মুন্সীগঞ্জের গজারিয়ায় মাইক্রোবাসের সঙ্গে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের দুইজন নিহত ও সৌদি প্রবাসীসহ চার জন আহত হয়েছেন।
রবিবার ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার গজারিয়া উপজেলার বক্তারকান্দি এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
নিহতরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে দুলাল মিয়া (৬০) ও একই গ্রামের আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ হোসাইন (১০)।
তাদের লাশ গজারিয়ায় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
আহতদেরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সৌদি থেকে দেশে ফেরা মোমেন মিয়া (৩৫) এয়ারপোর্ট থেকে মাইক্রোবাসে পরিবারের সঙ্গে কুমিল্লা তিতাসের উত্তর বলরামপুর যাওয়া পথে উক্ত স্থানে কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাস ছিটকে ডিভাইডারের ওপর দিয়ে ঢাকাগামী লেনে পরে।
পুলিশ আরও জানায় যে এই সময় ঢাকামুখী শান্তি পরিবহনের বাস মাইক্রোটিকে দ্বিতীয় দফায় ধাক্কা দেয়। তবে সাজেক ভ্যালি থেকে আসা পিকনিকের ৪০ যাত্রী নিয়ে বাসটি এই সময় গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পাশের গাছের সঙ্গেও ধাক্কা খায়। বাসের যাত্রীরা সকলে অক্ষত আছেন।
গজারিয়া হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন জানান, কাভার্ডভ্যান ও বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। মাইক্রোবাসটিও জব্দ করেছে পুলিশ।