নেটফ্লিক্স
অস্কারে যাচ্ছে লাপাতা লেডিস
সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে ভারতীয় সিনেমার ইতিহাস খুব একটা উজ্জ্বল নয়। দীর্ঘ কয়েক দশকের ব্যবধানে মনোনয়ন পর্যন্ত যেতে পেরেছে মাত্র ৩টি সিনেমা; ‘মাদার ইন্ডিয়া’ (১৯৫৭), ‘সালাম বোম্বে!’ (১৯৮৮) এবং ‘লাগান’ (২০০১)। আগামী ৯৭-তম অস্কারে এই বিভাগে প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়েছে সাম্প্রতিক সময়ের জনপ্রিয় মুভি ‘লাপাতা লেডিস’কে। চলুন, চলচ্চিত্রটিকে ঘিরে সৃষ্টি হওয়া নতুন সম্ভাবনার বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক।
লাপাতা লেডিস বৃত্তান্ত
জিও স্টুডিও, আমির খান প্রোডাকশন এবং কিন্ডলিং পিকচার্স প্রযোজিত এই সিনেমার প্রথম প্রকাশ ঘটে ২০২৩-এর ৮ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তারপর ২০২৪-এর পহেলা মার্চ-এ প্রেক্ষাগৃহে মুক্তির পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা খুব একটা সুখকর ছিলো না। তবে ২৬ এপ্রিল নেটফ্লিক্সে-এ প্রিমিয়ার হওয়ার পর থেকে দর্শক মহলে অভাবনীয় সাড়া পেতে শুরু করে স্যাটায়ারধর্মী চলচ্চিত্রটি।
মুভিটির পরিচালনায় ছিলেন বলিউডের ‘মিস্টার পার্ফেকশনিস্ট’ হিসেবে খ্যাত সফল অভিনেতা আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। প্রযোজনা কমিটিতে ছিলেন এই প্রাক্তন দম্পতির পাশাপাশি আরও ছিলেনকিরণ রাও, আমির খান, এবং জ্যোতি দেশপান্ডে।
আরও পড়ুন: ২০২৬-এর ঈদ চলচ্চিত্রে মুখোমুখি শাহরুখ ও রণবীর
ছবির শ্রেষ্ঠাংশে দেখা গেছে প্রতিভা রান্তা, নিতানশি গোয়েল, ছায়া কদম, স্পর্শ শ্রীবাস্তাব, অভয় ডুবে, গীতা আগারওয়াল, রবি কিষাণ, এবং দুর্গেশ কুমারকে।
অস্কারের পথে লাপাতা লেডিস
গত ২৩ সেপ্টেম্বর সোমবার ভারতের ফিল্ম ফেডারেশন জুরি আসন্ন ৯৭তম অস্কারের জন্য তাদের নির্বাচিত সিনেমা হিসেবে ‘লাপাতা লেডিস’র নাম ঘোষণা করে। ছবিটি ভারতীয় সিনেমা হিসেবে অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে মনোনয়নের জন্য প্রতিযোগিতা করবে।
আসামের চলচ্চিত্র পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বে নির্বাচন কমিটিতে ছিলেন মোট ১৩ জন সদস্য। এই বাছাই প্রক্রিয়ায় ‘লাপাতা লেডিস’ পেছনে ফেলেছে কানজয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’, বলিউড হিট ‘অ্যানিম্যাল’ ও মালায়ালামের ‘আট্টাম’ সহ মোট ২৯টি চলচ্চিত্রকে।
সাধারণ নিয়মানুসারে, অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য প্রত্যেক দেশ থেকে শুধুমাত্র একটি চলচ্চিত্রের নাম গৃহীত হয়। এভাবে সারা বিশ্ব থেকে প্রাপ্ত আবেদন থেকে প্রস্তুত করা হয় ১৫টি সিনেমার সংক্ষিপ্ত তালিকা। আর এই তালিকা থেকে পরবর্তীতে অস্কারের মূল আসরে মনোনয়নে যায় ৫টি ছবি।
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর ‘নীল জোছনা’ নিয়ে বড় পর্দায় ফিরছেন শাওন
অস্কার কমিটিতে ছবি জমা দেওয়ার সর্বশেষ সময়সীমা আগামী ১৪ নভেম্বর। নির্বাচিত প্রতিযোগীদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে ১৭ ডিসেম্বর। অতঃপর ২০২৫ সালের ১৭ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম, যারা অ্যাকাডেমি পুরস্কারের জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হবে। সেই সূত্রে, ‘লাপাতা লেডিস’র অস্কার যাত্রায় এখনও আরও দুটি কঠিন ধাপ রয়েছে।
অস্কারের ৯৭তম আসর বসবে ২০২৫ সালের ২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে।
২ মাস আগে
কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ নিয়ে যে কারণে এত আলোচনা
২৬ এপ্রিল বিশ্ব নন্দিত ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রিমিয়ার হলো কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ চলচ্চিত্র। এর আগে ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই শোরগোল শুরু হয়ে গেছে হিন্দি ভাষার ছবিটি নিয়ে। প্রথম সারির কোনো অভিনয়শিল্পী না থাকলেও সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন স্বনামধন্য বলিউড তারকারা। মিডিয়াপাড়াজুড়ে এই চলচ্চিত্রটি নিয়ে কেন এত আলোচনা, চলুন তা জেনে নেওয়া যাক।
‘লাপাতা লেডিস’ চলচ্চিত্রের কলাকুশলী
পরিচালক কিরণ রাওয়ের শুরুটা ছিল ২০১০ সালে রোমান্টিক সিনেমা ‘ধোবি ঘাট’ দিয়ে। দীর্ঘ ১৪ বছর পর দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে এবার তিনি ফিরলেন স্যাটায়ার নিয়ে।
প্রযোজনা কমিটিতে তার সঙ্গে রয়েছেন জ্যোতি দেশপান্ডে এবং প্রাক্তন স্বামী বলিউডের তারকা অভিনেতা আমির খান। বিপ্লব গোস্বামীর গল্প নিয়ে চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য ও সংলাপ নির্মাণ করেছেন স্নেহা দেশাই।
সিনেমার অভিনয়শিল্পীরা হলেন নিতানশি গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তাব, ছায়া কদম, অভয় ডুবে, রবি কিষাণ, দুর্গেশ কুমার, এবং গীতা আগারওয়াল।
আরও পড়ুন: 'প্রিয় মালতী' হতে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা
ছবিটির সংগীত আয়োজন করেছেন রাম সম্পাথ এবং গানের কথায় ছিলেন দিব্যনিধি শর্মা, প্রশান্ত পান্ডে এবং স্বানন্দ কিরকিরে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিকাশ নওলাখা এবং সম্পাদনায় জাবীন মার্চেন্ট।
ছবিটি সর্বপ্রথম ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর টিআইএফএফ (টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল) এ প্রদর্শিত হয়েছিল।
৭ মাস আগে
নেটফ্লিক্সে বাঁধনের ‘খুফিয়া’ আসছে ৫ অক্টোবর
অভিনেত্রী আজমেরি হক বাঁধনের বলিউডে অভিষেকের খবর এরইমধ্যে ভক্তদের জানা। তবে অপেক্ষা ছিল কবে বাংলাদেশের এই তারকাকে দেখা যাবে পর্দায়। সেই অপেক্ষা শেষ হচ্ছে শিগগিরই।
আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে বাঁধন অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’।
এরইমধ্যে প্রকাশ হয়েছে ‘খুফিয়া’র ট্রেলার। যেটি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন বাঁধন। আর ট্রেলারে কয়েক ঝলক দেখা গেল এই তারকাকে।
আরও পড়ুন: জাওয়ান: বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল
বিশাল ভরদ্বাজ পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন টাবু, আশীষ বিদ্যার্থী, আলী ফজলসহ অনেকে।
২০২১ অক্টোবরে দিল্লিতে শুরু হয় সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন বাঁধন।এতে কাজের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে বাঁধন বলেন, ‘এটি অবশ্যই আমার জন্য বড় প্রাপ্তি। বিশাল ভরদ্বাজের পরিচালনায় কাজ ও টাবুর সঙ্গে পর্দা ভাগাভাগি পুরোটাই আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ ছিল। বাকিটা দর্শক পর্দায় আমাকে দেখার পর বলতে পারবেন।’
আরও পড়ুন: 'সুজন মাঝি' নিজ গুণে দর্শক পাবে: নিপুণ
বাংলাদেশেও আজ মুক্তি পাচ্ছে 'জাওয়ান'
১ বছর আগে
নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং অবৈধ হতে পারে: যুক্তরাজ্য সরকার
যুক্তরাজ্যের একটি সরকারি সংস্থা নেটফ্লিক্সের মতো অনলাইন স্ট্রিমিং পরিষেবাগুলোর পাসওয়ার্ড শেয়ার করা আইনের বিরুদ্ধে বলে উল্লেখ করেছে।
ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস (আইপিও) মঙ্গলবার বলেছে যে এধরনের অনুশীলন কপিরাইট আইন ভঙ্গ করে।
যুক্তরাজ্যে যারা একসঙ্গে থাকেন না তাদের স্ট্রিমিং পরিষেবার পাসওয়ার্ড শেয়ার করা খুব সাধারণ বিষয়। যদিও এটি সাধারণত পরিষেবা চুক্তির শর্তের বিরুদ্ধে।
এক্ষেত্রে যে কোনো আইনি পদক্ষেপ নেয়া হবে এমন ইঙ্গিত নেটফ্লিক্স কখনো দেয়নি।
আরও পড়ুন: মেরিলিন মনরোর মোহময়তায় দর্শককে ভাসাবে নেটফ্লিক্সের ‘ব্লনডি’!
আইপিও সরকারি ওয়েবসাইটে তাদের নির্দেশিকাতে পাসওয়ার্ড শেয়ার করার বিষয়টি সরিয়ে দিয়েছে। একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে পাসওয়ার্ড শেয়ার করার বিষয়ে আইনি অবস্থান পরিবর্তন হয়নি এবং আইপিও-এর নির্দেশিকারও একই অবস্থা। যেখানে বলা হয়েছে যে পাসওয়ার্ড শেয়ার করা মূলত একটি অপরাধ।
যেখানে আরও বলা হয়, ‘ফৌজদারি ও দেওয়ানি আইনে বিভিন্ন বিধান রয়েছে, যা পাসওয়ার্ড শেয়ার করার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। যার উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যবহারকারীকে অর্থ প্রদান ছাড়াই কপিরাইট-সুরক্ষিত কাজে প্রবেশাধিকার দেয়া। পরিস্থিতির ওপর নির্ভর করে এই বিধানগুলোর মধ্যে চুক্তির শর্তাদি লঙ্ঘন, জালিয়াতি বা সেকেন্ডারি কপিরাইট লঙ্ঘন অন্তর্ভুক্ত থাকতে পারে। যেখানে দেওয়ানি আইনে এই বিধানগুলো দেয়া আছে। যা প্রয়োজনে আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়ার বিষয়টি পরিষেবা প্রদানকারীর ওপর নির্ভর করবে।"’
আরও পড়ুন: নেটফ্লিক্সের পর্দায় বলিউডে বাঁধনের প্রথম ঝলক
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি উল্লেখ করেছে, যুক্তরাজ্যের প্রথম সারির স্ট্রিমিং পরিষেবাদানকারীরা তা করবে এমন ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
নেটফ্লিক্স জানিয়েছে, তারা অন্যদের অ্যাকাউন্ট ধার করা লোকেদের জন্য তাদের নিজস্ব সেট আপ করা, তাদের প্রোফাইল একটি নতুন অ্যাকাউন্টে স্থানান্তর করা এবং সেইসঙ্গে পরিবার বা বন্ধুদের জন্য অতিরিক্ত অর্থ প্রদানের জন্য সাব-অ্যাকাউন্ট তৈরি করা সহজ করতে চেয়েছিল। ২০২৩ সালের গোড়ার দিকে এই বৈশিষ্ট্যগুলো আরও বিস্তৃতভাবে চালু করা শুরু হবে বলে তারা জানায়।
আরও পড়ুন: স্কুইড গেম: বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা নেটফ্লিক্স অরিজিনাল কোরিয়ান ওয়েব সিরিজ
২ বছর আগে
মেরিলিন মনরোর মোহময়তায় দর্শককে ভাসাবে নেটফ্লিক্সের ‘ব্লনডি’!
মেরিলিন মনরো; নজরকারা সৌন্দর্য, সুতীব্র মোহময়তা ও অসামান্য প্রতিভা-সব যেন একাকার হয়ে ধরা দিয়েছিল এক নারীর মধ্যে। ছয় দশক আগে মারা গিয়েও বিশ্বের সেরা সুন্দরীদের কথায় বার বার উঠে আসে তার নাম।
দশকের পর দশক মার্কিন এই অভিনেত্রী, মডেল ও গায়িকার মোহে বুঁদ হয়ে আছে অসংখ্য ভক্ত-অনুরাগী।
তবে এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে ‘ব্লনডি’ কে ঘিরে। ভাবছেন ব্লনডি আবার কি! স্বর্ণকেশী?
তা ভাবলেও ভুল হবে না। মেরিলিন যে তার স্বর্ণকেশের জন্যও বিখ্যাত, তাতে কোনো সন্দেহ নেই।
তবে এই ব্লনডি কিন্তু নেটফ্লিক্সের একটি সিনেমা।
সিনেমাটি তৈরি করা হয়েছে মার্কিন লেখক জয়েস ক্যারল ওটসের উপন্যাস অবলম্বনে। ২০০০ সালে প্রকাশিত উপন্যাসটিও একই শিরোনামের।
আরও পড়ুন: মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: এবার বিশেষ জুরি পুরস্কার পেল ‘আদিম’
২ বছর আগে
রানির মৃত্যু: 'দ্য ক্রাউন' সিরিজের প্রোডাকশন স্থগিত
রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার পরিবার সম্পর্কে নেটফ্লিক্সের প্রশংসিত সিরিজ ‘দ্য ক্রাউন’, রানির মৃত্যুর কারণে প্রোডাকশন বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার সিরিজের একজন মুখপাত্র বলেছেন যে সম্মানেরসূচক হিসেবে এবং রানির অন্ত্যেষ্টিক্রিয়ার দিনও প্রোডাকশন বন্ধ রাখা হবে।
আরও পড়ুন: বিশ্বজুড়ে রানির জন্য অশ্রু ও শ্রদ্ধা
শোটি ষষ্ঠ সিজন প্রযোজনা করছে। এর প্রথম দুই মৌসুমে ক্লেয়ার ফয়কে তরুণ রাজকন্যা এলিজাবেথ সিংহাসনে আরোহণ করে এবং ধীরে ধীরে সম্রাট হিসেবে তার ভূমিকায় পরিণত হয়। তিন ও চার মৌসুমে অলিভিয়া কোলম্যানকে আরও পরিণত রানি হিসেবে দেখানো হয়েছে। সিরিজটি ধীরে ধীরে বর্তমান ঘটনার কাছাকাছি চলে এসেছে। নেটফ্লিক্সে সম্প্রতি ষষ্ঠ সিজনে প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেট চরিত্রে অভিনেতাদের কাস্টিং প্রকাশ করেছে।
আরও পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথ যখন প্রথমবার বাংলাদেশে আসেন
এর পঞ্চম সিজন ইমেল্ডা স্টাউনটন রানির ভূমিকা নভেম্বরে প্রিমিয়ার হবে।
২ বছর আগে
নেটফ্লিক্সের পর্দায় বলিউডে বাঁধনের প্রথম ঝলক
‘রেহেনা মরিয়ম নূর’-এর ব্যাপক সফলতার পর আজমেরি হক বাঁধনের আরও একটি চমক ছিল বলিউডের সিনেমায় অভিনয়। সেটি নিয়ে অনেক জল্পনার মধ্য দিয়ে গিয়েছিল সময়টা। মুম্বাইয়ে শুটিং শেষে সেই অভিজ্ঞতার কিছুটা জানিয়েছিলেন এই অভিনেত্রী।
‘খুফিয়া’ শিরোনামে সিনেমাটির পরিচালক বিশাল ভরদ্বাজ। সোমবার (২৯ আগস্ট) রিলিজ হলো ‘খুফিয়া’র টিজার।
আরও পড়ুন: নেটফ্লিক্সের জন্য চিত্রনাট্য লিখছেন মেঘ
টিজারটি রিলিজ করেছে নেটফ্লিক্স। যেখানে এক ঝলক দেখা গেল বাঁধনকে। শাড়ি পরে রহস্যজনক এক লুকে দেখা দিয়েছেন তিনি। টিজারের শুরুতে দেখা গেছে সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করা বলিউড তারকা টাবুকে। এছাড়াও ছিলেন আলী ফজল, আশিষ বিদ্যার্থী।
একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘খুফিয়া’। যার চিত্রনাট্য তৈরি হয়েছে লেখন অমর ভুশান-এর ‘এস্কেপ টু নো হোয়ার’ থেকে।
প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর আজমেরি হক বাঁধন ফিরেছিলেন ‘রেহেনা মরিয়ম নূর’ দিয়ে। এরপরই ক্যারিয়ারের সবচেয়ে সুসময় শুরু হলো তার। এই আলোচনা শেষ না হতেই মুক্তি পায় কলকাতার প্রথম ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি।’ যেটির পরিচালক ছিলেন সৃজিত মুখার্জি। এরপরই বাঁধনের বলিউড যাত্রা।
আরও পড়ুন: মাধবন ও সুর্ভিন চাওলা অভিনীত নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‘ডিকাপল্ড’
রেড নোটিশ: নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল মুভি
২ বছর আগে
ভ্যালেন্টাইন ডে ২০২২: কয়েকটি সেরা ডিজিটাল উপহার
প্রাণবন্ত প্রকৃতির এক অবিচ্ছেদ্য সম্পর্ক আছে ভ্যালেন্টাইন ডে’র সাথে। তা না হলে কেনই বা বসন্ত বরণের সাথেই সময়রেখায় পদচিহ্ন রাখতে হবে! ঝরা পাতার ধুসর বিসর্জনের মুক্তি মেলে গাছে গাছে সবুজ পাতার হৈচৈ-এ। যেন দুঃখময় স্মৃতিগুলোকে চোখ রাঙিয়ে নতুন এক ভালবাসার দিন শুরুতে তৃপ্ত বাতাসে নৌকার পাল ছেড়ে দেয়া। তাতে বৈঠা হাতে হাজারো মানব-মানবীর পরিণয়ের উপাখ্যান। এমনি বিশেষ দিনটিকে চির স্মরণীয় করে রাখতে পারে প্রাণখোলা হাসি, শুভকামনা আর উপহার। ভাবনার রাজপথ জুড়ে প্রিয় মানুষটির অবিরাম পদচারণার টোটেম হিসেবে কাজ করা সেরকমি কয়েকটি ডিজিটাল উপহার নিয়ে আজকের ফিচার।
ডিজিটাল ভ্যালেন্টাইন ডে উপহার ২০২২
ডিজিটাল সাবস্ক্রিপশন
ইন্টারনেটের বদৌলতে টিভি-রেডিওর জায়গাটি এখন দখল করে নিয়েছে অনলাইন স্ট্রিমিং সাইটগুলো। এখন নিজের পছন্দ মতই বেছে বেছে উপভোগ করা যাচ্ছে সাম্প্রতিক মুভি ও সিরিজগুলো।
মুভি ও নাটক পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। নিদেনপক্ষে প্রতিটি স্ট্রিমিং সাইট এখন সব ধরনের দর্শকদের কথা মাথায় রেখেই সম্প্রচার করছে তাদের নিজ নিজ অরিজিনাল কন্টেন্টগুলো।
আরও পড়ুন: লিটল ম্যাগাজিন প্রদর্শনীর সময় বাড়ল
বিশ্ববিখ্যাত ওটিটি (ওভার-দ্যা-টপ) সাইট নেটফ্লিক্সের কন্টেন্টগুলোর জন্য প্রত্যেকেই মুখিয়ে থাকে। এর ৭.৯৯ মার্কিন ডলার বা ৬৮৭ টাকার বেসিক প্যাকেজটি এক মাসের জন্য একটি যুগোপযোগী উপহার হতে পারে। আর ৯.৯৯ মার্কিন ডলার বা ৮৫৯ টাকার স্ট্যান্ডার্ড প্ল্যানটিতে পুরো মাস জুড়ে এমনকি অনেক দূরে থাকলেও দুজনেই উপভোগ করা যাবে নিজ নিজ কম্পিউটার বা স্মার্টফোনে।
এছাড়া বাংলাদেশ ও ভারতের কন্টেন্ট-এর জন্য হৈচৈ-এর গিফ্ট কার্ড দেয়া যেতে পারে। এর ৬ মাসের প্যাকেজটি ৩১৭ টাকা।
ভার্চুয়াল স্ক্র্যাপবুক
বিভিন্ন উপলক্ষে কার্ড পেতে সবাই ভালবাসে। ভ্যালেন্টাইন ডে তে নানা গিফ্ট শপগুলো আকর্ষণীয় নকশায় তৈরি করে থাকে কার্ডগুলো। কিন্তু স্ক্র্যাপবুক এই কার্ডের ধারণাকে দিয়েছে এক অভাবনীয় মাত্রা। কার্ডের নকশা ছাড়াও এখানে জুড়ে দেয়া যায় ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা বিভিন্ন আকারের ছবি। আর এর ডিজিটাল ভার্সনটির নয়নাভিরাম কন্টেন্টগুলো গ্রাহকদের মধ্যে রীতিমত মন্ত্রমুগ্ধতা সৃষ্টি করে। ফটোশপ সহ ইন্টারনেট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফটো ইডিটরগুলোর জন্য দারুণ স্ক্র্যাপবুকগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহারকারিদের অনেকেই সেই গ্রাফিক্যাল কন্টেন্টগুলো রীতিমত নিয়ম করে কালেকশানে রাখে। তাই ভ্যালেন্টাইন ডে’র উপহার হিসেবে এটি একটি সেরা উপায় হতে পারে।
আরও পড়ুন: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর: ভারতীয় সংগীতের জগতে অবিস্মরণীয় উজ্জ্বল নক্ষত্র
এগুলো কেনা যেতে পারে বিশ্বখ্যাত ই-কমার্স সাইট অ্যামাজন থেকে। তবে একটু সৃজনশীলতা খাটালে নিজে নিজেই বানিয়ে নেয়া যায় মনোমুগ্ধকর কিছু স্ক্র্যাপবুক। ইন্টারনেটের যে কোন একটি ইমেজ ইডিটর দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় ভার্চুয়াল স্ক্র্যাপবুক। এগুলোর মধ্যে সবচেয়ে সহজ ও জনপ্রিয় একটি সাইট হচ্ছে ক্যানভা। এর স্যাম্পল টেমপ্লেটগুলো ইডিট করে প্রিয় মানুষটির সাথে কাটানো সেরা মুহুর্তের ছবিগুলো একত্রিত করে অনায়াসেই বানিয়ে ফেলা যায় স্ক্র্যাপবুক। সাথে সাথে শেয়ারও করে দেয়া যায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অনলাইন জুকবক্স
শুধুমাত্র একটি স্থির চিত্র দিয়ে পটভূমিতে একসাথে অনেক গুলো গান বাজতে দেখা যায় জনপ্রিয় ভিডিও শেয়ারিং সামাজিক মাধ্যম ইউটিউবে। এটি ক্যাসেট প্লেয়ারের যুগের এ্যালবামে গান শোনার নস্টালজিয়া দেয়। মূলত অনলাইনে বিভিন্ন সাইট বা ইউটিউবেরই বিভিন্ন চ্যানেল থেকে সংগৃহীত গানের প্লেলিস্ট দিয়ে সাজানো হয় এই ডিজিটাল জুকবক্সগুলো।
ইউটিউবে এরকম প্লেলিস্ট তৈরি করা খুবই সহজ। যে কোন ভিডিও দেখার সময় ভিডিও ঠিক নিচেই সেভ বাটনে ক্লিক করে নতুন প্রদর্শিত ছোট্ট স্ক্রিণটি থেকে ক্রিয়েট নিউ প্লেলিস্টে ক্লিক করলেই তৈরি হয়ে যাবে প্লেলিস্ট। অতঃপর একে একে প্রিয় গানগুলোর ভিডিওতে যেয়ে সেগুলোকে এই প্লেলিস্টে অন্তর্ভূক্ত করা যাবে। তারপর ইউটিউবের হোম পেজ থেকে বা দিকে প্রদর্শিত সদ্য তৈরিকৃত প্লেলিস্টে ক্লিক করলে প্লেলিস্টটির নিজস্ব পেজ প্রদর্শিত হবে। আর ব্রাউজারের একদম উপর থেকে এই পেজটির ঠিকানা কপি করে নিয়ে শেয়ার করা যাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আরও পড়ুন: রাজু ভাস্কর্যের সামনে নৃত্যরত ইরা: সপ্রতিভ উত্থানে এক বাংলাদেশি ব্যালেরিনা
ভিডিও ডায়েরি
এটাকে বলা যেতে পারে ভার্চুয়াল স্ক্র্যাপবুকের ভিডিও ভার্সন। প্রিয় মানুষটির সাথে কাটানো সেরা মুহূর্তগুলোর ফুটেজ নিয়ে বানানো যেতে পারে এই ভিডিও ডায়েরি। ছোট-খাট একটা ফিল্মে পরিণত হবে ভিডিও ডায়েরিটা। ভিডিও ইডিটিং-এর মত বড় কাজ মনে হলেও এই ভিডিও তৈরি মোটেই তা নয়। ভিডিও বানানোর কারিগরি জ্ঞান থাকলে ভালো, তবে না থাকলেও তৈরি করা যাবে একদম নিখুঁত মানের ভিডিও। অনলাইনে খুঁজলে এমন অনেক ভিডিও ইডিটর পাওয়া যাবে, যেখানে ক্যামেরা দিয়ে তোলা ফুটেজগুলো পরপর বসিয়ে বানানো যাবে দারুণ একটি ভিডিও। জলছাপকে ঝামেলা মনে হলে কিনে ফেলতে হবে সেই ভিডিও ইডিটরটির সাবস্ক্রিপশন। তবে এক্ষেত্রে জলছাপ উপেক্ষা করে কন্টেন্টে জোর দেয়াটাই উত্তম। এই ওয়েব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর ভিডিও টেমপ্লেট পাওয়া যায় রেন্ডারফরেস্ট-এ। এত উন্নত মানের, প্রোফেশনাল এবং বৈচিত্র্যপূর্ণ টেমপ্লেট অনলাইনে নেই বললেই চলে। এখানকার স্লাইডশোগুলোও বেশ চমৎকার। এর প্রোফেশনাল ইন্ট্রো ও ইন্ডিং ভিডিও সংযোজন করার পর তৈরিকৃত ভিডিও ডায়েরিটিকে মনে হতে পারে পরিপূর্ণ একটি শর্টফিল্ম।
পরিশেষে
প্রযুক্তির ক্রমবিকাশে সময়ের সাথে পরিবর্তিত হয়েছে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম। একই পাত্রে রঙ বদলেছে প্রয়োজনীয়তাগুলো। এর মাঝেও মানুষ আগলে রেখেছে তাদের আদিম ও অকৃত্রিম অনুভূতিগুলোকে। ডিজিটাল ভ্যালেন্টাইন ডে উপহার দেয়ার মাধ্যমগুলো যেন তারই জানান দিচ্ছে। হাত দ্বারা স্পর্শনীয় বস্তুগুলো বর্তমানে শুধু দর্শনেন্দ্রিয় ও শ্রবণেন্দ্রিয় দিয়ে অনুভব করা বস্তুতে রূপান্তর হলেও, শুভকামনা দেয়ার ছলে অটুট রয়েছে যত্ন নেয়ার ভনিতাটি।
২ বছর আগে
স্কুইড গেম: বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা নেটফ্লিক্স অরিজিনাল কোরিয়ান ওয়েব সিরিজ
বিশ্বব্যাপী কোরিয়ান পপ-কালচারের জোয়ারে সাম্প্রতিক সংযোজন নেটফ্লিক্স অরিজিনাল কোরিয়ান ওয়েব সিরিজ স্কুইড গেম। সপ্তাহের সর্বাধিক দেখা টিভি-শো, সর্বাধিক স্ট্রীম করা ওয়েব প্রোগ্রাম, সামাজিক মাধ্যমগুলোতে সর্বাধিক আলোচিত বিষয় এই রেকর্ডগুলো এখন সব স্কুইড গেম-এর দখলে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ মোট ৯০টি দেশে টিভি-শোগুলোর তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছে এই কোরিয়ান ভাষার টিভি সিরিজটি। গ্যাংনাম স্টাইলের দশক পেরোতে না পেরোতেই সামাজিক মাধ্যমগুলোতে বিটিএসের পাশে রাজকীয় আবির্ভাব ঘটেছে স্কুইড গেম-এর। চলুন, সাম্প্রতিক চাঞ্চল্য সৃষ্টিকারী এই ওয়েব সিরিজটির ব্যাপারে বিস্তারিত জেনে নেই।
নেটফ্লিক্স অরিজিনাল স্কুইড গেম-এর আদ্যোপান্ত
চলতি বছরের ১৭ সেপ্টেম্বর নেটফ্লিক্স থেকে সারা বিশ্বে মুক্তি পায় দক্ষিণ কোরিয়ার এই টিভি সিরিজটি। থ্রিলারধর্মী এই ড্রামা সিরিজটির চিত্রনাট্যে ও পরিচালনায় আছেন হোয়াং-ডং-হিউক।
ডিস্টোপিয়ান সময়ের প্রেক্ষাপট নিয়ে রচিত সিরিজটির নামকরণ করা হয়েছে কোরিয়ান বাচ্চাদের একটি গেম থেকে। গেমটিতে জেতার জন্য একটি দল মেঝেতে আঁকা স্কুইড-এর মাথায় তাদের পা রাখার চেষ্টা করে। অপরদিকে আরেকটি দল চেষ্টা করে তাদেরকে স্কুইড-এর নকশাটির কাছ থেকে দূরে রাখার।
পড়ুন: অবশেষে মুক্তি পেতে যাচ্ছে জেমস বন্ড মুভি ‘নো টাইম টু ডাই’
ড্রামাটিতে দেখানো হয় ৪৫৬ জন খেলোয়ার প্রতিযোগিতায় অবতীর্ণ হয় ৪৫.৬ বিলিয়ন ওন মূল্যের পুরস্কারের জন্য।
অন্যদিকে প্রতিযোগিতাটির মূল উদ্দেশ্য থাকে পশ্চিমা মহারথিদের বিকৃত আমোদপ্রমোদের খোরাক। ক্রমান্বয়ে গেমটি যখন প্রত্যেক খেলোয়ারকে পরস্পরের বিরুদ্ধে ধাবিত করে তখন খেলোয়াররা বুঝতে পারে তারা আটকে গেছে মরনপণ এক গোলকধাঁধায়।
সিরিজটিতে অভিনয় করেছেন পার্ক হেই-সু, লি জুং-জেই, উই হা-জুন, ও ইয়ং-সু, জুং হো-ইয়েন, হিউ সুং-তেই, কিম জু-রাইয়ং এবং অনুপম ত্রিপাঠি।
পড়ুন: মুন্সিগিরি: চঞ্চল চৌধুরীকে নিয়ে অমিতাভ রেজা’র আরেকটি অসামান্য চলচ্চিত্র
সাইরেন পিকচার্স ইন্ক.-এর প্রযোজনায় এখন পর্যন্ত টিভি-শোটির ৯টি পর্বের একটি সিজন দেখানো হয়েছে।
কোরিয়ান ওয়েব সিরিজ স্কুইড গেম-এর জনপ্রিয় হয়ে ওঠা
স্কুইড গেম-এর জনপ্রিয় ওঠার পেছনে অন্যতম কারণ হলো ৩৭টি ভাষার সাবটাইটেল ও ৩৪টি ভাষার ডাবিং সংস্করণ। এই সুবাদে অসহায় প্রাপ্তবয়স্কদের বাচ্চাদের খেলায় জেতার চিত্রনাট্যটি বেশ ভালোভাবেই গ্রহণযোগ্যতা পেয়েছে দর্শকদের কাছে। তাছাড়া খেলার খুটিনাটি দিয়ে পুরো ড্রামাটাকে অতিরঞ্জিত না করায় সিরিজপ্রেমীরা চরিত্রগুলোর দিকে দৃষ্টি দিতে পেরেছে। আর এভাবেই টিভি-শোটি বৈচিত্র্যপূর্ণ চরিত্রের নাটকীয়তা দিয়ে দর্শকদের মনে রেখাপাত করার চেষ্টা করেছে এবং এই চেষ্টা কতটুকু সফল হয়েছে তা বোঝা গেলো যখন প্রিমিয়ারের তিন সপ্তাহের মাথায় সামাজিক মাধ্যমে সিরিজটির ফলোয়ার ১৩ মিলিয়ন ছাড়িয়ে গেল।
৩ বছর আগে
নেটফ্লিক্সের জন্য চিত্রনাট্য লিখছেন মেঘ
বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের চিত্রনাট্যকার, পরিচালক এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি মনজুরুল ইসলাম মেঘ হলিউড ও নেটফ্লিক্সের জন্য চিত্রনাট্য লিখছেন।
৩ বছর আগে