চাঁদপুরের কচুয়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ফাইজা আক্তার ও হুমায়রা আক্তার নামে দুটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার ফতেবাপুর ও সাজিরপাড় গ্রামে এই দুটি ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— ফতেবাপুর গ্রামের মো. গোফরান উদ্দিন প্রধানের ১৮ মাস বয়সী মেয়ে ফাইজা আক্তার এবং সাজিরপাড় গ্রামের মো. হুমায়ুন কবিরের ৩ বছর বয়সী মেয়ে হুমায়রা আক্তার।
স্বজনরা জানান, ফতেবাপুর গ্রামের ফাইজা আক্তার নিজ বাড়ির পুকুরঘাটে গোসল করতে গিয়ে পানি নিয়ে খেলতে খেলতে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
অন্যদিকে, একই উপজেলার সাজিরপাড় গ্রামের হুমায়রা আক্তার খেলাধুলার সময় পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকেও পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল রানা ইউএনবিকে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।