গজারিয়া
গজারিয়ার অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই
মুন্সীগঞ্জের গজারিয়া ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় আলী আহমদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুরে ছাই হয়ে গেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার টেংগারচরের ভাটেরচর বাসস্ট্যান্ডে এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের ৪টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় ভোরে সাড়ে ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে রূপালী ব্যাংক থেকে ৩ ডাকাতের আত্মসমর্পণ
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, বাজারের প্রথমে একটি সেলুনের দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি, ডিম, প্লাস্টিক, হার্ডওয়্যারের, কাচামাল, ফার্মেসিসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের শত শত মানুষ রাস্তায় বের হয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুনে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রিফাত মল্লিক।
৩ দিন আগে
গজারিয়ায় বজ্রপাতের কৃষাণীর মৃত্যু, স্বামী ও ছেলে আহত
মুন্সীগঞ্জের গজারিয়ায় বজ্রপাতে হালিমা বেগম (৫০) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে স্বামী ও পুত্র।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর দিকে উপজেলার ভবেরচরের শ্রীনগরে ঘটনাটি ঘটে।
এদিকে গুরুতর আহত স্বামী আব্দুল হান্নানকে (৭০) গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার পায়ের একটি অংশ পুড়ে গেছে।
আরও পড়ুন: মেহেরপুরে বজ্রপাতে পৃথক স্থানে ২ জনের মৃত্যু
ছেলে রমজান (৯) সুস্থ আছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টিপটিপ বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন স্বামী-স্ত্রী ও তাদের ৯ বছরের ছেলে। এসময় বজ্রপাতে স্বামী-স্ত্রী দুইজনেই শরীর ঝলসে গুরুতর আহত হন এবং সঙ্গে থাকা তাদের ছেলে স্তব্ধ হয়ে যায়। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কৃষাণী হালিমাকে মৃত ঘোষণা করেন। স্বামী আব্দুল হান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু
২ মাস আগে
মুন্সীগঞ্জে ভবনে রং করার সময় রশি ছিঁড়ে পড়ে ২ শ্রমিক নিহত
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবনে রং করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে দুই রংমিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (১২ আগস্ট) সকালে উপজেলার বাউশিয়া এপিআই শিল্প পার্কের একমি ল্যাবরটরিজ লিমিটেডে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- মাদারীপুরের শিবচরের সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মো. শহীদ (২৭) এবং একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একমির প্লটের ভেতর পাঁচ তলা ইউটিলিটি ভবনের চতুর্থ তলায় রঙের কাজ করছিলেন তিন রংমিস্ত্রি। তাদের মধ্যে দুইজন রশিতে ঝুলে রং করছিলেন, অপরজন ভবনের ছাদ থেকে তাদের সহযোগিতা করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে রশি ছিঁড়ে দুই শ্রমিক নিচে পড়ে যান।
তাদের ভবেরচরস্থ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে এএসআই ক্লোজড
স্বাস্থ্য কমপ্লেক্সটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরশাদ কবির বলেন, ‘সকাল ৯টার দিকে দুজনকে জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা করে দেখা যায় আরও আগেই তারা মারা গেছেন।’
একমি কর্তৃপক্ষ জানায়, গত তিন মাস ধরে মাদারীপুরের শিবচরের শোলাপুরের ঠিকাদার ইদ্রিস মোল্লার অধীনে এই শ্রমিকরা কাজ করতেন। ভবনের কাজের জন্য একমি ল্যাবরটরিজ লিমিটেড ঠিকাদার নিয়োগ করে। এই ঠিকাদারের তত্ত্বাবধানেই ভবনটিতে রঙের কাজ চলছিল।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রং করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তারা মারা গেছেন। বৃষ্টিতে ভিজে রশিটি দুর্বল হয়ে যায়। চেক না করেই তারা রশিতে ঝুলে রং করতে যান।’
আরও পড়ুন: মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত
মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১
১ বছর আগে
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ২, আহত ৪
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাইক্রোবাসের সঙ্গে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের দুইজন নিহত ও সৌদি প্রবাসীসহ চার জন আহত হয়েছেন।
রবিবার ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার গজারিয়া উপজেলার বক্তারকান্দি এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
নিহতরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে দুলাল মিয়া (৬০) ও একই গ্রামের আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ হোসাইন (১০)।
তাদের লাশ গজারিয়ায় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
আহতদেরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সৌদি থেকে দেশে ফেরা মোমেন মিয়া (৩৫) এয়ারপোর্ট থেকে মাইক্রোবাসে পরিবারের সঙ্গে কুমিল্লা তিতাসের উত্তর বলরামপুর যাওয়া পথে উক্ত স্থানে কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাস ছিটকে ডিভাইডারের ওপর দিয়ে ঢাকাগামী লেনে পরে।
পুলিশ আরও জানায় যে এই সময় ঢাকামুখী শান্তি পরিবহনের বাস মাইক্রোটিকে দ্বিতীয় দফায় ধাক্কা দেয়। তবে সাজেক ভ্যালি থেকে আসা পিকনিকের ৪০ যাত্রী নিয়ে বাসটি এই সময় গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পাশের গাছের সঙ্গেও ধাক্কা খায়। বাসের যাত্রীরা সকলে অক্ষত আছেন।
গজারিয়া হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন জানান, কাভার্ডভ্যান ও বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। মাইক্রোবাসটিও জব্দ করেছে পুলিশ।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সবজি ব্যবসায়ীর
১ বছর আগে
গজারিয়ায় ক্রেন ধসে শ্রমিক নিহত
মুন্সিগঞ্জে একটি স্টিল মিলে ক্রেন ধসে ৩২ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু এবং অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ম্যাগনাম স্টিল মিল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, নিহত আবুল কালাম পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে।
আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
নিহতের চাচা আব্দুল গাফফার জানান, কালাম স্টিল মিলের ফার্নেস সেকশনে কর্মরত অবস্থায় ক্রেনটি তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।
আরও পড়ুন: গাজীপুরে ক্রেন পড়ে বিআরটি প্রকল্পের নির্মাণ শ্রমিক নিহত
বিআরটি প্রকল্প এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: কাদের
উত্তরায় ক্রেন দুর্ঘটনা: বিআরটির ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
২ বছর আগে
গজারিয়ায় জ্বর নিয়ে শিশুর মৃত্যু, এলাকায় করোনা আতঙ্ক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার ভোর রাতে জ্বর নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে