তানোর
রাজশাহীতে পুকুরে ডুবে ২ বছরের শিশু মৃত্যু
রাজশাহীর তানোর উপজেলায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ গ্রামে এমন মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটের কালীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিহত শিশুর নাম আরাফাত হোসেন শিহাব (২)। সে গাগরন্দ গ্রামের সুমন মণ্ডলের ছেলে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, নিহত আরাফাত হোসেন শিহাব বেলা ১১টার দিকে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে খেলা করার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায়।
এসময় বাড়ির লোকজন শিশু আরাফাত হোসেন শিহাবকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করেন। বাড়ির আসেপাশে অনেক খোঁজ করে শিহাবকে না পেয়ে গ্রামবাসী পুকুরে নেমে খোঁজ করতে থাকেন।
এসময় পুকুর থেকে শিশু শিহাবকে উদ্ধার করে গ্রামবাসী তানোর মেডিকেলে নিয়ে আসেন। আরাফাত হোসেন শিহাবকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহত শিশুর পরিবার থেকে কেউ কোন অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফটিকছড়িতে পুকুরে ডুবে মারা গেল ২ শিশু
গাজীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
১০ মাস আগে
রাজশাহীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিসে ঘেরাও, ২ কৃষক আটক
রাজশাহীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিসে ঘেরাও করায় বৃহস্পতিবার রাতে দুই কৃষককে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন তানোর উপজেলার কলমা ইউনিয়নের বংপুর গ্রামের সালেহ-আল-সারা (২৬) এবং দিব্যস্থল গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ (২৪)।
জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তানোর উপজেলার কলমা ইউনিয়নের কিছু কৃষক দেবিপুর পল্লী বিদ্যুতের অফিসে গিয়ে নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঘেরাও করে প্রতিবাদ জানান। এসময় পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা তানোর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষকদের ছত্রভঙ্গ করে। পরে দুজন কৃষককে আটক করে। ঘটনাস্থল থেকে ৬টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
তানোর পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম মো. জুহুরুলল ইসলাম বলেন, সারাদেশে বিদ্যুৎ লোডশেডিং চলছে। তানোরে কোন সেচ সংকট নেই। চাহিদা মাফিক তানোরে বিদ্যুতের ঘাটতি রয়েছে। সে জন্য এরিয়া ভিত্তিক আমাদের লোডশেডিং দিতে হচ্ছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিঞা বলেন, পল্লী বিদ্যুৎ অফিস থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি।
আটকদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এর আগে ধান খেতে পানি না পেয়ে গত ২৩ মার্চ বিকালে ইশ্বরীপুর গ্রামে গভীর নলকূপের পাশে দাঁড়িয়ে বিষপান করেন অভিনাথ মার্ডি (৩৬) এবং তার চাচাতো ভাই নিমঘুটু গ্রামের রবি মার্ডি (২৭)। অভিনাথ সে রাতেই নিজ বাড়িতে মারা যান এবং দুদিন পর ২৫ মার্চ রাতে হাসপাতালে মারা যান রবি।
পড়ুন: দুই কৃষকের মৃত্যু: নলকূপের অপারেটর গ্রেপ্তার
২ বছর আগে
বৃদ্ধকে কাগজ কুড়াতে দেখে চাল-ডাল কেনার টাকা দিলেন ডিসি
করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর তা করতে গিয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সরকারি কর্মকর্তারা। বয়স্ক ব্যক্তিদের সাথেও বাড়াবাড়ি করার অভিযোগ পাওয়া গেছে। তবে বেশ কিছু কর্মকর্তা প্রশংসাও কুড়াচ্ছেন।
৪ বছর আগে