পুকুরের পানিতে ডুবে
কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরের পানিতে ডুবে মেরাজ বাবু নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার নেওয়াশী ইউনিয়নের বামনটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মেরাজ (৪) ওই গ্রামের আল আমিনের ছেলে।
আরও পড়ুন: মতলবে পানিতে ডুবে যমজ ২ ভাইয়ের মৃত্যু
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মা সন্তানকে গ্রামের বাড়িতে বৃদ্ধ দাদা মকবুল হোসেন ও দাদি আমিনা বেগমের কাছে রেখে ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন। মেরাজ দাদা ও দাদি কাছে থাকত। সকালে দাদা-দাদিসহ বাড়ির অন্য লোকজন কাজে ব্যস্ত ছিল। সবার অজান্তে শিশুটি বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এ সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পায়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৫ ঘণ্টা আগে
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে হুসাইন আহমেদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত হুসাইন আহমেদ (৩) উপজেলার আমতৈল গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে। শিশুটির বাবার সঙ্গে মায়ের বিয়ে বিচ্ছেদ ঘটায় মায়ের সঙ্গে নানার বাড়ি এলাঙ্গী গ্রামে থাকতো।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার এলাঙ্গী গ্রামে তার নানা বাড়িতে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
নিহত হুসাইনের মা নুপুর খাতুন জানান, আমি রান্না করছিলাম। এ সময় হুসাইন খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায়। বাড়ির পাশেই পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। আমি তাকে খুঁজতে গিয়ে দেখি, পুকুরে ভাসছে। এরপরে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার তদন্ত অফিসার মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বগুড়ায় বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১ সপ্তাহ আগে
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান (৯) ও মিথিলা আক্তার (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চরপাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নুসরাত ওই গ্রামের দুলাল দেওয়ানের ও মিথিলা মো. রিপন দেওয়ানের মেয়ে। শিশু দুটি সম্পর্কে চাচাতো বোন। তারা দুজনই উপজেলার চরনিলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানিয়েছে, বিদ্যালয় ছুটির পর নুসরাত ও মিথিলা বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে নামে। হঠাৎ দুজনই পুকুরের পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে পুকুরে দুজনকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সন্ধায় ৭টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
মো. রিপন দেওয়ান বলেন, ‘আমার মেয়ে ও ভাতিজি সাঁতার জানত না। সবার অগোচরে তারা পুকুরে গোসল করতে নামে। তাদের মৃত্যুতে পরিবারের সদস্যরা ভাষা হারিয়ে ফেলেছে।’
বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা জানান, এ ঘটনায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৪ মাস আগে
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পঞ্চগড়ে পৃথক ঘটনায় মঙ্গলবার পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
পাবনায় পুকুরের পানিতে ডুবে মারা গেল ২ শিশু
পাবনা জেলার সদর উপজেলার দোগাছিতে শুক্রবার পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে