ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় মাইক্রোবাস, প্রাইভেটকার ও লেগুনাসহ ২০টি গাড়ি পুড়ে গেছে।
হাসনাবাদ এলাকায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ আগুন আগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থালে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান জানান, একটি ছয় তলা ভবনের নিচ তলা গ্যারেজ হিসেবে ভাড়া দেয়া। সেখানে স্থানীয় লোকজন তাদের গাড়ি রাখতেন। আজ বিকালে হঠাৎ করে সেখানে আগুন লাগলে এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মহাসিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।