ভুয়া সাংবাদিক
জাল টাকাসহ ঝিনাইদহে দুই ভুয়া সাংবাদিক আটক
ঝিনাইদহের মহেশপুরে জাল টাকাসহ দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে উপজেলার শরিষাঘাটা গ্রামের বটতলা মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার টিকারী নতুনপাড়া গ্রামের আবু বকর খানের ছেলে সাইদ খান ও মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর এলাকার কালুপাড়া গ্রামের ইকরাম মোল্লার ছেলে মেহেদী হাসান।
আরও পড়ুন: চট্টগ্রামে দুই নারীসহ ৪ ভুয়া সাংবাদিক আটক
মঙ্গলবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তাসলিম মোহাম্মদ তারেকের ই-মেইল বার্তায় জানানো হয়, আটক ব্যক্তিরা নিজেদেরকে ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার সাংবাদিক বলে দাবি করেন। বিজিবি কর্তৃক তাদের আচারণে সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং পরিচয়পত্র দেখাতে বললে তারা ভূয়া পরিচয়পত্র দেখান। এক পর্যায়ে তারা ভূয়া সাংবাদিক পরিচয় দিয়েছেন বলে বিজিবির কাছে স্বীকার করে। এই সময় তাদের দেহ তল্লাশি করে তাদের ২২ হাজার ৫০০ টাকার জাল নোট, মোটরসাইকেল এবং মোবাইল জব্দ করে মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
২ বছর আগে
বিয়ে করতে গিয়ে ভুয়া সাংবাদিকসহ আটক ৩
সিলেটের বিশ্বনাথে প্রতারণা করে বিয়ে করতে এসে বর, ঘটক ও এক ভুয়া সাংবাদিক স্থানীয়দের হাতে আটক হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তারা হলেন- উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার গ্রামের জুনাব আলীর ছেলে বর ফারুক আলী (৩৯), একই গ্রামের শওকত আলীর ছেলে সাংবাদিক পরিচয়দানকারী সামসুল ইসলাম (৪০), তিনি নিজেকে সিলেটের দৈনিক সবুজ সিলেট পত্রিকার সাংবাদিক হিসেবে নিজেকে পরিচয় দেন এবং খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে ঘটক কচির আলী (৩৮)।
সোমবার রাত ৮টায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পূষণী গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার
পরে মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাশের কাছে মুচলেকা ও কনেপক্ষের ক্ষতিপূরণের টাকা দিয়ে ছাড়া পান তারা।
কনের পিতা হানিফ আলী জানান, ‘বিয়ের আগ মূহুর্তে আমরা জানতে পারি বর ফারুক আলী বিবাহিত। তার সন্তানও রয়েছে। অথচ, বিয়ের আলাপকালে বিষয়টি বর গোপন রাখেন। তার স্ত্রী-সন্তান আছে জেনে আমরা বুঝতে পারি তিনি প্রতারণার আশ্রয় নিয়ে আমার মেয়েকে বিয়ে করতে এসেছে। তাদের সাথে থাকা সাংবাদিক পরিচয়দানকারী সামসুল আলমও সাংবাদিক নন। ভুয়া সাংবাদিক। পরে আমরা তাদেরকে আটকে রেখে স্থানীয় ইউপি সদস্য সিরাজ উদ্দিনকে অবহিত করি।’
খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন জানান, মঙ্গলবার বিকালে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উভয়পক্ষের স্থানীয় ইউপি সদস্য ও সংবাদকর্মীসহ আমার উপস্থিতিতে ওই তিনজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে মুচলেকা কনেপক্ষের ক্ষতিপূরণের টাকা দিয়ে তারা ছাড়া পেয়েছেন।
আরও পড়ুন: করোনায় খুলনার সাংবাদিক মোস্তফা কামালের মৃত্যু
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাশ জানান, তারা ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে মুচলেকা দিয়েছেন।
৩ বছর আগে
চট্টগ্রামে দুই নারীসহ ৪ ভুয়া সাংবাদিক আটক
সাভার থেকে প্রাইভেটকার নিয়ে চট্টগ্রামে এসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় দুই নারীসহ চার ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, কাঁধে ক্যামেরা ঝুলিয়ে, হাতে দামি মোবাইল ফোন নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার সময় জেলার ফটিকছড়ির শান্তিরহাট এলাকা থেকে সোমবার রাত ৮টার দিকে তাদের আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় ব্যবসায়িরা। এ সময় চাদাঁবাজিতে ব্যবহৃত একটি প্রাইভেট কারটি জব্দ করা হয়।
আটক চার ভুয়া সাংবাদিকরা হলেন ময়মনসিংহ গফরগাঁও থানা ধোপঘাট এলাকার মৃত ওয়াজ উদ্দিন সরকারের ছেলে জয়নাল আবেদিন জয় (৪০), গাজীপুর, পুবাইল থানা, ভাধুন এলাকার মিজান সরকারের ছেলে এয়াছিন সরকার প্রকাশ হৃদয় (২৬), জামালপুর, মাধারগন্ডা থানার নয়াপাড়া এলাকার মৃত রহমত উল্যাহ প্রকাশ তাঁরামিয়ার কন্যা পারভিন আকতার লিমা (৩২) এবং গাজীপুর, জয়দেবপুর থানার নাউরুর এলাকার সুরুজ মাতবরের মেয়ে বিলকিস আকতার রুবি (২৫)।
আটকদের বরাত দিয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে নিউ করলা প্রাইভেটকার (নং ঢাকা মেট্রো- গ ২৮- ৯৮২০) নিয়ে গাজীপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেয়। প্রথমে কুমিল্লার একটি ইট ভাটায় তারা ঢুকে বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাদাঁ নেয়। এরপর মিরসরাইয়ের করেরহাট এলাকায় অনুরূপভাবে অপর একটি ইট ভাটায় হানা দিয়ে চাদাঁ নেয়। বিকাল নাগাদ তারা হেয়াকো বিজিবি ক্যাম্পে প্রবেশ করে। সেখানে ফেনী, করেরহাট সড়কে একটি কাঠ বোঝাই গাড়ীতে টিবি চেক করার নামে এক হাজার টাকা আদায় করে।পরবর্তীতে হেয়াকো বেক বাজার নামক স্থানে কাঠ বোঝাই একটি গাড়ী থামিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে চাদাঁ নেয় চক্রটি।
আরও পড়ুন: করোনাভাইরাসের ভয় দেখিয়ে চাঁদাবাজি: ভুয়া সাংবাদিক গ্রেপ্তার
শান্তির হাট বাজার কমিটির সভাপতি আবুল হাসেম জানান, রাত ৮টায় তারা শান্তিরহাট বাজারে মো. তারেকের মালিকানাধীন মক্কা বেকারিতে প্রবেশ করে। দুই পুরুষ বেকারিতে ঢুকে কাগজপত্র খুঁজতে থাকে মালিকের কাছে। দু নারী সঙ্গী গাড়ীতে বসা ছিল। পুরুষরা নারীদেরকে সিনিয়র সাংবাদিক পরিচয় দিয়ে তাদের নামে বেকারির মালিকের কাছে মোটা অংকের টাকা দাবি করে। না হয় পত্রিকায় সংবাদ প্রকাশের হুমকি দেয়া হয়। অগত্যা মালিক তারেক পাশের দোকানদারের কাছে টাকা হাওলাতের জন্য যায়। উক্ত ব্যবসায়ী কিসের জন্য টাকা দরকার বেকারির মালিক তারেকের কাছে জানতে চাইলে সে ঘটনা খুলে বলে। পরে ব্যবসায়িরা জড়ো হয়ে তাদের আটক করে দাতঁমারা পুলিশ তদন্তকেন্দ্রের কাছে সোপর্দ করা হয়।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা চার জন সাংবাদিক পরিচয় দিয়ে এক বেকারী থেকে বিস্কিট কিনে টাকা না দিয়ে মালিকের কাছে বৈধ কাগজ পত্র দেখাতে বলে। পরে সমাধান করার কথা বলে টাকা দাবি করলে ব্যবসায়িরা তাদের আটক করে আমাদের ফাঁড়িতে খবর দেয়। আমরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের দোষ স্বীকার করে এবং অনেক প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের কথা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
৩ বছর আগে
করোনাভাইরাসের ভয় দেখিয়ে চাঁদাবাজি: ভুয়া সাংবাদিক গ্রেপ্তার
নীলফামারীতে করোনাভাইরাসের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির সময় বুধবার রাতে এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে