহ ৫৭ রোহিঙ্গা উদ্ধার, আটক ২
ই-লকারের বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সভায় বিস্তারিত উপস্থাপন করেন। বাংলাদেশিদের তথ্যসমূহ ডাটাবেজ আকারে সন্নিবেশ করার জন্য ইতোমধ্যে বাংলাদেশ সরকার অনেক কাজ করেছে। এনআইডি, পাসপোর্টসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে এই ডাটাবেজ সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি বা মালয়েশিয়ায় কেউ যাতে কোনভাবে প্রতারিত না হয় সে লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার জন্য উভয় পক্ষ একমত পোষণ করেন। এক্ষেত্রে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্য মালয়েশিয়া প্রস্তাব করেন। এছাড়া মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও যোগ্যতা সম্পর্কে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন।
মালয়েশিয়ায় অনেক নিরাপত্তাকর্মী প্রয়োজন হবে বিদায় বাংলাদেশ থেকে নিরাপত্তাকর্মী আনা হবে বলে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
বাংলাদেশ আশ্রয়গ্রহণকারী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে দ্রুত ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকবে মর্মে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ জামান, মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।
পড়ুন: মালয়েশিয়াকে পাম অয়েলের দাম কমানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুল হুদা আশরাফি (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।
শনিবার ভোররাতে পাটগ্রামের জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি-গুরুপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত নুরুল হুদা উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় নুরুল হুদা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় সাত থেকে আটজনের বাংলাদেশি গরু পারপারকারীর দল ককোয়াবাড়ি-গুরুপাড়া সীমান্তের ৮৬৮ নম্বর মেইন ও ৫ নম্বর সাবপিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
এতে নুরুল হুদা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় সঙ্গীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রংপুর নেয়া হয়।
জোংড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আজিজুল হক মানিক জানান, আহত নূরুল হুদা তার ওয়ার্ডের বাসিন্দা। তার কোমড়ের নিচে গুলি লাগে। এরপর তার সঙ্গে থাকা লোকজন তাকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে রংপুর নিয়ে যায়।
আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত