গ্যারেজ
গাইবান্ধায় গ্যারেজের নৈশ প্রহরীকে হত্যা করে ৫টি অটোরিকশা চুরি
পলাশবাড়ীতে গ্যারেজের নৈশ প্রহরী দুদু মিয়াকে (৬০) শ্বাসরোধে হত্যার পর পাঁচটি অটোরিকশা চুরি করেছে দৃর্বৃত্তরা।
রবিবার (১৪ জুলাই) ভোরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিল্লু মিয়ার গ্যারেজে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: শিশু রিয়াদ হত্যা মামলা: ২৪ বছর পর ৪ জনের যাবজ্জীবন
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। দুদু মিয়া পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে।
পুলিশ জানায়, জিল্লু মিয়ার গ্যারেজে প্রতিদিনের মতো রাতের বেলায় দায়িত্বে ছিলেন দুদু মিয়া। রবিবার ভোরে একদল দুর্বৃত্ত গ্যারেজে ঢুকে দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করে। এরপর গ্যারেজে থাকা পাঁচটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, ‘দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে এই হত্যার ঘটনা পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
খুলনায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ
৫ মাস আগে
ফরিদপুরে রিকশা গ্যারেজে বিস্ফোরণ, উড়ে গেছে যুবকের ২ আঙুল
ফরিদপুরের চরকমলাপুরে একটি রিকশার গ্যারেজে বারুদের বিস্ফোরণে শামীম হোসেন নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে শামীমের ডান চোখ, ডান হাতের দুইটি আঙুল ও কনুইয়ের মাংস বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে ফরিদপুরের বিএসএমএমসি কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৩
আহত শামীম হোসেন সালথা উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের মঙ্গল মোল্যার ছেলে। তিনি শহরের চরকমলাপুর জোড়া ব্রিজ সংলগ্ন জনৈক মনির হোসেনের গ্যারেজের কর্মচারী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে ওই গ্যারেজের বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে যায়। তারা শামীমকে আহত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, বিষয়টি আসলেই কী ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির কোনো সরঞ্জাম পাওয়া যায়নি। তাই বোমা তৈরি করা হচ্ছিল কি না সেটি নিশ্চিত না।
তিনি আরও বলেন, তবে ওই যুবক সম্ভবত পাইপের মধ্যে বিস্ফোরকজাতীয় কিছু ঢুকাচ্ছিল। আমরা তেমন কিছু আলামত পেয়েছি। আহত শামীমকে জিজ্ঞাসাবাদের পরেই বিষয়টি সঠিকভাবে জানা যাবে।
আরও পড়ুন: ভোলায় সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ, আহত ৪
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত
৬ মাস আগে
রাজশাহীতে অগ্নিকাণ্ড: গ্যারেজের ৫ গাড়িসহ বহুতল ভবনে আগুন
রাজশাহী নগরীর বরেন্দ্র কলেজ এলাকায় গাড়ি মেরামতের গ্যারেজে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্যারেজের পাশে থাকা ১০ তলা ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪ টার দিকে প্রথমে গ্যারেজে আগুন লাগে। পরে সেখান থেকে পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই ভবনের বেশকিছু মালামাল পুড়ে যায়। অন্যদিকে গ্যারেজে থাকা পাঁচটি প্রাইভেটকার পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানার, ভোর ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের চেষ্টায় দুই ঘন্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গ্যারেজে আগুনে লেগে পাঁচটি কার পুড়ে যায়। পরে সেখান থেকে পাশের ১০ তলা আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভবনটির দুই তলায় থাকা একটি রেস্টুরেন্ট পুড়ে যায়।
তিনি আরও জানান, ভবনটির ফ্ল্যাটগুলোতে তেমন কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় আগুনের ধোঁয়ায় একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানায় আগুন
আগুন সন্ত্রাস হলে আগের মতই কঠোর জবাব দেয়া হবে: আইজিপি
চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত সার কারখানায় আগুন, উৎপাদন বন্ধ
২ বছর আগে
গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
গাজীপুরের গাছায় স্ত্রী ও ছেলেকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর তেজগাঁও নয়াটোলা আমবাগ এলাকার একটি রিকশার গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মফিজের (৫৫) বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রামভদপুর গ্রামে।
গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকায় পারিবারিক কলহের জেরে রবিবার রাতে মফিজ তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে পালিয়ে যায়। নিহতরা হলেন স্ত্রী রহিমা বেগম (৪০) ও ছেলে রোকন (১৬)।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় সোমবার দুপুরে নিহত রহিমা বেগমের বড় ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে গাছা থানায় একটি হত্যা মামলা করেন। হত্যার পরে মফিজ পালিয়ে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে গোঁফ ও দাড়ি ছেটে ফেলেন। গাছা থানা পুলিশের একটি দল গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাকে তেজগাঁও নয়াটোলা এলাকার আক্তার হোসেনের রিকশা গ্যারেজ থেকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: রিকশাচালকের বিরুদ্ধে ‘স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা’র অভিযোগ
বিয়ের আগের দিন ছুরিকাঘাতে তরুণী হত্যা: অভিযুক্ত গণপিটুনিতে আহত
২ বছর আগে
কেরানীগঞ্জে গ্যারেজে আগুন, পুড়ল ২০ গাড়ি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় মাইক্রোবাস, প্রাইভেটকার ও লেগুনাসহ ২০টি গাড়ি পুড়ে গেছে।
৪ বছর আগে