ভৈরব
ভৈরবে লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে জার্মান প্রবাসী শিক্ষার্থীর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে আল ইসলাম (৩০) নামে এক জার্মান প্রবাসী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ভৈরব বাজার লঞ্চ টার্মিনালে এই ঘটনাটি ঘটে।
আল ইসলাম শহরের চন্ডিবের এলাকার হাজী আলাউদ্দিনের ছেলে। তার বাবা ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে কর্মরত আছেন।
স্বজনরা জানান, আল ইসলাম দেড় বছর আগে স্কলারশীপ নিয়ে জার্মান যান পড়াশোনা করতে। গত ৮ এপ্রিল জার্মান থেকে ছুটিতে দেশে আসেন পরিবারেরে সঙ্গে ঈদ উদযাপন করতে। সোমবার রাতে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে আড্ডা দিতে গিয়ে লঞ্চে উঠতেছিলেন তিনি। এ সময় পা পিছলে নদীতে পড়ে যান তিনি।
ভৈরব নৌপুলিশ ইউনিটের উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, রাত ৮টা ৪০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ডুবুরির মাধ্যমে চেষ্টা চালিয়ে ৪০ মিনিট পর ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নওগাঁয় স্ত্রীহত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কায় যাত্রীর মৃত্যু
৬ মাস আগে
কিশোরগঞ্জে ইঞ্জিনসহ ট্রেন লাইনচ্যুত, ভৈরব-ময়মনসিংহ রেলপথ বন্ধ
কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা রেলস্টেশনে আন্তঃনগর ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এরপর ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৪টায় কিশোরগঞ্জ থেকে 'কিশোরগঞ্জ এক্সপ্রেস' ট্রেনটি ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়ার পর ৪টা ২০মিনিটে কটিয়াদীর গচিহাটা রেলস্টেশন পয়েন্টে ট্রেনটি ঢোকার সময় এ দুর্ঘটনা ঘটে।
তবে, এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ স্টেশন মাস্টার মোহাম্মদ মিজানুর রহমান ইউএনবিকে বলেন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ অভিমুখে 'বিজয় এক্সপ্রেস' ট্রেনটি গচিহাটা স্টেশনে থেমে থাকার সময় ঢাকা অভিমুখী 'কিশোরগঞ্জ এক্সপ্রেস' ট্রেনের সঙ্গে ক্রসিং হওয়ার কথা ছিল। কিন্তু ক্রসিংয়ের জন্য পয়েন্ট লাইন পরিবর্তনের সময় 'কিশোরগঞ্জ এক্সপ্রেস' ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
ফলে 'বিজয় এক্সপ্রেস' ট্রেনের লাইনেই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রয়ে যায়। এতে, গচিহাটা স্টেশনে বিজয় এক্সপ্রেস আটকা পড়ে। এতে ভৈরব-ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রেলস্টেশন মাস্টার মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, উদ্ধারকারী ট্রেনের জন্য বার্তা পাঠানো হয়েছে।
স্টেশন মাস্টার আরও বলেন, আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কার্যক্রম শুরু হবে। উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিন ও বগিগুলো লাইনে উঠানোর পর পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।
আরও পড়ুন: হবিগঞ্জে তেলবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত: তদন্ত কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেন লাইনচ্যুত, চলাচল আংশিক ব্যাহত
১১ মাস আগে
ভৈরবের ব্রহ্মপুত্র নদ থেকে শিশুর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে ব্রহ্মপুত্র নদ থেকে বিজয় নামে ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেন ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শিশুটির গ্রামের বাড়ি ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামে। শহরের কমলপুরে ভাড়া থাকত। তার বাবা পাদুকা কারখানার শ্রমিক।
আরও পড়ুন: খুলনায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে ভৈরব শহরের জগন্নাথপুর বেনী বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে ডুবে যায় এক শিশু। তখন স্থানীয় লোকজন ৯৯৯ এ ফোন করে সাহায্য চান। তাৎক্ষণিক ভৈরব বাজার ফায়ার স্টেশনের সদস্য ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
এ সময় ভৈরব নৌ পুলিশের ইনচার্জ মো. রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভৈরব বাজার ফায়ার স্টেশনের লিডার রাশেদ জানান, মঙ্গলবার ১২টার দিক খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমাদের ডুবুরি দল চেষ্টা চালিয়ে ১টা ৫০মিনিটে ব্রহ্মপুত্র নদ থেকে শিশুটির লাশ উদ্ধার করি। উদ্ধারের পর শিশুর পরিচয় জানতে পারি।
ভৈরব নৌ পুলিশ ইউনিটের ইনচার্জ (এসআই) রফিকুল ইসলাম জানান, ভৈরব বাজার ফায়ার স্টেশন থেকে আমাদের সংবাদ দেয় ব্রম্মপুত্র নদে নৌকা থেকে লাফ দিয়ে একটি শিশু ডুবে যায়। এ খবরে ঘটনাস্থলে এসে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে ডুবে যাওয়া শিশুর লাশ উদ্ধার করি। শিশুর বাবা তার ছেলের লাশ শনাক্ত করেন। এখন আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার
খুলনায় ডোবা থেকে ১৯ মাসের শিশুর লাশ উদ্ধার
১ বছর আগে
ভৈরবে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় বগি লাইনচ্যুত
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেন চলাচল বন্ধে বিপাকে পড়েছে হাজারো যাত্রী।
রবিবার (২৭ আগস্ট) ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারো সিন্ধুর (প্রভাতী) ট্রেন ভৈরব রেলজংশনে পৌঁছালে সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন
রেলজংশন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনটি সকাল ৯টার দিকে ভৈরব রেল জংশনে এসে পৌঁছায়। পরে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ইঞ্জিন ঘোরানোর সময় হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়।
ভৈরব রেলস্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় একটি বগি লাইনচ্যুত হয়।
ইঞ্জিনটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ
ভৈরবে এগারোসিন্ধুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বগি লাইনচ্যুত, আহত ১৫
১ বছর আগে
ভৈরবে শোবার ঘর থেকে নারীর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরে এক হোটেলশ্রমিক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৩টায় শহরের কাঠবাজার মসজিদ সংলগ্ন ভাড়াবাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত রিনা বেগম শেরপুরের নকলা উপজেলার টাকলি গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, ভৈরব কাঠবাজারস্থ জুয়েল মিয়ার বাসায় দুই রুমের ইউনিট দেড়মাস আগে ভাড়া নেন রিনা। এখানে দুই ছেলে এবং মামাতো ভাই দুলাল মিয়াকে নিয়ে বাস করতেন। রিনা ও দুলাল পৃথক দুটি হোটেলে কাজ করতেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে টমটম চাপায় কিশোর নিহত
শনিবার দুপুর সাড়ে ১২টায় দুলাল মিয়ার মাধ্যমে জানতে পারেন, ভাড়া বাসায় রিনা বেগমের লাশ তার শোয়ারঘরে পড়ে আছে। পরে, স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখছেদুল আলম ইউএনবিকে বলেন, দুলাল মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করা হয়েছে। এখনও কোন সিন্ধান্তে পৌঁছতে পারিনি।
তিনি আরও বলেন, লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
পুকুরে ডুবে কিশোরগঞ্জে ২ শিশুর মৃত্যু
১ বছর আগে
ভৈরবে এগারোসিন্ধুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বগি লাইনচ্যুত, আহত ১৫
কিশোরগঞ্জের ভৈরবে এগারোসিন্ধুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে তিন বগির দরজা-জানালার গ্লাস ভেঙে গেছে। এ সময় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারোসিন্ধুর ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছায়।
আরও পড়ুন: বগি লাইনচ্যুত: গাজীপুরে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
এ সময় ভৈরব থেকে কিশোরগঞ্জ অভিমুখী ট্রেনের ইঞ্জিন পাল্টানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
এ সময় ইঞ্জিনের ধাক্কায় বগিতে বসা ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে বগিটি লাইনচ্যুত ও তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বগির দরজা-জানালা, গ্লাস, উঠার সিঁড়ি ভেঙে গেছে।
১ বছর আগে
ভৈরবে জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮টি ইউনিট
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পৌর শহরের হাজী ফুল মিয়া পাদুকা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৮টি ইউনিট কাজ করছে।
রবিবার চার ঘন্টার চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনে কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিষয়টি নিশ্চিত করেন উপ-সহকারী পরিচালক মো. মোবারক আলী। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
জানা যায়, বিকাল সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. শাহ আলম মোল্লা ও মার্কেট মালিক হাজী মো. ফুল মিয়া।
আরও পড়ুন: ভৈরবে জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮টি ইউনিট
স্থানীয় বাসিন্দা ও মার্কেটের জুতা ব্যবসায়ী সূত্রে জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক লাগোয়া ভৈরব উপজেলা পরিষদের সামনে হাজী ফুল মিয়া জুতা মার্কেট। এই মার্কেটে পাইকারি দরে জুতা বেচা-কেনা হয়ে আসছে। তৃতীয় তলা বিশিষ্ট মার্কেটে একটি বেসরকারি ব্যাংকের শাখাসহ প্রায় দেড় হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় পাইকারি ব্যবসার দোকান। আর তৃতীয় তলায় পাদুকার গোদাম হিসেবে ব্যবহার করে ব্যবসায়ীরা। ফলে তৃতীয় তলায় মানুষের চলাচলও কম। এদিকে মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শত শত ব্যবসায়ী ও উৎসুক জনতা ভীড় জমায়। ফলে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের যানযটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে হঠাৎ করে তৃতীয় তলা থেকে আগুনের কালো ধোঁয়া বের হতে দেখতে পায় লোকজন। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। কিন্তু সময় বাড়ার সঙ্গে আগুনও বাড়তে থাকে। ফলে ভৈরবসহ আশ-পাশের জেলা ও উপজেলা থেকে সার্ভিসের ৮টি ফায়ার ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে প্রায় সাড়ে চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে, কিভাবে এই আগুনের সূত্রপাত তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে, দমকল বাহিনীর প্রাথমিক ধারণা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মোবারক আলী জানান, রাত সাড়ে ৮টায় ৮টি ইউনিট একযোগে কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব না।
সোমবার আমাদের ও জেলা প্রসাশকের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
আরও পড়ুন: শার্শায় জুট মিলে অগ্নিকাণ্ডে ২০ জন আহত
শার্শায় জুট মিলে অগ্নিকাণ্ডে ২০ জন আহত
১ বছর আগে
ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
কিশোরগঞ্জের ভৈরবে বৈদ্যুতিক পাখার সঙ্গে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পৌর শহরের তাতারকান্দি মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন (১৮) পৌর শহরের কমলপুর আমলাপাড়া মহল্লার মরম আলীর ছেলে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে তাতারকান্দি মহল্লায় নানাবাড়ি গিয়ে মেঝেতে শোয়ার জন্য ছোট টেবিল ফ্যান (বৈদ্যুতিক পাখা) চালাতে যান তুহিন। এ সময় ফ্যানের পাখার সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তার নানী হনুফা বেগম তাৎক্ষণিক সংযোগটি বিচ্ছিন্ন করেন। পরে তুহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
কর্ণফুলীতে জাহাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইঞ্জিন মিস্ত্রির মৃত্যু
২ বছর আগে
ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের জাফরনগর এলাকার মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- আল-আমিন।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে নারায়ণগঞ্জে ৩ জায়ের মৃত্যু
ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, বাড়িতে বিদ্যুতের সংযোগ না থাকায় আল-আমিন বাড়ির সামনের বিদ্যুতের খুঁটির তারে বাঁশ দিয়ে সংযোগ দিতে যায়। এ সময় হঠাৎ করে খুঁটির একটি মূল তার ছিঁড়ে তার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কোনো অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ওসি।
২ বছর আগে
ভৈরবে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ঘরে আগুন লেগে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার বাঁশগাড়ি গ্রামের মুন্সি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তাহিয়া বেগম বাঁশগাড়ি গ্রামের দুলাল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ঘরের পাশে রান্না করার সময় চুলা থেকে আগুনের শিখা ঘরের বেড়ায় লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘরটি পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরের ভিতরে থাকা শিশু তাহিয়া বেগমকে দ্বগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিন বছরের একটি শিশু আগুনে পুড়ে মারা যাওয়ার কথা নিশ্চিত করে ভৈরব নদীঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার মোবারক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, বাবা-মা আহত
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৯
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে