অবরোধ প্রত্যাহার
বেতন পরিশোধের আশ্বাসে গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
৩০ নভেম্বরের মধ্যে আংশিক বেতন পরিশোধের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় গাজীপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ তুলে নেন টিএনজেড গ্রুপের কারখানার শ্রমিকরা।
সোমবার শ্রম মন্ত্রণালয়ের পক্ষে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সঙ্গে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের আলোচনায় বেতন পরিশোধের চূড়ান্ত সিদ্ধান্ত শেষে অবরোধ প্রত্যাহার করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, কারখানার পোশাক শ্রমিকদের বকেয়ার প্রথম কিস্তি রবিবারের মধ্যে দেওয়া হবে। বাকি টাকা পরিশোধ হবে ৩০ নভেম্বরের মধ্যে।
আরও পড়ুন: গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা
বকেয়া বেতন পরিশোধের জন্য টিএনজেড অ্যাপারেলস কর্তৃপক্ষকে মোট ১৬ কোটি টাকা ধার দেবে সরকার। এর মধ্যে কেন্দ্রীয় তহবিল থেকে দেওয়া হবে ৬ কোটি টাকা। এটি দিয়ে প্রথম কিস্তিতে বেতন পরিশোধ করা হবে।
এছাড়া ১০ কোটি টাকা দেবে অর্থ মন্ত্রণালয়। এটি দিয়ে অবশিষ্ট বকেয়া পরিশোধ হবে। পরে মালিকপক্ষ এই টাকা সরকারকে পরিশোধ করবে।
আর শ্রমিকদের ডিসেম্বর মাস থেকে কারখানার নিজস্ব আয় থেকে বেতন দেওয়া হবে বলে জানান শ্রম সচিব।
বৈঠকের পর শ্রমিক প্রতিনিধিরা অবরোধকারীদের কাছে এ সিদ্ধান্ত জানিয়ে অবরোধ তুলে নিয়েছেন বলে জানা গেছে। ফলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে তিন দিন ধরে মহাসড়ক অবরোধ
১ সপ্তাহ আগে
স্বাভাবিক ছন্দে ফিরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম, ০২ সেপ্টেম্বর (ইউএনবি)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ প্রত্যাহার করে নেয়ায় সোমবার সকাল থেকে ফের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
৫ বছর আগে