চাষি
খাদ্য গুদামে আমন ধান দিচ্ছেন না বাগেরহাটের চাষিরা
বাগেরহাটে এবছর আমন ধানের ফলন ভাল হয়েছে। ধানের ফলনে লবণাক্ত এই অঞ্চলের চাষিরা খুশি। ফলন ভাল হলেও চলতি মৌসুমে বাগেরহাটের চাষিরা খাদ্যগুদামে আমন ধান বিক্রি করতে নিয়ে আসেনি। ফলে এবছর বাগেরহাট জেলায় এখনও পর্যন্ত এক ছটাক পরিমাণও আমন ধান সংগ্রহ হয়নি।
হাট-বাজারের চেয়ে সরকার নির্ধারিত সংগ্রহের মূল্যে মণ প্রতি প্রায় ১০০ টাকা কম ছিল। একারণে চাষিরা খাদ্য বিভাগের কাছে ধান বিক্রি করেনি।
এছাড়া সিন্ডিকেট এবং নানা ধরণের নিয়ম কানুনের কারণে চাষিরা খাদ্য বিভাগের কাছে ধান বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছেন না। তবে চাল লক্ষ্যমাত্রার প্রায় ৯২ শতাংশ সংগ্রহ হয়েছে বলে খাদ্য বিভাগ জানিয়েছে।
চাষিরা বলছেন, সরকারিভাবে চাষিদের বাড়ি বাড়ি গিয়ে সহজে ধান কেনা উচিত। সেই সঙ্গে হাট-বাজারের চেয়ে সরকারি সংগ্রহ মূল্যে বেশি থাকতে হবে।
খাদ্য বিভাগ বলছে, শেষ সময় আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাগেরহাটে আমন ধান সংগ্রহ হওয়ার আর সম্ভবনা নেই। হাট-বাজারের চেয়ে সরকারি মূল্যে কম থাকায় এখনও পর্যন্ত এক ছটাক পরিমাণও আমন ধান ঢোকেনি সরকারি গুদামে।
আরও পড়ুন: ঐতিহ্যের তালপাখা, ব্যস্ত বাগেরহাটের কারিগররা
জানা গেছে, সরকার অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৪-২০২৫ মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মৌসুমে আমন ধান-চাল সংগ্রহ চলবে। বাগেরহাট জেলার ৯টি উপজেলা থেকে তিন হাজার ৯০২ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সরকারিভাবে সংগ্রহের মূল্যে প্রতিমণ ধান ১ হাজার ৩২০ টাকা। কিন্তু, হাট-বাজারে ধান ১ হাজার ৪০০ থেকে, ১ হাজার ৪২০ টাকা মণ দরে বিক্রি হতে দেখা গেছে। গত মঙ্গলবার পর্যন্ত জেলায় এক ছটাকও ধান সংগ্রহ হয়নি।
জেলা খাদ্য বিভাগের তথ্য মতে, সরকারিভাবে বাগেরহাট সদরে ৪০৯ টন, মোড়েলগঞ্জে ১১৩৯ টন, রামপালে ৫০৫ টন,শরণখোলায় ৪৭৮ টন, মোংলায় ১৬০ টন, ফকিরহাটে ২৮৪ টন, মোল্লাহাটে ২০৭ টন, কচুয়ায় ৩৩৭ টন এবং চিতলমারী উপজেলায় ৩৮৩ টন ধান সংগহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
এছাড়া জেলার ৯টি উপজেলা থেকে ৩ হাজার ৩০৪ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরই মধ্যে প্রায় ৯২ শতাংশ পরিমাণ চাল সংগ্রহ হয়েছে।
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামের সাইফুর রহমান নাথু জানান, তার প্রায় ২০ বিঘা ধানের জমি রয়েছে। তাদের জমিতে আমন এবং বোরো ধানের চাষ হয়। গত মৌসুমে সরকারি গুদামে আমন ধান বিক্রির জন্য চেষ্টা করেছিল। কিন্তু, নিয়ম কানুন আর নানা কারণে শেষ পর্যন্ত সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেনি। একারণে এই মৌসুমে তিনি সরকারি গুদামে ধান বিক্রির চেষ্টা করেনি।
ফতেপুর গ্রামের তরুন কুমার পাল জানান, এবছর সে চার বিঘা জমিতে আমন ধানের চাষ করেছে। বিঘা প্রতি ৩০ মন করে ১২০ মন ধান ফলেছে। ধানের ফলন ভালো হয়েছে। ধানে আদ্রতা একটু বেশি এবং চিটা থাকলে সরকারি গুদামে ধান নিতে চায় না। এছাড়া সরকারি গুদামে ধান বিক্রি করতে দৌড় ঝাপ করতে হয় বলে সে জানতে পেরেছে। আর এবছর হাট-বাজারে ধানের মূল্যে বেশি ছিল। সে কারণে তিনি সরকারি গুদামে ধান বিক্রি করতে আগ্রহী না।
বাগেরহাট সদরের বারুইপাড়া গ্রামের শেখ মুহাম্মদ মিজান জানান, দুই বিঘা জমিতে আমন ধানের চাষ করেছে। ধান মারাই করার পর বাড়ি থেকে ব্যাপারী এসে ধান ক্রয় করে নিয়ে গেছে। সরকারিভাবে ধান ক্রয় করা হয় এমন খবর তিনি জানেন না।
আরও পড়ুন: রপ্তানিতে আশা জেগেছে বাগেরহাটের চাষিদের, টমেটো যাচ্ছে মালয়েশিয়ায়
বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শাকিল আহমেদ জানান, সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে হলে কৃষি কার্ড অথবা আইডি কার্ড থাকতে হবে। এর পর কৃষি বিভাগ থেকে অনুমোদন দেওয়ার পর কৃষকরা জনপ্রতি ১২০ কেজি থেকে ৩ হাজার কেজি পর্যন্ত ধান গুদামে নিয়ে আসতে পারবেন। ধানের আদ্রতা ১৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সরকার প্রতিমণ আমন ধান সংগ্রহের মূল্যে ১ হাজার ৩২০ টাকা নির্ধারণ করেছে। চাষিদের কাছ থেকে ধান সংগ্রহ করা হলে টাকা সরাসরি তাদের ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়া হবে।
খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শাকিল আহমেদ আরও জানান, জেলায় ৩ হাজার ৯০২ টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত জেলায় এক ছটাকও ধান সংগ্রহ হয়নি। ধান সংগ্রহের সময় প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধান সংগ্রহ চলবে। এই সময়ের মধ্যে ধান সংগ্রহ হওয়ার সম্ভবনা নেই। তবে চাল লক্ষ্যমাত্রার প্রায় ৯২ শতাংশ সংগ্রহ হয়েছে বলে তিনি জানান।
এক ছটাকও আমন ধান সংগ্রহ না হওয়ার কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে শাকিল আহমেদ জানান, হাট-বাজারের তুলনায় সরকার নির্ধারিত সংগ্রহের মূল্য কম হওয়ায় কারণে চাষিরা ধান বিক্রি করার জন্য তাদের কাছে আসছেন না। এছাড়া মুক্তবাজার অর্থনীতি হওয়ার কারণে এ অঞ্চলের অধিকাংশ ধান উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা ক্রয় করে নিয়েছে। ফলে ধানের স্বাভাবিক সহজলভ্যতা ছিল না।
হাট-বাজারের সঙ্গে মিল রেখে বাড়ি বাড়ি গিয়ে ধান ক্রয়ের পরামর্শ দিলেন ওই খাদ্য কর্মকর্তা।
আরও পড়ুন: বাগেরহাটে ১২শ’ পাখি উদ্ধার, ফিরল আপন ঠিকানায়
বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শঙ্কর কুমার মজুমদার জানান, জেলায় এবছর ৭৩ হাজার ২৩৪ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়। মোট দুই লাখ ৭৭ হাজার ৮০০ টন ধান উৎপাদন হয়েছে। জেলায় মোট ২ লাখ ৪৪ হাজার ৩২৮ জন কৃষক পরিবার রয়েছে। এরমধ্যে ১ লাখ ৪৭ হাজার আমন ধান চাষি রয়েছেন। এবছর জেলায় আমন ধানের ফল ভাল হয়েছে। চাষিদের কাছ থেকে আরও সহজে ধান ক্রয়ের পরামর্শ দিলেন কৃষি কর্মকর্তা।
৫৩ দিন আগে
রাঙ্গামাটিতে আনারসের ব্যাপক ফলন, হতাশায় কৃষকরা
সুস্বাদু হানি কুইন জাতের আনারসের জন্য রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় বিখ্যাত হলেও কৃষকরা পড়েছেন চরম বিপাকে। হরমোন প্রয়োগের মাধ্যমে পাহাড়ি এলাকায় আগাম হানি কুইন আনারসের ব্যাপক ফলন হয়েছে। তবে বাজারে চাহিদা না থাকায় সংকটে পড়েছেন চাষিরা। ফলে বাগানেই পড়ে থেকে নষ্ট হচ্ছে পাকা হানি কুইন আনারস।
রাঙ্গামাটি জেলায় সাধারণ জায়েন্ট কিউ ও হানি কুইন নামের দুই জাতের আনারস চাষ হয়ে থাকে। জেলার নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি ও বরকলসহ বিভিন্ন উপজেলায় হানি কুইন জাতের আনারস বেশী চাষ হয়।
বাঘাইছড়ি উপজেলার খামাড়ি ঢলা চান চাকমা বলেন, পাহাড়ি অঞ্চলে এবছর ব্যাপকহারে হরমোন প্রয়োগ করায় আগাম হানি কুইন জাতের আনারসের ব্যাপক ফলন হয়েছে। মূলত মে ও জুন মাসে আনারস বাজারে আসলেও এবার জানুয়ারিতেই আনারস বাজার আসতে শুরু করেছে।
নানিয়ারচর উপজেলার খামারি আব্দুল করিম বলেন, কৃষি বিভাগের পরামর্শে বিশেষ পদ্ধতিতে হরমোন ব্যবহার করে সারা বছর উৎপাদন হচ্ছে উচ্চ ফলনশীল এই জাতের আনারস। আকারে বড়, স্বাদে মিষ্ট হলেও বাজারে এই আনারসের ক্রেতা নেই। দাম কমে যাওয়ায় হতাশ কৃষকরা।
কৃষক ও বিক্রেতারা জানান, বিভিন্ন উপজেলায় উৎপাদিত আনারস কৃষকরা ইঞ্জিন বোটে করে রাঙ্গামাটি শহরের সমতাঘাট, তবলছড়ি, পৌর ট্রাক টার্মিনাল এবং রির্জাভ বাজারে নিয়ে আসছে। সেখান থেকে পাইকারী ব্যবসায়ীরা ক্রয় করে ট্রাকে করে জেলার বাইরে নিয়ে যাচ্ছেন। তবে এই আনারসের দাম পাওয়া যাচ্ছে না। সঠিক দাম না পাওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষক ও বিক্রেতাদের।
আরও পড়ুন: ঝিনাইদহে সার সংকটে পেঁয়াজ চাষিরা, ফলন বিপর্যয়ের আশঙ্কা
৫৭ দিন আগে
গদখালীতে শত কোটি টাকার ফুল বিক্রির আশা চাষিদের
ফুলের রাজ্যখ্যাত যশোরের গদখালী অঞ্চলে ব্যাপক কর্মব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করছেন ফুলচাষিরা।
মূলত এই অঞ্চলে বছরজুড়ে ফুলচাষ হলেও ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পাঁচ মাস ফুলের মূল মৌসুম। সাধারণত বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বসন্তবরণ, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উপলক্ষে দেশে ফুলের চাহিদা থাকে সবচেয়ে বেশি। আর এসব দিবস কেন্দ্র করেই গদখালীর চাষিরা ফুলের আবাদ করেন।
চলতি বছরে অতি তাপমাত্রা আর অতিবৃষ্টির ধকল কাটিয়ে এবার মৌসুমে চাষিরা অন্তত শত কোটি টাকার ফুল বিক্রির স্বপ্ন দেখছেন।
গদখালি পাইকারি বাজারে দেখা যায়, কাকডাকা ভোরেই চাষিরা বিভিন্ন যানবাহনে তাদের উৎপাদিত ফুল নিয়ে এসেছেন। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমজমাট ফুলবাজার। যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে বিভিন্ন জাতের ফুলের পসরা সাজিয়ে বসেছেন ফুল বিক্রেতারা।
বাজারে দেখা গেছে, প্রতিটি গোলাপের দাম ৬ থেকে ৭ টাকা, রজনীগন্ধার স্টিকের দাম ৮ টাকা। রঙিন গ্লাডিওলাস প্রতিটির দাম মানভেদে ১৪ থেকে ১৬ টাকা, জারবেরা ১৩ থেকে ১৪ টাকা।
ফুল বাঁধাইয়ের জন্য কামিনীর প্রতি আঁটি পাতার দাম ৫৫ টাকা, জিপসির আঁটি ১০০ টাকা।
১০০টি চন্দ্রমল্লিকার ৩৫০ থেকে ৪০০ টাকা, ১০০০ হাজার গাঁদার দাম ৪০০ থেকে ৪৫০ টাকা, রড স্টিক প্রতি বান্ডিল ২০০ টাকা।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির তথ্যমতে, যশোরে প্রায় ৬ হাজার পরিবার ফুলচাষের সঙ্গে রয়েছেন। তারা অন্তত ১২০০ হেক্টর জমিতে ১১ ধরনের ফুল বাণিজ্যিকভাবে চাষ করেন। প্রতি বছর উৎপাদন করা হয় ১৫০ কোটি টাকার ফুল। দেশের মোট চাহিদার ৭০ ভাগ ফুল সরবরাহ করেন যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী, পানিসারা, নাভারণ, নির্বাসখোলা ও হাড়িয়া অঞ্চলের ফুলচাষিরা। মৌসুমের শুরুতে ফুলের দামও উঠতে শুরু করেছে।
বছরের অন্যান্য সময় ফুলের দাম পাওয়া গেলেও বর্ষাকালে সেগুলো তেমন বাজারে বিক্রি হয় না। তখন শ্রমিকের খরচ না ওঠায় চাষিরা ফুল গোখাদ্য হিসেবে ব্যবহার করেন।
গদখালীরপটুয়াপাড়া গ্রামের সোহাগ দুই বিঘা জমিতে গোলাপ চাষ করেছেন। তিনি বলেন, এ বছর অসময়ে বর্ষা হয়েছে। এখন জমিতে বাড়তি পরিচর্যা করছি। সামনের অনুষ্ঠানে দাম ভালো পেলে লাভ হবে।
চাষি হেমায়েত বলেন, দেড় বিঘা জমিতে রঙিন গ্লাডিওলাস চাষ করেছি। বৃষ্টিতে অনেক গাছ মারা গেছে। প্রতি বিঘায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। দাম ভালো না পেলে আমাদের ক্ষতি হয়ে যাবে।
দেলবার হোসেন বলেন, ফুলখেতে নতুন করে নিড়ানি দিয়ে সার ও কিটনাশক স্প্রে করা হয়েছে। এখন শুধু সেচ দিতে হবে। বাজার ভালো গেলে এবছর অনেক লাভ হবে।
জারবেরা চাষি আনোয়ার হোসেন বলেন, দুই বিঘা জমিতে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হয়েছে। এ বছর সাত থেকে আট লাখ টাকার জারবেরা ফুল বিক্রির আশা করছেন তিনি।
১২৪ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে আমন ধানের ভালো ফলনে খুশি চাষিরা
চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া থাকায় চাঁপাইনবাবগঞ্জে রোপা আমন ধানের ফলন ভালো হয়েছে। পাশাপাশি বাজারে ধানের দামও সন্তোষজনক হওয়ায় অনেকটা স্বস্তিতে আছেন চাষিরা।
তবে উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে কীটনাশক, সেচ খরচ ও সারের দাম কমানোর জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। এদিকে কৃষি বিভাগের আশা এবার জেলায় প্রায় ২ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হবে।
বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন তাদের স্বপ্নের ফসল ঘরে তুলতে। মাঠে মাঠে চলছে ধান কাটাই-মাড়াইয়ের কাজ। আবাদ মৌসুমের শুরুতে বৃষ্টি নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত অনুকূল আবহাওয়া ও রোগ বালাই তুলনামূলক কম থাকায় চাঁপাইনবাবগঞ্জে রোপা আমন ধানের ফলন ভালো হয়েছে। বিঘা প্রতি ২২ মন থেকে ২৫ মন পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে। বাজারে নতুন ধান বিক্রি হচ্ছে মন প্রতি সাড়ে ১২০০ টাকা থেকে ১৩০০ টাকা দরে। ফলন ও দর দুটোই আশানুরূপ থাকায় কৃষকদের মনে অনেকটা স্বস্তি বিরাজ করছে।
আরও পড়ুন: নওগাঁয় রোপা আমন ধান কাটায় ব্যস্ত কৃষকরা
তারা বলছেন, এবছর বীজ, সারের কোনো সংকট ছিল না। কিন্তু কীটনাশক, সেচ খরচ ও সারের দাম বেশি ছিল। তাছাড়া কৃষি শ্রমিকের দামও বেশি। সরকার কীটনাশক, সেচ খরচ ও সারের দাম কমানোর উদ্যোগ নিলে তারা আরও বেশি আমন ধান আবাদে আগ্রহী হবেন।
সদর উপজেলার আতাহার এলাকার চাষি জাহাঙ্গীর বলেন, ‘১০ বিঘা জমিতে আমি আমন করেছি। ধানের চেহারা খুব ভালো। কয়েক দিন পর কাটা শুরু করব। আবাদের শুরুতে বৃষ্টি ছিল না। সেচ দিয়ে আবাদ শুরু করেছিলাম। পরে ভালোই বৃষ্টি হয়েছে। পোকামাকড়ের তেমন উপদ্রব ছিল না। আবহাওয়া ভালো আছে। আশা করছি বিঘায় ২৪ মন করে ফলন পাব। বর্তমানে ধানের বাজার দর সাড়ে ১২শ টাকা থেকে ১৩০০ টাকা চলছে। এই দাম যদি না কমে তাহলে আমাদের জন্য ভালো হবে। ধানের আউড়(খড়) বিক্রি করেও ভালো টাকা পাওয়া যাবে, এতে আমাদের পোষাইয়ে যাবে।’
নাচোল উপজেলার নেজামপুর এলাকার আমন চাষি সেরাজুল জানান, এবার ধানের ফলন ২২ মন থেকে ২৫ মন পর্যন্ত হচ্ছে। এখন পর্যন্ত দামটাও মোটামুটি ভালো। কিন্তু কীটনাশক, সেচ খরচ, সার ও কৃষি শ্রমিকের দাম বেশি। এতে উৎপাদন খরচ বেশি হয়েছে। সরকার যদি কীটনাশক, সেচ খরচ ও সারের দাম কমায় তাহলে আমরা কৃষকরা লাভবান হতে পারব। তাই আমাদের টিকিয়ে রাখতে সরকারের এদিকে নজর দেওয়া দরকার। একি ধরনের কথা জানালেন অন্যান্য কৃষকরাও।
জেলা কৃষি বিভাগ জানায়, এ বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫৩ হাজার ৯৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। তবে শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৫৪ হাজার ৪শ ১৫ হেক্টর জমিতে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার বলেন, ‘আমাদের এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা থেকে শতকরা ১০১ ভাগ বেশি অর্জিত হয়েছে। এবার গত বছরের থেকে ফলন বেশি হয়েছে। গত বছর ফলন ছিল প্রতি হেক্টরে ৩ দশমিক ৫১ মেট্রিক টন চাল। আর এবার ৩ দশমিক ৬১ মেট্রিক টন। এ ফলন বৃদ্ধির কারণ হলো, আমরা প্রণোদনার মাধ্যমে আধুনিক জাতের যে বীজগুলো কৃষকদের মাঝে দিয়েছিলাম সেটার একটা দিক রয়েছে এবং আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প এবং পরামর্শের মাধ্যমে উফসি জাতগুলো চাষ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেছি। কৃষকরা সময়মতো বীজ ও সার পেয়েছে এবং সেটি মাঠে প্রয়োগ করেছে। কৃষক এখন কাটাই-মাড়াইয়ে ব্যস্ত। এখন পর্যন্ত শতকরা ১৬ ভাগ জমির ধান কাটা হয়েছে। আমরা আশা করছি এ বছর আমাদের উৎপাদন গত বছরের চেয়ে বেশি হবে। আশা করছি আমরা এবার প্রায় দুই লাখ মেট্রিক টন চাল উৎপাদন করতে সক্ষম হব। যেটি গত বছর ছিল ১ লাখ ৮৯ হাজার মেট্রিক টন।’
আরও পড়ুন: ‘ভবদহের জলাবদ্ধতায় অভয়নগরে পূরণ হয়নি আমন ধান চাষের লক্ষ্যমাত্রা’
১৪৫ দিন আগে
পাবনায় প্রচণ্ড খরায় ঝরে পড়ছে লিচুর গুটি, মাথায় হাত চাষিদের
চলমান তাপপ্রবাহ পরিস্থিতি ও খরার কারণে পাবনা জেলায় লিচু উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়েছে।
দেশের অন্যতম লিচু উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদী উপজেলা। কিন্তু চলতি বছরের তাপপ্রবাহে গাছ থেকে লিচুর গুটি ঝরে পড়ায় লোকসানের আশঙ্কা করছেন কৃষক ও ব্যবসায়ীরা।
চলতি মৌসুমের শুরুতে লিচুর বাম্পার ফলনের আশা করলেও চৈত্র মাসের মাঝামাঝি সময়ে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির কারণে ৫০ শতাংশ মুকুল ঝরে গেছে।
আরও পড়ুন: মরিশাসের তথ্য প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
অন্যদিকে গ্রীষ্মের শুরুতে প্রচণ্ড গরমের কারণে লিচুর গুটির একটি বড় অংশ এখন ঝরে পড়ছে।
গ্রীষ্মের দাবদাহ অব্যাহত থাকলে এ বছর লিচু চাষিদের বিপুল অংকের লোকসান গুনতে হবে।
এরই মধ্যে যেসব পাইকারি ব্যাপারি মুকুল আসার সঙ্গে সঙ্গে বাগান কিনেছেন তাদের এখন মাথায় হাত। তাদের লাভ তো দূরের কথা লোকসানের আশঙ্কায় শঙ্কিত।
পাবনা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৪ হাজার ৭২১ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে শুধু ঈশ্বরদী উপজেলায় আবাদ হয়েছে ৩ হাজার ১৫০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮ হাজার ৮০১ টন।
পাবনার বিভিন্ন লিচু বাগান ঘুরে জানা গেছে, ফাল্গুনের শুরুতে প্রতিটি লিচু গাছে যথেষ্ট পরিমাণ মুকুল এসেছিল। এবার মুকুল দেখে চাষিদের মুখে হাসি ফুটে উঠেছিল। গাছে গাছে প্রচুর মুকুল দেখে ব্যাপারিরা আগাম বেশি দাম দিয়ে বাগান কিনে নেয়। কিন্ত চলমান খরায় এবং চৈত্রের শেষ দিকে কয়েক দফায় বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে বেশিরভাগ মুকুল নষ্ট হয়ে গেছে। ফলে এবার হতাশা দেখা দিয়েছে লিচু চাষিদের মাঝে।
সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন আগাম বাগান কিনে রাখা ব্যাপারিরা। তাদের বিনিয়োগের অর্ধেক টাকাও ফেরত আসা নিয়ে শঙ্কায় রয়েছেন।
ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামের লিচু চাষি মিরাজুল শেখ জানান, বৃষ্টিতে লিচুর মুকুলের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ গাছেই নষ্ট হয়ে গেছে। গ্রীষ্মের শুরুতে যখন মুকুল থেকে গুটিতে পরিণত হচ্ছিল, সে সময় মাত্রাতিরিক্ত খরার কারণে গুটির একটি বড় অংশ ঝরে পড়েছে। তার বাগানের প্রায় ৫০০ গাছের প্রতিটি গাছেই ৫০-৬০ শতাংশ মুকুল গুটিতে পরিণত হতে পারেনি। তার আগেই ঝরে গেছে।
আরও পড়ুন: তীব্র গরমে পানিশূন্যতা প্রতিরোধে উপকারী শাকসবজি
ঈশ্বরদীর গরগরি বাগান ক্রেতা মনিরুল জানান, তিনি ২৫ লাখ টাকার বাগান কিনেছেন। গাছ ভর্তি মুকুল দেখে তিনি আশায় বুক বেঁধে বেশি দাম দিয়ে কেনেন। কিন্তু বর্তমানে তিনি চরম হতাশ। তার ১০ লাখ টাকার লিচুও বিক্রি করতে পারবেন কি না এই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কৃষি বিভাগ নিয়মিত গাছে পানি স্প্রে ও সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছে কিন্তু বিশাল বিশাল বাগানে এটা বাস্তবায়ন করা মোটেও সম্ভব হচ্ছে না।
তবে কৃষি বিভাগ বলছে, সাধারণত গাছে যে পরিমাণ মুকুল আসে সে পরিমাণ লিচুর ফলন হয় না। প্রাকৃতিক নিয়মে একটি নির্দিষ্ট পরিমাণ ফল উৎপাদন হয়। সে দিক থেকে খরায় কিছুটা ক্ষতি হলেও এখনো লিচুর বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।
ঈশ্বরদী উপজেলার লিচু চাষি ও ব্যবসায়ী শেখ মেহেদি হাসান বলেন, ঈশ্বরদী উপজেলার কৃষকদের সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মযজ্ঞ নির্ভর করে লিচুর উৎপাদনের উপর। লিচুর বাম্পার উৎপাদন হলে এ অঞ্চলের কৃষকরা লাভবান হবে। ফলন বিপর্যয় হলে কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হবে।
পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জামাল উদ্দিন বলেন, কৃষকদের দাবি সঠিক নয়। গাছে যে পরিমাণ মুকুল আসে, তা থেকে নির্দিষ্ট পরিমাণ ফল হয়, বাকি মুকুল ঝরে যায়। এ বছর স্মরণকালের সবচেয়ে বেশি মুকুল এসেছে। যে পরিমাণ মুকুল এসেছে তার অর্ধেক ফলন হলেও লিচুর ভারে ডাল ভেঙে পড়ার কথা। তবে খরার কারণে লিচুর ক্ষতি হচ্ছে। দাবদাহ যে পর্যায়ে পৌঁছেছে তাতে গাছগুলো শুষ্ক হয়ে গেছে। এ অবস্থা থেকে রক্ষা পেতে কৃষকদের প্রতিনিয়ত গাছের উপরের দিকে পানি স্প্রে করতে এবং গাছের গোঁড়ায় পরিমাণ মতো পানি দিতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
আরও পড়ুন: শনিবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
৩৫৫ দিন আগে
ফরিদপুরে ১৫১.৩৮ কোটি টাকার সরিষার ফলনের প্রত্যাশা চাষিদের
বতর্মানে সরিষার তেলে চাহিদা বেড়ে যাওয়া আর স্বল্প খরচে ও অল্প সময়ে ভালো ফলন হওয়ায় কৃষিকের আগ্রহ বেড়েছে সরিষা চাষে। এছাড়া সয়াবিন তেলের বিকল্প হিসেবে দেশে উৎপাদিত সরিষার তেলের ব্যবহার বৃদ্ধি পাওয়া বেড়েছে আবাদ। এ কারণে গত বছরের তুলনায় কয়েক হাজার হেক্টর বেশি জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ করেছে ফরিদপুরের কৃষকেরা।
ফরিদপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, দেশীয় বাজারের ভোজ্য তেলের দর বৃদ্ধিতে এবার ফরিদপুরে বেড়েছে ফরিদপুরে সরিষার চাষ। রবি মৌসুমের ফসল হিসেবে কৃষকের আগ্রহ বেড়েছে সরিষা চাষে। জেলার ৯টি উপজেলার প্রায় প্রতিটি মাঠেই এবার আবাদ বেড়েছে সরিষার।
সার, ওষুধ, পানি ও অল্প পরিচর্যায় এবং সরকারি প্রণোদনা পাওয়ায় দিন দিন সরিষা আবাদে ঝুকছে চাষিরা। জেলার নর্থচ্যানেল, ডিক্রিরচর, গোলডাঙ্গীরচরসহ বিভিন্ন মাঠে অপরূপ শোভা ছড়াচ্ছে সরিষা ফুল।
সরেজমিনে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ও চরমাধবদিয়া ইউনিয়নের বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, গাছ দুই থেকে চার ফুট পর্যন্ত বড় হয়ে উঠেছে। হলুদ ফুলে ফুলে ভড়ে উঠেছে মাঠ। বাতাসে দোল খাচ্ছে ফুলে ভরা সরিষার গাছ।
আরও পড়ুন: খুলনায় সরিষার বাম্পার ফলনের প্রত্যাশা
৪৫৬ দিন আগে
বাগেরহাটে ঘের থেকে মাছ চাষির লাশ উদ্ধার
বাগেরহাটে মাছের ঘের থেকে এক চাষির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার রাকালগাছি ইউনিয়নের সুনগর এলাকায় নিজ মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নাটোরে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নিহত সালাম হাওলাদার (৫৭) ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের মৃত ছায়েদ আলী হাওলাদারের ছেলে।
তবে তাৎক্ষণিক পুলিশ মৃত্যুর কারণ জানতে পারেনি।
নিহতের স্বজনরা জানায়, সালাম হাওলাদার সুনগর এলাকার আবেদ হাওলাদারের জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার শেষে ঘের পাহারার ঘরে ঘুমিয়ে ছিলেন সালাম হাওলাদার। পরে সকালে ঘুম থেকে উঠে বাড়ি না ফেরায় তার স্বজনরা ঘেরে যান। দরজা ভেঙে খাটের নিচে সালাম হাওলাদারের লাশ দেখতে পান তারা।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো করেছে।
তিনি আরও জানান, এঘটায় থানায় অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে রাজমিস্ত্রির হাত-পা বাঁধা লাশ উদ্ধার
বেনাপোলে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার
৪৮৭ দিন আগে
ফুলের ভালো দাম পেয়ে খুশি গদখালীর চাষিরা
মৌসুমের শুরুতেই ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালীতে ফুলের আশানুরূপ দাম পেয়ে খুশি ফুল চাষিরা।
ফুল খেতগুলোকে নতুনভাবে সাজিয়েছেন তারা। প্রতিটি ফুল শেড এক একটি স্টলে রূপান্তরিত করা হয়েছে। গদখালীর পানিসারা হাড়িয়া ফুল মোড়ের খেতগুলো আরও দৃষ্টিনন্দন করা হয়েছে।
এদিকে এক সপ্তাহ ধরে ধাপে ধাপে ফুলের দাম বৃদ্ধি পেয়ে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে গোলাপ, গ্লাডিওলাস, জারবেরাসহ বিভিন্ন ফুল।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পর্যাপ্ত মুকুল আসলেও পরিচর্যা খরচ বাড়ায় হিমশিম খাচ্ছেন আম চাষিরা
ফুল চাষি ও ব্যবসায়ীরা জানান, মূল্য চড়া হলেও চাহিদা থাকায় তারাও ভালো ব্যবসা করছেন।
স্থানীয় ফুল চাষি ও ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা না থাকলে মৌসুমের সামনের দিনগুলোতে প্রত্যাশিত ফুল বিক্রি করে তারা বেশ লাভবান হবেন।
দেশে ফুলের উৎপাদনের মূল অঞ্চল যশোরের গদখালীসহ আশপাশের এলাকা। মূলত ডিসেম্বর মাসের বিজয় দিবস থেকে এখানকার ফুলের মৌসুম শুরু হয়।
এসব কারণে গত কয়েক মাস ধরে কৃষকদের পরিশ্রমে যশোরের গদখালীর মাঠে মাঠে ফুটেছে গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্র মল্লিকাসহ বিভিন্ন ধরনের ফুল।
বিজয় দিবসকে সামনে রেখে মৌসুমের প্রথম বাজারে ফুলের ভালো দাম পেয়েছেন চাষিরা।
বৃহস্পতিবার ভোরে গদখালীর বাজারে গিয়ে দেখা যায়, গোলাপ বিক্রি হচ্ছে প্রতি ৮ থেকে ১২ টাকা, গ্লাডিওলাস রঙ ভেদে ১২ থেকে ২৮ টাকা, জারবেরা ১০ থেকে ১৬ টাকা, রজনীগন্ধা ৫ টাকা, ১০০ চন্দ্রমল্লিকা ৫০০ টাকা, ১ হাজার হলুদ গাঁদা ৮০০ ও বাসন্তী কালারের গাঁদা ফুল ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
চাষিদের দাবি হরতাল অবরোধে সমস্যা না হলে আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষের বাজার নিয়ে আশাবাদী তারা।
গদখালীর ফুল চাষি শাহাজাহান আলী বলেন, করোনা, আম্পানসহ নানা কারণে গত কয়েক বছর ধরে ফুলের উৎপাদন ও দাম নিয়ে হতাশায় দিন কাটিয়েছেন। মাঝে মধ্যে লাভ হলেও তা প্রত্যাশা অনুযায়ী হয়নি।
এবছরও আমরা ভালো লাভের আশা করছিলাম। কিন্তু ফুল উৎপাদনের উপযুক্ত সময়ে এসে হরতাল-অবরোধের কারণে বেচাকেনা কমে যায়। তবে শেষমেষ বিজয় দিবসের বাজারে এসে ফুলের ভালো দাম পেয়ে বেশ খুশি আমরা।
অপর ফুল চাষি ইসমাইল হোসেন বলেন, সার-কীটনাশক, সেচ, শ্রম খরচসহ আনুষঙ্গিক খরচ অনেক বেড়ে যাওয়ায় এমনিতেই ফুল চাষ খুব দূরুহ হয়ে পড়েছে। তারপর প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক সংকটের কারণে আমাদের শোচনীয় পরিস্থিতির মধ্যে রয়েছি। তবে আশা জাগিয়েছে বছরের প্রথম ফুলের বাজার পেয়ে। আশা করছি রাজনৈতিক অস্থিরতা দূর হয়ে ফুলের বাজার আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে।
যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রহিম জানান, এবছর মৌসুমের প্রথম বাজারে ফুলের দাম চড়া হওয়ায় বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
তিনি আরও জানান, আমরা অনেকটা অনিশ্চয়তায় ছিলাম বিজয় দিবসকে সামনে রেখে ভালো দাম পাবো কি না। কিন্তু সব শঙ্কা কেটে মৌসুমের প্রথম বাজারে ফুলের ভালো দাম পাচ্ছেন যশোরের গদখালীর ফুল চাষিরা।
তিনি জানান, চাহিদা থাকায় আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ, পহেলা ফালগুনেও বাজার নিয়ে আশাবাদী। এভাবে দাম পেলে এ বছর লাভবান হতে পারবেন বলে মনে করছেন তারা।
ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হাসান পলাশ বলেন, যশোরে প্রায় দেড় হাজার হেক্টর জমিতে ১১ ধরনের ফুলের চাষ হয়েছে। এবছর ফুল চাষের জন্য আবহাওয়া ভালো হওয়ায় ফলনও ভালো হয়েছে।
ফুল চাষে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে তিনি জানান।
আরও পড়ুন: পানির জন্য হাহাকার, গাইবান্ধায় পাটচাষিরা বিপাকে
চুয়াডাঙ্গায় আমের দাম নিয়ে হতাশ চাষি ও ব্যবসায়ীরা
৪৮৮ দিন আগে
মাদারীপুরে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন
মাদারীপুরে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। পাকা সরিষা ঘরে তোলা নিয়ে এখানকার চাষিরা এখন ব্যস্ত সময় পার করছে।
জানা গেছে, বাজারে ভোজ্যতেলের অতিরিক্ত দাম থাকার কারণে জেলার চাষিরা এবার সরিষা আবাদের প্রতি ঝুঁকে পরে। যে কারণে গত বছরের চেয়ে এবার দুই হাজারেরও বেশি হেক্টর জমিতে সরিষা আবাদ হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূএে জানা যায়, মাদারীপুর জেলার চারটি উপজেলায় চলতি মৌসুমে ১৫ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়। গত বছর চাষ হয়েছিল ১৩ হাজার ৬০৪ হেক্টর জমিতে।
সদর উপজেলার রাস্তি ইউনিয়নের ব্লক সুপার ভাইজার ইয়াছমিন (৩২) জানান, এই ইউনিয়নের লক্ষিগঞ্জ গ্রামের মেরজন খালাসি (৪৮), শাহাদত খা (৫০), মোকতার মোল্লা (৪৫), হালিম মোল্লা (৬৩), বারেক কাজি (৬৪), মিজান কাজি (৪৫), কালাম কাজি (৫০), নুর ইসলাম ফকির (৭০), বাবুল মুন্সি (৫০) ও আনু হাওলাদার (৩৫) এর সরিষা আবাদ ভাল হয়েছে।
আরও পড়ুন: সরিষা চাষে বিপ্লব ঘটছে, বছরে সাশ্রয় হবে ১০ হাজার কোটি টাকা: কৃষিমন্ত্রী
এছাড়া এলাকায় চলতি মৌসুমে অসংখ্য কৃষক সরিষা আবাদ করেছে।
এদিকে সরিষা চাষি মেরজন খালাসি জানান, বর্তমান মাদারীপুর পুরান বাজারে প্রতিমণ সরিষা তিন হাজার ৩০০ টাকা থেকে তিন হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তিনি আরও বলেন, এক বিঘা (৬৩ শতাংশ) জমিতে ১২/ ১৩ মন সরিষা উৎপাদন হয়। এতে ৮/৯ হাজার টাকা খরচ হয়ে থাকে।
কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, মাদারীপুরের চারটি উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে বলে আশা করা যায়।
আরও পড়ুন: সরিষা ফুলের হলুদ হাসিতে রঙিন যশোরে দিগন্তজোড়া মাঠ
৭৮৯ দিন আগে
ঘেরের পাড়ে সবজি চাষে স্বাবলম্বী তেরখাদার চাষিরা
খুলনার তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিন সহস্রাধিক ঘেরের পাড়ে সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন চাষিরা।
চাষ করা সবজির মধ্যে লাউ, শসা, করলা, চিচিঙ্গা, টমেটো, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এমনকি তরমুজও রয়েছে।
আরও পড়ুন: শীতের প্রথম বাজার ধরতে ব্যস্ত যশোরের সবজি চাষিরা
জানা গেছে, ঘেরের পানিতে মাছ চাষ আর পাড়ে সবজি চাষ করে এসব এলাকার কৃষকেরা এখন স্বাবলম্বী। যদিও চলতি মৌসুমে অনাবৃষ্টির কারণে যেমন মৎস্য চাষ ক্ষতিগ্রস্থ হচ্ছে, তেমনি ঘেরের বেড়িতে শাক সবজির চাষও ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন: বাড়ছে খুলনার চুইঝালের কদর, যাচ্ছে থাইল্যান্ডে
আজগড়া এলাকার আলী গাজী জানান, সবজি চাষ করে এলাকার কৃষকেরা ভালোই আছেন। সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে এসেছে।
আজগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় বলেন, ইউনিয়নের নিম্নাঞ্চলগুলোতে শুধু ঘের আর ঘের। বিশেষ করে আমার ইউনিয়নের ১০ হাজার লোকের বসবাস। এর মধ্যে ৮০ ভাগ মানুষই ঘেরে মাছ ও সবজি চাষ করে থাকেন।
আরও পড়ুন: বগুড়ায় আগাম সবজি চাষে ব্যস্ত চাষিরা
এ ব্যাপারে তেরখাদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ঘের পাড়ে উৎপাদিত লাউ, করলা ও টমেটো ইতোমধ্যে উপজলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় বাজারজাত করা হচ্ছে। কৃষকেরা দামও ভালো পাচ্ছেন। এসব নিম্নাঞ্চলের মানুষের আয়ের একটা বিশাল অংশই সবজি চাষ থেকে আসে। তাছাড়া এই এলাকার সবজি জেলা শহরের সবজির চাহিদাও মিটিয়ে থাকে।
৯২৪ দিন আগে