কুষ্টিয়ার দৌলতপুরে বাকপ্রতিবন্ধী এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে দাঁড়ের পাড়া গবড়গাড়া গ্রামের গইড়ির মাঠ নামক স্থানে মেম্বরের পুকুর পাড়ের একটি বরই গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত ওই নারীর নাম জাহানারা বেগম (৪০)। তিনি উপজেলার দৌলতখালী গ্রামের প্রয়াত আব্দুর রহমানের মেয়ে। গবড়গাড়া গ্রামের স্থানীয়রা জানায়, শনিবার রাতে এশার নামাজের পরে দাঁড়েরপাড়ার মোড়ে একটি দোকানে বসে ছিলেন জাহানারা।
জাহানারার ভাই রাহাতুল ইসলাম ও ভাইয়ের ছেলে আরিফ হোসেন বলেন, ‘জাহানারা বাক প্রতিবন্ধী। তিনি প্রতিদিনের মতো বাড়ির কাজ শেষে সন্ধ্যার পরে হাঁটাহাঁটির জন্য বাইরে বের হয়েছিলেন। পরে আর বাড়ি ফেরেননি।’
আরও পড়ুন: জাবিতে আবাসিক হলের পাশ থেকে ইন্টারনেট কর্মচারীর লাশ উদ্ধার
‘জাহানারা বাকপ্রতিবন্ধী হলেও সব কাজ করতে পারেন। তিনি মানুষের বাসা-বাড়িতেও কাজ করতেন। আমরা সকালে খবর পাই একটি গাছে বিবস্ত্র অবস্থায় তার লাশ ঝুলছে। পরে গিয়ে দেখি জামা-কাপড় বিভিন্ন জায়গায় পড়ে আছে এবং তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা, তাকে ধর্ষণ করে পরে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঠিক তদন্ত করে বিচার চাই আমরা।’
তদন্তপূর্বক এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। দৌলতপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।