দৌলতপুর
কুষ্টিয়ায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুরে বাকপ্রতিবন্ধী এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে দাঁড়ের পাড়া গবড়গাড়া গ্রামের গইড়ির মাঠ নামক স্থানে মেম্বরের পুকুর পাড়ের একটি বরই গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত ওই নারীর নাম জাহানারা বেগম (৪০)। তিনি উপজেলার দৌলতখালী গ্রামের প্রয়াত আব্দুর রহমানের মেয়ে। গবড়গাড়া গ্রামের স্থানীয়রা জানায়, শনিবার রাতে এশার নামাজের পরে দাঁড়েরপাড়ার মোড়ে একটি দোকানে বসে ছিলেন জাহানারা।
জাহানারার ভাই রাহাতুল ইসলাম ও ভাইয়ের ছেলে আরিফ হোসেন বলেন, ‘জাহানারা বাক প্রতিবন্ধী। তিনি প্রতিদিনের মতো বাড়ির কাজ শেষে সন্ধ্যার পরে হাঁটাহাঁটির জন্য বাইরে বের হয়েছিলেন। পরে আর বাড়ি ফেরেননি।’
আরও পড়ুন: জাবিতে আবাসিক হলের পাশ থেকে ইন্টারনেট কর্মচারীর লাশ উদ্ধার
‘জাহানারা বাকপ্রতিবন্ধী হলেও সব কাজ করতে পারেন। তিনি মানুষের বাসা-বাড়িতেও কাজ করতেন। আমরা সকালে খবর পাই একটি গাছে বিবস্ত্র অবস্থায় তার লাশ ঝুলছে। পরে গিয়ে দেখি জামা-কাপড় বিভিন্ন জায়গায় পড়ে আছে এবং তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা, তাকে ধর্ষণ করে পরে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঠিক তদন্ত করে বিচার চাই আমরা।’
তদন্তপূর্বক এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। দৌলতপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
৪৮ দিন আগে
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দৌলতপুরে ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ রতনকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে এর সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
আরও পড়ুন: উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও ৫১ নেতা বহিষ্কার
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সিদ্ধান্তে তাদের বহিষ্কার করা হয়েছে।
এছাড়া একই বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হলেও কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি।
তবে একটি সূত্র বলছে, উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজি ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মারধরের অভিযোগ ওঠে বহিষ্কৃতদের বিরুদ্ধে।
এতে ওই দিন রাতে দৌলতপুর থানায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন বিএনপির আরেক নেতা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল।
এ ব্যাপারে ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার নিশাত আহমেদের কাছে জানতে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে দুই যুবদল নেতাকে বহিষ্কার
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ১৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি
২০২ দিন আগে
দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে শিশু নিখোঁজ
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে মোমিন হোসেন (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজাথাক জামে মসজিদ এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নিখোঁজের ২ দিন পর টেক্সটাইল মিল শ্রমিকের লাশ উদ্ধার
মোমিন হোসেন ওই এলাকার মোহাম্মদ আলী মোল্লার ছোট ছেলে।
চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘চার থেকে পাঁচজন সমবয়সি শিশু নদীতে ঝাঁপ দিয়ে খেলছিল। এ সময় মোমিন নদীর পানিতে নিখোঁজ হয়।’
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘পদ্মা নদীতে ৫ বছরের একটি শিশু নিখোঁজের খবর পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনের জন্য পাঠানো হয়েছে। এছাড়া খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ
২২৩ দিন আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মাঠ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুরে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ অক্টবর) সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর এলাকার একটি মাঠ থেকে বৃদ্ধের লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত খেরেজ আলী ফকির (৬৫) ওই এলাকার ঈদগাহ পাড়া গ্রামের মৃত সুরত আলী ফকিরের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মাঠের মধ্যে বৃদ্ধের লাশটি দেখতে পেয়ে পুলিশকে খরব দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মাথা থেঁতলানো লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে দৌলতপুর থানার পরিদর্শক রাকিবুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রং মিস্ত্রি নিহত
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
৫৩৮ দিন আগে
কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ১৫
গরু খেতের পাট খাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছে আরও ১৫ জন।
বুধবার (১৪ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভুরকাপাড়া হাটখোলাপাড়া এলাকায় সরদার গ্রুপ ও মালিথা গ্রুপের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহতরা হলেন- ভেলশ মালিথা (৪০) ও বজলু মালিথা (৪২)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় নির্মাণশ্রমিক নিহত
সংঘর্ষে আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বুধবার বিকালের দিকে নিহত বজলু মালিথার জমিতে সরদার গ্রুপের ফরিদ খসরুর গরু পাট খেয়ে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে ঝগড়া-বিবাদ শুরু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে সরদার গ্রুপের উজ্জ্বল সর্দারের নেতৃত্বে মালিথা গ্রুপের ওপর হামলা করেন। সর্দার গ্রুপের লোকজন মালিথা গ্রুপের লোকজনের ওপর গুলিবর্ষণ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এতে ভেলশ মালিথা ও বজলু মালিথার মৃত্যু হয়। অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও বাকিদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান সংঘর্ষে দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গরু জমির পাট খেয়ে ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে।
বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
নোয়াখালীতে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে পথচারী নিহত
৬৫৩ দিন আগে
কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার দৌলতপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে নিহতের বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে তাকে ধারালো হাসুয়া দিয়ে পিঠে ও ঘাড়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কাজল হোসেন (৪২) দৌলতপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের নেতা এবং একই এলাকার মো. সুন্নতের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ
নিহতের প্রতিবেশী মহব্বত হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে সর্দারপাড়ার লোকজনের সঙ্গে কাজলের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে প্রতিপক্ষরা বুধবার সন্ধ্যায় সর্দ্দার মোড়ে তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী আরিফা খাতুন বলেন, যারা এ হত্যার ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি চাই।
দৌলতপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, এ হত্যার ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের বিচারের আওতায় আনা হবে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দুই ভাইকে কুপিয়ে হত্যা: যুবক গ্রেপ্তার
মিরপুরে জমির বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
৭৪৩ দিন আগে
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খলিষাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে ইরফান (৩৪) ও মৌবাড়ীয়া গ্রামের জামাল মন্ডলের ছেলে আশিক (২৪)। তারা দুজনই মোটরসাইকেল আরোহী।
আরও পড়ুন: নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খলিষাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকা দিয়ে ইরফান ও আশিক মোটরসাইকেলে তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলির সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দু’জন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।
আরও পড়ুন: সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
৮২৪ দিন আগে
খুলনায় ৫৫ বছর বয়সী এক নারী নিখোঁজ
খুলনার দৌলতপুরে শনিবার রাত থেকে ৫৫ বছর বয়সী এক নারী নিখোঁজ রয়েছেন বলে বুধবার পুলিশ জানিয়েছে।
নিখোঁজ রহিমা খাতুন দৌলতপুর থানার মহেশ্বরপাশা গ্রামের বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লুৎফুল হায়দার জানান, ওই নারীর মেয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: তিতাস নদীতে ধান বোঝাই নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ
তিনি জানান, এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে টিউবওয়েল থেকে পানি আনতে বাসা থেকে বের হন রহিমা। ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। কিন্তু তাকে কোথাও খুঁজে পায়নি।
তার সন্ধ্যানে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান এসআই।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে দু’দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী
আরও পড়ুন: ঋণের টাকা আনতে গিয়ে খুলনায় নারী নিখোঁজ
৯৪০ দিন আগে
ছুরিকাঘাতে কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান আহত
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দীন (৫৫) আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালিদাশপুরে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীতে বিলবোর্ড ভেঙে জবি শিক্ষার্থী আহত
পুলিশ ও স্থানীয়রা জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীন ব্যক্তিগত কাজ শেষ করে কালিদাসপুর বাজার থেকে হেটে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে দুজন দুর্বৃত্ত এসে তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এ সময় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিযা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসকরা জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীনের আঘাত খুব গুরুতর না হলেও কিছুটা রক্তক্ষরণ হয়েছে। তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত।
আরও পড়ুন: হালচাষকে কেন্দ্র করে পঞ্চগড়ে তীরধনুক নিয়ে সংঘর্ষ: আহত ৩
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবিদ হাসান জানান, দুর্বৃত্তদের ছুরিকাগাতে আড়িয়া ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান আহত হয়েছেন। তাঁকে কুষ্টিয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনস্থলে আমরা আছি। কারা তাকে ছুরিকাঘাত করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
৯৪২ দিন আগে
খুলনায় বেলচার আঘাতে শিক্ষার্থীর মৃত্যু
খুলনার দৌলতপুরে কথা কাটাকাটি জের ধরে বেলচার আঘাতে ১৫ বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সায়েদ খান নিরব দৌলতপুর মহেশ্বরপাশা পুলিশ ফাড়ি এলাকার মো. নিরু খানের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: ফেনী নদীতে ডুবে তিন শিশু-কিশোরের মৃত্যু
দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলের পাশে একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। সেখানে নিরবসহ কয়েকজন খেলাধুলা করছিল। হঠাৎ আরেক কিশোর সাদিদ তালুকদারে সঙ্গে তার কথা কাটাকাটি হয়। প্রথমে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে সেখানে পড়ে থাকা নির্মাণ শ্রমিকদের বেলচা দিয়ে নিরবের মাথায় ও বুকে আঘাত করা হয়। এতে সে গুরুতর জখম হয়।
আরও পড়ুন: ধান কাটার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, ৪ কৃষক আহত
খবর পেয়ে নিরবের বাবা নিরু খান আহত অবস্থায় ছেলেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১০১২ দিন আগে