সরাইল
ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে গেছে ১৫ দোকান
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নেছার ডাক্তারের টিনশেড মার্কেটে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর দ্বিতীয় গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
পোড়া দোকানগুলো হলো- বার্জার পেইন্টস ও আরএফএল কোম্পানির ডিলার মন্টু স্টোর, বাবুল ভ্যারাইটিজ স্টোর, সায়মা মোবাইল সার্ভিসিং, আরশ আলী টেইলার্স, হরিপদ টেইলার্স, আলী টেইলার্স ও সীতারাম চৌধুরীর সুবর্ণা জুয়েলার্সসহ আরও ৭টি দোকান।
সরাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার রিয়াজ আহমেদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এছাড়া মার্কেটের অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান।
এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন- সরাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শের আলম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূইয়া ও জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা।
আরও পড়ুন: সুন্দরবনে আগুন: বৃহস্পতিবার পুড়ে যাওয়া এলাকা পরিদর্শনে যাচ্ছে তদন্ত কমিটি
৩ দিন পর সুন্দরবনে আগুন নেভানোর ঘোষণা
৬ মাস আগে
সরাইলে ছুরিকাঘাতে মোটরসাইকেল মেকানিকের মৃত্যুর অভিযোগে আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে লাল খা নামে এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া কুমারপাড়াসংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ধানমন্ডি ৩২ নম্বরে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনায় আটক ২
নিহত লাল খা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের আবুল কালামের ছেলে এবং তিনি মোটরসাইকেল মেকানিক।
আটক দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসার গ্রামের মৃত নূর মিয়ার ছেলে জসিম উদ্দিন ও জেলার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে মো. আল আমিন।
আল আমিন নামে অটোরিকশাচালকের সঙ্গে লাল খাঁর টাকা লেনদেন ছিল। এনিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ছিল। এরই জেরে জসিমকে সঙ্গে নিয়ে আল আমিন ছুরি দিয়ে লাল খাকে ছুরিকাঘাত করে। এরপর দুজনকে আটক করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডের কাজে ব্যবহৃত ছুরিটি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, জসিম ও আল আমিন নামে দুইজনকেই আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের পাঠানো হয়েছে।
আরও পড়ুন: যশোরে গাঁজাসহ আটক ২ : র্যাব
চট্টগ্রামে হ্যাং আউটে পুলিশের অভিযান, মালিকপুত্রসহ আটক ২
৭ মাস আগে
সরাইলে মেঘনা নদীতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া মেঘনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ১১ বছর বয়সী মো. শওকত মিয়া নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ মার্চ) সরাইলে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার পানিশ্বহর ইউনিয়নের দেওবাড়ীয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মো. শওকত মিয়া হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে এবং সরাইল থানার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়ীয়া গাউছিয়া সুন্নিয়া হাফিজীয়া মাদরাসার ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, শওকতসহ কয়েকজন মিলে মেঘনা নদীতে গোসল করতে গেলে শওকত পানিতে ডুবে নিখোঁজ হয়। তখন তার সহপাঠীরা খোঁজাখুঁজি করে না পেয়ে মাদরাসায় শিক্ষকদের জানালে ওইদিন ডুবুরি না পেয়ে পরেরদিন বুধবার সকালে ডুবুরির মাধ্যমে খোঁজাখুঁজি করে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ শওকতের লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: মেঘনা নদীতে গোসলে নেমে বৃদ্ধ নিখোঁজ
নিখোঁজের ৩ দিন পর মেঘনা নদী থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
৭ মাস আগে
সরাইলে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুরির অপবাদে জাহিদুল ইসলাম পরশ নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত যুবক জাহিদুল ইসলাম পরশ উপজেলার নোয়াগাঁও গ্রামের আবেদ মিয়ার ছেলে।
আরও পড়ুন: রূপগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
নিহতের পরিবারের অভিযোগ, গত দুই দিন আগে পাশের বাড়ি আলমগীর মিয়ার বাড়িতে টিউবওয়েলের একটি পাম্প চুরি হয়। সেই চুরির অপবাদে জাহিদুলকে বৃহস্পতিবার সকালে সন্দেহজনকভাবে প্রতিবেশী শফিক, মঈনুদ্দিন, বাবুসহ বেশ কয়েকজন মিলে মারধর করে।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নোয়াখালীতে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে পিটিয়ে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
১০ মাস আগে
সরাইলে ট্রাক্টরের চাপায় ইটভাটার শ্রমিক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টরের চাপায় মো. হাফিজুর রহমান নামে এক ইটভাটার শ্রমিক নিহত হয়েছে৷
শনিবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের দৌলত পাড়ার সফল ব্রিকস ফিল্ডে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বায়ুদূষণের দায়ে ৯ ইটভাটাকে ৪৪ লাখ টাকা জরিমানা
হাফিজুর রহমান একই এলাকার মো. আবুল কাসেমের ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, হাফিজুর সফল ব্রিকস ফিল্ডে কাজ করত। শনিবার ভোর ৫টার দিকে মাটিবাহী ট্রাক্টর মাটি ফেলতে গিয়ে হাফিজুরকে চাপা দেয়।
তিনি আরও জানান, পরে ইটভাটার কয়েকজন শ্রমিক হাফিজুরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: বায়ুদূষণের দায়ে ৭ যানবাহন ও ৬ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা
বায়ু দূষণ: ঢাকায় ৮ যানবাহন, ৬ প্রতিষ্ঠান ও ৬ ইটভাটার জরিমানা
১ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নির্মাণ শ্রমিকেরা হলেন- লোকমান মিয়া (২৯), আমজাদ (১৮) ও শরীফ (১৫)। এদের মধ্যে লোকমান ও আমজাদের বাড়ি সরাইল উপজেলার সদর ইউনিয়নের নিজসরাইল এবং শরীফের বাড়ি ঝিলুকদার পাড়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে নির্মাণ শ্রমিক লোকমান তার দুই সহযোগী আমজাদ ও শরীফকে নিয়ে তেরকান্দা গ্রামের বরকত আলীর বাড়িতে নির্মাণাধীন সীমানা প্রাচীরে রডের কাজ করছিলেন। রডের পিলার দাঁড়া করানোর সময় উপরে থাকা হাই ভোল্টেজের বিদ্যুতের তারে রড লেগে যায়। এ সময় বিদ্যুতের তার রডে জড়িয়ে গেলে তারা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে ছেলে নিহত, বাবা আহত
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
১ বছর আগে
সরাইলে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাহিন্দ্র ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে শাহবাজপুর-শাহজাদাপুর আঞ্চলিক সড়কের যাদবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা অটোরিকশা চালক আল আমিন (১৭) সরাইলের শাহবাজপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে এবং যাত্রী আপন চন্দ্র দাস (১৪) ধীতপুর গ্রামের অমলেশ চন্দ্র দাসের ছেলে।
আরও পড়ুন: নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের যাদব এলাকায় মলাইশ থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক আলামিন ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আপন চন্দ্র দাসকে গুরুতর আহত অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাহিন্দ্র ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তবে এখনও মামলা হয়নি।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মামলা করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পানিশ্বর ইউনিয়নের বড়ইবাড়ি গ্রামের হারিজ মিয়া গোষ্ঠী ও সোলেমান মিয়া গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সোলেমান মিয়ার গোষ্ঠীর লোকজন হারিজ মিয়ার গোষ্ঠীর জালাল নামে একজনের হাত ভেঙে দেয়।
আরও পড়ুন: ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ মোতায়েন
এ ঘটনার পর আহত জালাল শুক্রবার সরাইল থানায় মামলা করতে যায়। এ নিয়ে সোলেমানের গোষ্ঠীর লোকজন ক্ষুদ্ধ হয়ে হারিজের গোষ্ঠীর লোকজনের ওপর হামলা চালালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে রয়েছে।
এছাড়া পরবর্তী বিশৃঙ্খলা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার বিচারকের সঙ্গে অসদাচরণ: ভিডিও অপসারণের নির্দেশ হাইকোর্টের
১ বছর আগে
১ আগস্ট থেকে ৩ দিন গ্যাস বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ায়
ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলায় তিন দিন গ্যাস সরবাহ বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো, আখতারুজ্জামান জানান, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন সড়কে গ্যাসলাইন স্থানান্তরের কাজের জন্য তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: শ্রীকাইল-২ গ্যাসক্ষেত্রের ৪ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু
সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত চার লেনের সড়কে গ্যাসের পাইপ লাইন স্থানান্তরের কাজ চলবে।
দুই উপজেলার বিভিন্ন এলাকায় প্রজ্ঞাপনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি বাসিন্দাদের জানানো হয়।
২ বছর আগে
ঈদযাত্রা: ভোগান্তি কমাতে সরাইলে মহাসড়কে পুলিশের অভিযান
মহাসড়কে যানজট নিরসন ও ঈদে ঘরমুখো মানুষদের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কের বিশেষ অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিহাতা হাইওয়ে পুলিশ।
বুধবার থেকে চলা এই অভিযানে অংশ নেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু, উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, এসআই আরিফ হোসেন খান, কনস্টেবল মোমেন মিয়াসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
আরও পড়ুন: শিগগিরই কমবে যানজট: স্বরাষ্ট্রমন্ত্রী
এদিন দুপুরে খাটিহাতা হাইওয়ে থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ স্পিডগান দিয়ে যানবাহনের গতি পরীক্ষা করে। ওই সময় মহাসড়কে নিষিদ্ধ যানবাহন সিএনজিচালিত অটোরিকশা, হেলমেড বিহীন মোটরসাইকেল চালকসহ নিয়ম অমান্য করা যানবাহনের চালকদের বিভিন্ন জরিমানা করা হয়।
আরও পড়ুন: ঈদে যানজট এড়াতে সিরাজগঞ্জে নলকা সেতু খুলে দেয়া হবে
এ বিষয়ে ওসি সুখেন্দু বসু বলেন, পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষ নিরাপদে যাতায়াতের জন্য পুলিশ সব সময় মহাসড়কে দায়িত্ব পালন করছে। মহাসড়ক যানজট, ভোগান্তি ও চাঁদাবাজিমুক্ত রাখতে খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ সব সময় সঠিক দায়িত্ব পালন করবেন।
২ বছর আগে