কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা রেলস্টেশনে আন্তঃনগর ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এরপর ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৪টায় কিশোরগঞ্জ থেকে 'কিশোরগঞ্জ এক্সপ্রেস' ট্রেনটি ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়ার পর ৪টা ২০মিনিটে কটিয়াদীর গচিহাটা রেলস্টেশন পয়েন্টে ট্রেনটি ঢোকার সময় এ দুর্ঘটনা ঘটে।
তবে, এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ স্টেশন মাস্টার মোহাম্মদ মিজানুর রহমান ইউএনবিকে বলেন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ অভিমুখে 'বিজয় এক্সপ্রেস' ট্রেনটি গচিহাটা স্টেশনে থেমে থাকার সময় ঢাকা অভিমুখী 'কিশোরগঞ্জ এক্সপ্রেস' ট্রেনের সঙ্গে ক্রসিং হওয়ার কথা ছিল। কিন্তু ক্রসিংয়ের জন্য পয়েন্ট লাইন পরিবর্তনের সময় 'কিশোরগঞ্জ এক্সপ্রেস' ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
ফলে 'বিজয় এক্সপ্রেস' ট্রেনের লাইনেই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রয়ে যায়। এতে, গচিহাটা স্টেশনে বিজয় এক্সপ্রেস আটকা পড়ে। এতে ভৈরব-ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রেলস্টেশন মাস্টার মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, উদ্ধারকারী ট্রেনের জন্য বার্তা পাঠানো হয়েছে।
স্টেশন মাস্টার আরও বলেন, আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কার্যক্রম শুরু হবে। উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিন ও বগিগুলো লাইনে উঠানোর পর পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।
আরও পড়ুন: হবিগঞ্জে তেলবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত: তদন্ত কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেন লাইনচ্যুত, চলাচল আংশিক ব্যাহত