ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাহিন্দ্র ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে শাহবাজপুর-শাহজাদাপুর আঞ্চলিক সড়কের যাদবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা অটোরিকশা চালক আল আমিন (১৭) সরাইলের শাহবাজপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে এবং যাত্রী আপন চন্দ্র দাস (১৪) ধীতপুর গ্রামের অমলেশ চন্দ্র দাসের ছেলে।
আরও পড়ুন: নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের যাদব এলাকায় মলাইশ থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক আলামিন ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আপন চন্দ্র দাসকে গুরুতর আহত অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাহিন্দ্র ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তবে এখনও মামলা হয়নি।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২