হেলিকপ্টার
স্ট্রোকে আক্রান্ত নাফিস ইকবালকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে
ঢাকা, ৫ জুলাই (ইউএনবি)-চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে।
শুক্রবার (৫ জুলাই) চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে সাবেক এই ব্যাটার ও বর্তমান লজিস্টিক ম্যানেজারকে ঢাকায় আনা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তিনি মাইনর স্ট্রোকে আক্রান্ত।
আরও পড়ুন: হারের পর যা বললেন মার্করাম
তিনি বলেন, 'নাফিসের মাইনর স্ট্রোক হয়েছে। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
৩৯ বছর বয়সি নাফিস বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। তিনি টপ অর্ডার ব্যাটসম্যান ছিলেন। তিনি কখনই তার দক্ষতার প্রতি ন্যায়বিচার করতে সক্ষম হননি। তিনি ২০০৩ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকের প্রায় এক বছর পরে ২০০৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার একমাত্র সেঞ্চুরিটি আসে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ম্যাচে।
খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর বিসিবির মিরপুরে সদর দপ্তর কিংবা দলের সঙ্গে নাফিস বিভিন্ন ভূমিকা পালন করেছেন। তিনি সর্বশেষ দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
নাফিস চট্টগ্রামের উল্লেখযোগ্য ক্রিকেট পরিবার থেকে উঠে এসেছেন। তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ভাতিজা এবং জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই।
আরও পড়ুন: যেসব তথ্য ছড়ানো হচ্ছে তার বেশিরভাগই গুজব: তাসকিন
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত দলকে দেশে ফিরতে দিচ্ছে না ঘূর্ণিঝড় বেরিল
২৮৬ দিন আগে
ভোট দিতে হেলিকপ্টারে চড়ে কলাপাড়ায় দুর্যোগ প্রতিমন্ত্রী
চতুর্থ ধাপে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টারে চড়ে নিজ এলাকায় গিয়ে ভোট দিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান মুহিব।
বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ৫৭ নম্বর ধুলাশার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
ভোট শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আশা করছি, আমার এই দুটি উপজেলায় সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। সময় স্বল্পতার কারণে হেলিকপ্টারে চড়ে ভোট দিতে আসা। আমি মনে করি, প্রতিটি ভোটই মূল্যবান।’
উল্লেখ্য, কলাপাড়া ও রাঙ্গাবালী এ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৩৩৮ জন। দুই উপজেলার ১১১টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। সুষ্ঠভাবে ভোট গ্রহনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
এছাড়া ভোটের মাঠে ২৮ জন ম্যাজিস্ট্রেট, র্যাবের ৪টি টিম, বিজিবির ৭টি টিম ও কোষ্টগার্ডের ৮টি টিম মোতায়ানে করা হয়েছে। পাশাপাশি পুলিশের মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও স্টান্ডবাই টিম কাজ করছে।
এবারের উপজেলা পরিষদ নির্বাচনে কলাপাড়ায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, রাঙ্গাবালী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩১৬ দিন আগে
রাঙামাটির দুর্গম ৯টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে গেল নির্বাচনি সরঞ্জাম
আগামী ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের সাধারণ নির্বাচনে রাঙ্গামাটির চারটি উপজেলায় ভোটগ্রহণ হতে যাচ্ছে।
এর মধ্যে সোমবার (৬ মে) সকালে দুর্গম জুরাছড়ি ও বরকল দুই উপজেলায় হেলিকপ্টারযোগে বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৌঁছানোর কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন: রাত পোহালেই মসিক নির্বাচন, কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম
সকালে জুরাছড়ি যক্ষ্মা বাজার আর্মি ক্যাম্প থেকে হেলিকপ্টারযোগে রাঙ্গামাটির জুরাছড়ির সাতটি ও বরকলে দুইটি দুর্গম ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর কাজ শুরু হয়।
নির্বাচনি অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্স, স্ট্যাম্প প্যাড এবং অমোচনীয় কালি। ৮ মে ভোটগ্রহণ ও ফলাফল গণনা শেষে পুনরায় নির্বাচনি কর্মকর্তারা ফিরে আসবেন।
এ বিষয়ে রাঙ্গামাটি রির্টানিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন বলেন, প্রথম ধাপে ৮ মে ষষ্ঠ উপজেলা নির্বাচনে চারটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর প্রথম ধাপের এ নির্বাচনে রাঙ্গামাটি সদরসহ চার উপজেলায় সর্বমোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: নির্বাচনি জনসভায় 'অনুপ্রবেশকারী' বলায় মুসলিম বিদ্বেষের অভিযোগ মোদির বিরুদ্ধে
৩৪৬ দিন আগে
বান্দরবানের ১২টি ভোটকেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার হবে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের ১২টি ভোটকেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে। এই আসনে ১৮২টি ভোটকেন্দ্র রয়েছে এবং এরমধ্যে সাধারণ কেন্দ্র ৫১টি এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৩১টি।
রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, বান্দরবান আসনের ১৮২টি ভোটকেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে সব ভোটকেন্দ্র পরিদর্শন করে সাত উপজেলার ইউএনওগণ রিপোর্ট করেছেন।
জেলা প্রশাসক জানান, তিনি নিজেই বান্দরবান সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: বান্দরবানের তিনাপ সাইতার জলপ্রপাত ভ্রমণের উপায় ও খরচ
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার সৈকত শাহীন, জেলা নির্বাচন কর্মকর্তা শাহদাত হোসেন, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, সহকারী কমিশনার ভূমি নার্গিস সুলতানা ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
বান্দরবান আসনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ছয়বারের নির্বাচিত এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি সমর্থন নিয়ে লড়ছেন এমএম শহীদুল ইসলাম।
এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা প্রচার প্রচার অব্যাহত রেখেছেন।
রির্টানিং অফিসার জানান, দুর্গম ও যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক না থাকায় ১২টি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রস্তাবনাও পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ১২টি হেলিস্যুটি ভোটকেন্দ্রগুলোর মধ্যে রোয়াংছড়ি উপজেলায় ১টি, রুমা উপজেলায় ৩টি, থানচি উপজেলায় ৭টি ও আলীকদম উপজেলায় ১টি ভোটকেন্দ্র রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের সাত উপজেলার দুই পৌরসভা ও ৩৪টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৮হাজার ৫৮৩জন ও নারী ভোটার ১লাখ ৩৯ হাজার ৪৪৬ জন। ১৮২টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ৭২৭টি।
বান্দরবানের রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি বলেন, দুর্গম এলাকার ১২টি হেলিস্যুটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী ও বিমানবাহিনীর সহায়তায় হেলিকপ্টারের মাধ্যমে যাবতীয় নির্বাচনী সরঞ্জাম ও ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা নেওয়ার ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। দুর্গম এলাকায় একদিন পূর্বে এবং সড়ক যোগাযোগ আছে এমন কেন্দ্রে ভোট গ্রহণের দিন সকালে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বান্দরবানের ইকোট্যুরিজম সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব
৪৮১ দিন আগে
ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত
দক্ষিণ আমেরিকার বৃহত্তম মহানগরী ব্রাজিলের সাও পাওলোতে একটি রাস্তায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে শহরের পশ্চিমাঞ্চলের বাররা ফান্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির ফায়ার ডিপার্টমেন্ট এক টুইটে জানিয়েছে, সাও পাওলো রাজ্য মিলিটারি পুলিশের অংশ। দুর্ঘটনায় নয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি ‘বিস্তারিত তথ্যের জন্য তারাও অপেক্ষা করছে।’
স্থানীয় মিডিয়ার মতে হেলিকপ্টারটি ছিল এয়ার ট্যাক্সি কোম্পানির মালিকানাধীন রবিনসন আর৪৪ রাভেন ২।
ব্রাজিলিয়ান হেলিকপ্টার পাইলট অ্যাসোসিয়েশন অনুসারে, সাও পাওলোতে ৪১১টি ব্যক্তিগত নিবন্ধিত হেলিকপ্টার রয়েছে।
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ব্রাজিলে ৩৬ জনের মৃত্যু
ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৭ মৃত্যু
ব্রাজিলে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১১৭
৭৬১ দিন আগে
সিরাজগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ৮০ শিক্ষার্থীকে হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা!
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত রংধনু মডেল স্কুলের ৮০ জন শিক্ষার্থীকে হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে ওই স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য এ সংবর্ধনার আয়োজন করে।
রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন জানান, চার লাখ টাকা দিয়ে হেলিকপ্টারটি ভাড়া করা হয়। প্রতিবারে চারজন করে শিক্ষার্থীকে ১০ মিনিট করে হেলিকপ্টারটি শাহজাদপুর উপজেলার আকাশে ঘুরিয়ে আনা হয়। এমন আয়োজনে শিক্ষার্থীরা খুব খুশি।
আরও পড়ুন: করোনা আক্রান্ত এমপি বাদশাকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শাহ আজম।
তিনি বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহী করে তুলবে। আমি শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেছি।
এ সময় শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করে।
ওই স্কুলের অধ্যক্ষের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মা-বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে কনের বাড়িতে বর!
মালয়েশিয়ান স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী ব্যবসায়ী
৭৭৩ দিন আগে
হেলিকপ্টার দুর্ঘটনায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৪ জন নিহত
কিয়েভের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি (৪২) সহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে কিয়েভের পূর্ব উপশহর ব্রোভারিতে দুর্ঘটনা ঘটে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানায়, কিয়েভের পূর্ব উপশহর ব্রোভারিতে দুর্ঘটনায় মোনাস্টিরস্কির ডেপুটি ইয়েভেন ইয়েনিন নিহত হয়েছেন এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি দেশটির পুলিশ এবং জরুরি পরিষেবাগুলোর তদারকি করেছিলেন। প্রায় ১১ মাস আগে রুশ আগ্রাসন শুরুর পর থেকে নিহত হওয়া সবচেয়ে সিনিয়র কর্মকর্তা তিনি।
ব্রোভারির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি যুদ্ধের সঙ্গে সম্পর্কিত তা নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ অবিলম্বে তদন্ত শুরু করেছে।
এ দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভার্চুয়ালি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দিয়েছেন।
বক্তৃতায় তিনি বলেছেন যে এই দুর্ঘটনার সঙ্গে যুদ্ধের বিস্তৃত সংযোগ রয়েছে।
তিনি বলেন, ‘এটি একটি দুর্ঘটনা নয়, এটি যুদ্ধের কারণে হয়েছে। যুদ্ধের অনেক মাত্রা আছে, শুধু যুদ্ধক্ষেত্রেই যুদ্ধ হয়না।’
তিনি দাভোসে উপস্থিতদেরকে দুর্ঘটনায় নিহতদের সম্মান জানাতে তার সঙ্গে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান।
জেলেনস্কি বলেন, ‘যুদ্ধকালীন সময়ে কোনো দুর্ঘটনা ঘটে না। এগুলো সবই যুদ্ধের ফলাফল।’
ফ্রান্সের-তৈরি সুপার পুমা হেলিকপ্টারটি পরিচালনাকারী ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানায়, হেলিকপ্টারে থাকা নয়জন এবং মাটিতে থাকা একটি শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।
আরও পড়ুন: ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ: ইউক্রেনকে দায়ী করলেন পুতিন
এতে আরও বলা হয়, ১১ শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। প্রারম্ভিক সরকারি প্রতিবেদনে হতাহতের সংখ্যা ভিন্ন ছিল।
কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা ইউক্রেনীয় টেলিভিশনকে বলেছেন যে জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।
ইউক্রেন ন্যাশনাল পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঁচ কর্মকর্তা, একজন জাতীয় পুলিশ কর্মকর্তা এবং তিনজন হেলিকপ্টার ক্রু সদস্য নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে মোনাস্টিরস্কির ডেপুটি ইয়েভেন ইয়েনিন এবং অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি ইউরি লুবকোভিচ রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষক ভোলোদিমির ফেসেনকো দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, মোনাস্টিরস্কি পুলিশ এবং জরুরি পরিষেবাগুলোর দায়িত্বে ছিলেন।
প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকোকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়েছে।
হেলিকপ্টারে থাকা কর্মকর্তাদের ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে যাওয়ার কথা ছিল।
স্থানীয় পুলিশ প্রধান ভোলোদিমির টাইমোশকো ফেসবুকে বলেছেন যে তারা ‘শুধু নেতা নন’, ‘বন্ধুও যাদের আমি সম্মান করি।’
টেলিগ্রামে প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিন বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা দুর্ঘটনার ‘সকল সম্ভাব্য কারণ’ তদন্ত করছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি এক বার্তায় লিখেছেন, ‘আজ আরেকটি খুব দুঃখের দিন, নতুন হাহাকার।’
হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এই দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন।
ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান নিহত মোনাস্টিরস্কিকে ‘(রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনের অবৈধ আগ্রাসনের সময় ইউক্রেনের জনগণকে সমর্থন করার জন্য একটি অগ্রণী আলো’ বলে অভিহিত করেছেন।
ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর জন্য চাপের সম্মুখীন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এক টুইটে বলেছেন, ‘এই যুদ্ধে ইউক্রেনকে যে বিশাল মূল্য দিতে হচ্ছে, তা আবারও আমাদের ভাবতে বাধ্য করে।’
কয়েকদিন আগে দক্ষিণ-পূর্ব ইউক্রেনের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে রুশ হামলায় ছয় শিশুসহ ৪৫ জন নিহত হয়।
আরও পড়ুন: ইউক্রেনে পদক্ষেপের সমালোচনাকারী রাশিয়ানের ৮২ বছরের কারাদণ্ড
ইউক্রেনীয় বাহিনীর বিশেষ যুদ্ধ প্রশিক্ষণ জার্মানিতে শুরু করেছে মার্কিন সেনাবাহিনী
৮১৯ দিন আগে
সীমান্তে মিয়ানমারের হেলিকপ্টার থেকে ব্যাপক গোলা বর্ষণ
নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে গত কয়েক সপ্তাহ গোলাবারুদের আওয়াজ বন্ধ থেকে আবারও নতুন করে আতঙ্কের বারুদ ছড়িয়েছে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধ হেলিকপ্টার।
সীমান্তে বসবাসকারীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত ঘুমধুমের বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পিলার ১৮,৩১,৩৪,৩৫ দিয়ে এবং সদর ইউনিয়নের আশারতলী, ফুলতলী, জামছড়ির ৪৫ ও ৪৬ নং পিলার দিয়ে কিছুক্ষণ পর পর মিয়ানমার হেলিকপ্টার থেকে বিভিন্ন প্রকার আওয়াজের গোলা নিক্ষেপ করে।
বিভিন্ন প্রকার বিস্ফোরণের বিকট শব্দে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জাজনক: মোমেন
স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল আমিন বলেন, সোমবার (১০ অক্টোবর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ পরিদর্শন শেষে চলে যাওয়ার পরপরই বিকাল ৪টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তের ৩৪, ৩৫,৩৬ ও ৩৯ পিলার রাইট বিজিপি ক্যাম্প ৪৫ ও ৪৬ নং পিলার সালিডং ক্যাম্প থেকে অগণিত মর্টার ও আর্টিলারি বোমা বিস্ফোরণের আওয়াজে যেন এপারে ভূমিকম্প হচ্ছিল।
তিনি আরও বলেন, ভোরে ওপার থেকে বিস্ফোরণের শব্দে এপারের শিশুদের ঘুম ভেঙেছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমের সঙ্গে কথা হলে তিনি ইউএনবিকে বলেন, সকাল ৭ টা থেকে ৩ টা পর্যন্ত মোট তিন দফা মিয়ানমারের হেলিকপ্টার থেকে ব্যাপক গোলা বর্ষণে শব্দ তিনি শোনেন, আবার মিয়ানমারের অভ্যন্তরের কিছু দূরের স্থলভাগ থেকে অনবরত গোলাগুলির আওয়াজও শুনেছেন।
তুমব্রু বাজারের ব্যবসায়ী মো. সরোয়ার জানান, পরিবার পরিজন এবং পাড়া প্রতিবেশীকে নিয়ে চিন্তাই আছেন। প্রতিবেশি দেশ মিয়ানমার সীমান্তে যা দেখাচ্ছে তা নিয়ে, অদূর ভবিষ্যত নিয়ে ভাবনায় আছেন?
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, কয়েক দিন বন্ধ থেকে আবারও গোলাগুলির শব্দে আমাদের মাঝে আতঙ্ক বাড়িয়েছে।
বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত জুড়ে বিজিবির টহল বৃদ্ধিসহ সীমান্তের বিভিন্ন সম্ভাব্য পয়েন্টে রোহিঙ্গা অনুপ্রবেশ শঙ্কায় কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি নিহত
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
৯১৯ দিন আগে
এভিয়েশন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন
এভিয়েশন খাতের সমস্যাগুলো দীর্ঘদিনের। এ সমস্যাগুলোর সমাধানে এ খাতের উদ্যেক্তাদের নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সমন্বিত উদ্যোগ নিতে হবে। এভিয়েশন খাতের উন্নয়নে সরকারের আন্তরিক নীতি সহায়তা ও দিক নির্দেশনা খুবই জরুরি।
বৃহস্পতিবার ডেইলি স্টার ভবনে এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) আয়োজিত ‘এভিয়েশন ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ: প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক ওয়ার্কশপে বক্তারা এসব কথা বলেন।
বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন নিউজপোর্টালে এভিয়েশন খাত নিয়ে প্রতিবেদন করা সাংবাদিকদের নিয়ে এই ওয়ার্কশপ আয়োজন করা হয়।
এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ও নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দি ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও দি বাংলাদেশ মনিটরের সম্পাদক ওয়াহিদুল আলম। এছাড়াও দেশের বিভিন্ন বিমান সংস্থা, হেলিকপ্টার সংস্থা ও ফ্লাইং স্কুলের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাংবাদিকরা বক্তব্য দেন।
আরও পড়ুন: পুলিশের সক্ষমতা বাড়াবে নবগঠিত এভিয়েশন উইং: আইজিপি
বক্তারা বলেন, বর্তমানে দেশের এভিয়েশন খাত কঠিন সময় অতিবাহিত করছে। প্রায় দুই বছর করোনার অভিঘাতের ফলে সৃষ্ট ক্ষতি এখনও এয়ারলাইন্সগুলো কাটিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে জেট ফুয়েলের দাম প্রতি মাসেই বৃদ্ধি পাচ্ছে। ফলে এয়ারলাইন্স ও হেলিকপ্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয়ও অধিকহারে বেড়ে গেছে। এছাড়া অসম প্রতিযোগিতা, কাস্টমস জটিলতা, সিভিল এভিয়েশন নির্ধারিত উচ্চহারে বিভিন্ন ফি ও সারচার্জের ফলে এ খাতের উদ্যোক্তাদের মহাসংকটে ফেলেছে।
বক্তারা আরও বলেন, এ খাতের উদ্যোক্তারা সেবার মান উন্নত করতে সর্বাত্মক চেষ্টা করছে। কিন্তু এ খাত সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যেমন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থাগুলোরও আন্তরিক হতে হবে। নীতি সহায়তার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোকে দ্রুত সমাধান করতে হবে। তাহলেই দেশের এভিয়েশন খাত বিশ্বের এভিয়েশন খাতে একটি শক্ত অবস্থান তৈরী করতে পারবে।
আরও পড়ুন: বিমানে পাইলট নিয়োগে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নেয়া হবে: প্রতিমন্ত্রী
সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলীর ১০ বছরের কারাদণ্ড
৯৪৫ দিন আগে
মা-বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে কনের বাড়িতে বর!
মা বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকাপ্টারে করে কনের বাড়িতে গেলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর (গাঘড়াকাটা) গ্রামের মো. সোহাগ ভূইয়া। হেলিকপ্টার ও ব্যতিক্রমী এ বিয়ে দেখতে কান্দুঘর উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় জমান এলাকার হাজারো উৎসুক জনতা।
মো. সোহাগ ভূইয়া ওই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ভূইয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মো. সোহাগ ভূইয়া একজন ইতালি প্রবাসী। তার বৃদ্ধ মা-বাবার স্বপ্ন পূরণ করতে তিনি হেলিকাপ্টারে চড়ে বিয়ে করার উদ্যোগ নেন।
বৃহস্পতিবার দুপুরে তার নিজ এলাকা থেকে হেলিকপ্টারে উড়ে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর গ্রামের মো. হুমায়ুন কবির -পারভীন দম্পতির মেয়ে মৌসুমী আক্তারকে বধূ করে ঘরে তুলে নেন। এমন ব্যতিক্রমী আয়োজন দেখতে এলাকার উৎসুক জনতা ভিড় জমান।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সামাজিক লোকজন।
আরও পড়ুন: ফের বিয়ে উদযাপন করলেন লোপেজ-আফ্লেক
বিয়ের ৮ বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম
বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা
৯৬৬ দিন আগে