ফিরোজা
বাসায় ফিরলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৭ দিনের চিকিৎসা শেষে তার বাসভবন ‘ফিরোজায়’ ফিরেছেন।
তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সোমবার বিকেল ৫টার দিকে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।বিকেল সাড়ে ৫টার দিকে খালেদা জিয়া তার গুলশানের বাসায় পৌঁছান।
বিএনপি চেয়ারপার্সনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান ইউএনবিকে বলেন, ‘ম্যাডামের (খালেদা) শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন।’
১২ অক্টোবর খালেদা জিয়া জ্বর এবং অন্যান্য কিছু স্বাস্থ্য জটিলতায় দ্বিতীয়বারের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীরের একটি অংশে ছোট লাম্প থাকায় বায়োপসি করানো হয়।
আরও পড়ুন:খালেদা জিয়ার বায়োপসি প্রতিবেদন বিদেশে পাঠানো হয়েছে: ডা. জাহিদ
সেসময় তার চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বাত, ডায়াবেটিস, চোখ ও দাঁতের জটিলতায় ভুগছেন।
উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে তার পরিবার এই বছরের মে এবং আগস্ট মাসে দুইবার সরকারের কাছে আবেদন করেছিল। কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করে বলেছিল যে একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির এই সুবিধা পাওয়ার সুযোগ নেই।
গত ২৭ এপ্রিল খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।করোনা-পরবর্তী জটিলতা এবং অন্যান্য কিছু স্বাস্থ্য সমস্যার জন্য তিনি ১৯ জুন পর্যন্ত সেখানে চিকিৎসা নেন।
আরও পড়ুন:খালেদা জিয়া ভালো আছেন: ফখরুল
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া
৩ বছর আগে
গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় খালেদা জিয়া
দুর্নীতির মামলায় ২৫ মাস কারাভোগের পর নির্বাহী আদেশে ছয় মাস দণ্ড স্থগিত হওয়ায় সাময়িক মুক্তি পেয়ে বুধবার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ।
৪ বছর আগে
২৫ মাস কারাভোগের পর সাময়িক মুক্তি পেলেন খালেদা
দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ২৫ মাস কারাভোগের পর নির্বাহী আদেশে ছয় মাস দণ্ড স্থগিত হওয়ায় সাময়িক মুক্তি পেয়েছেন।
৪ বছর আগে
খালেদা জিয়াকে বরণ করে নিতে প্রস্তুত ‘ফিরোজা’
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তার রাজধানীর গুলশানের ৭৯ নম্বর সড়কের বাসভবন ‘ফিরোজা’ হয়ে পড়েছিল পরিত্যক্ত। এবার নির্বাহী আদেশে সাবেক এ প্রধানমন্ত্রী মুক্তি পেতে যাওয়ায় তাকে বরণ করে নিতে বাসাটি ধুয়েমুছে ও জীবাণুমুক্ত করে প্রস্তুত করে তোলা হয়েছে।
৪ বছর আগে