হাছান মাহমুদ
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ কী বেলজিয়ামে পালিয়ে গেছেন?
বেশ কয়েকজন মন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের আগেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বেলজিয়ামের উদ্দেশে দেশ ছেড়েছেন বলে দাবি করেছে চট্টগ্রামভিত্তিক একটি গণমাধ্যম এবং একটি জাতীয় বেসরকারি টিভি চ্যানেল।
হাছান মাহমুদ দেশে ফেরার আগে ১৯৯৫ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের বেলজিয়াম শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার ভাইও বেলজিয়ামে থাকেন।
এক সময় তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা হাছান মাহমুদ গত ৩১ আগস্ট চট্টগ্রামভিত্তিক দুটি গণমাধ্যম সি-প্লাস টিভি এবং চাটগা নিউজের প্রধান সম্পাদক আলমগীর অপুর সঙ্গে টেলিফোনে আলাপকালে এ বিষয়টি নিশ্চিত করেন।
আলমগীর দাবি করেন, ৩১ আগস্ট রাত ১০টা ২৭ মিনিটে হাছান মাহমুদের একটি ফোন কল পান তিনি।
এদিকে শুক্রবার ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এক প্রতিবেদনে দাবি করেছে, হাসান এখন বেলজিয়ামে পরিবারের সঙ্গে অবস্থান করছেন। সেখান থেকে ঢাকা ও চট্টগ্রামের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে মুঠোফোনে কথাও বলছেন বলে জানায় বেসরকারি টেলিভিশনটি।
অন্যদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় দিনের মাথায় গত ২ সেপ্টেম্বর হাছান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
গত ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছানকে আটক করা হয় বলে কয়েকটি টিভি চ্যানেল খবর প্রকাশ করে, তবে সেটিকে অনেকেই গুজব হিসেবেই দেখছেন।
ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিবেদন অনুযায়ী, হাছান ঢাকা থেকে সরাসরি বেলজিয়াম যাননি। তিনি গত ২৬ আগস্ট এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে জার্মানির ডুসেলডর্ফ বিমানবন্দরে যান।
আরও পড়ুন: সাবেক এমপি বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিন সিলেটে গ্রেপ্তার
সেখান থেকে তাকে সড়কপথে বেলজিয়াম পৌঁছে দেন আওয়ামী লীগের জার্মান শাখার সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল।
আলমগীর অপুকে উদ্বৃত করে টিভি চ্যানেলটি জানায়, '৩১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে তিনি (হাছান) আমাকে ফোন করে। তিনি হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে আমাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন।’
টেলিফোনালাপে আলমগীর অপু বলেন, কিছু সময়ের জন্য সি-প্লাসের সম্প্রচার বন্ধ রাখার জন্য তিনি (হাসান) দুঃখ প্রকাশ করেছেন।
এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের হিসাব জব্দের জন্য সব ব্যাংকে চিঠি দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এর আগে গত ২ সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগে ১৮ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ২৬ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে ঢাকার একটি আদালত।
এই ২৬ জনের মধ্যে ৯ জন সাবেক মন্ত্রী হলেন- পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান, হাসানুল হক ইনু (তথ্য), বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর হাছান মাহমুদের বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা হয়েছে।
আরও পড়ুন: সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান ধানমন্ডি থেকে গ্রেপ্তার
৩ মাস আগে
বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা চীনা প্রধানমন্ত্রীর: হাছান মাহমুদ
বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
বুধবার (১০ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারে ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২১টি সহযোগিতা নথি সই
তিনি আরও জানান, বাংলাদেশ ও চীনের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ও চীনের মধ্যে সব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
ড. হাছান মাহমুদ আরও জানান, ১৯৫২ ও ১৯৫৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয়টি সফরের মধ্য দিয়ে যে সম্পর্কের সূচনা হয়েছিল তা স্মরণ করে লি কিয়াং বলেছেন, আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে আগামী বছর বাংলাদেশ সফরের জন্য চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও অন্যদের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা।
কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যথাযথভাবে উদযাপনের ওপর দুই নেতাই গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: এফটিএ সম্ভাব্যতা যাচাই শেষসহ ৭টি ফলাফল ঘোষণা ঢাকা-বেইজিংয়ের
রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও তিনি চীনের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমানোর ওপর গুরুত্বারোপ করেন। জবাবে চীনে আরও বাংলাদেশি পণ্য আমদানির কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী।
এসময় চীনের প্রধানমন্ত্রীকে চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, ওষুধ পণ্য ও সিরামিক পণ্য আমদানির অনুরোধ জানান শেখ হাসিনা।
বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বজুড়ে মানবতা সমুন্নত রাখতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশ।
চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বরাদ্দ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরও চীনা বিনিয়োগের আমন্ত্রণ জানান।
এছাড়াও ব্রিকসে যেকোনো ফরম্যাটে বাংলাদেশের অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেন শেখ হাসিনা।
এই অন্তর্ভুক্তির বিষয়ে সমর্থনের আশ্বাস দেন চীনের প্রধানমন্ত্রী।
২০২৬ সালে মধ্যম আয়ের দেশে আনুষ্ঠানিক উত্তরণের পর বাংলাদেশ যাতে কমপক্ষে তিন বছর এলডিসি সুবিধা লাভ করতে পারে এ বিষয়ে চীনের সহযোগিতা চান শেখ হাসিনা।
এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর চীন সফর সংক্ষিপ্ত হয়নি, কর্মসূচি অপরিবর্তিত: পররাষ্ট্রমন্ত্রী
৫ মাস আগে
হাছান মাহমুদের সঙ্গে সৌদি যুবরাজের শুভেচ্ছা বিনিময়
হজ চলাকালে সৌদি আরবের মিনা প্রাসাদে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ।
পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সেখান থেকে ভারতের নয়াদিল্লি যাওয়ার কথা রয়েছে।
আগামী ২১-২২ জুন ভারত সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হবেন।
আরও পড়ুন: জ্যামাইকা ও ডোমিনিকান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক
৬ মাস আগে
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ‘পেইড বাই বিএনপি’ কেউ আছে: হাছান মাহমুদ
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন করে নেতিবাচক উত্তর পাওয়ার জন্য বিএনপি বেতন দিয়ে কাউকে নিয়োজিত করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (২১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন মন্ত্রী।
ড. হাছান বলেন, ‘সেখানে কেউ একজন আছেন যিনি খালেদা জিয়ার প্রেস উইংয়ে কাজ করতেন। তাকে বিএনপি বেতন দেয়। তিনি উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন করেন এবং বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক উত্তর পাওয়ার চেষ্টা করেন। উনি ইচ্ছাকৃতভাবে প্রশ্ন করেন।’
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারীর কথা উল্লেখ করে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ভিসা নীতির আওতায় নয়: পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ব্রিফিংয়ে আনসারীর প্রশ্ন ছিল, 'যুক্তরাষ্ট্র কি বাংলাদেশি পণ্যের জন্য জিএসপি সুবিধা পুনর্বহালের কথা বিবেচনা করছে, যেমনটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শনিবার বলেছেন- অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু আশ্বাস দিয়েছেন যে, ওয়াশিংটন বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা পুনর্বহালের বিষয়টি বিবেচনা করবে?’
জিএসপি সুবিধা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মূলত বলেছেন, এই কর্মসূচি পুনরায় চালু হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এটি ফেরত পেতে সহায়তা করতে চায়।
'আমি তথ্য ও সত্যের ভিত্তিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছি’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখে সার্বিক অবস্থার উন্নয়নে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শ্রমক্ষেত্রে কাজ করছে এবং যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা পুনরায় চালু করলে তারা এটি ফেরত দিতে চায়।
আনসারী অন্য একটি মিডিয়া ব্রিফিংয়ে বলেছিলেন, ‘ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য র্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে হোয়াইট হাউস খুবই আগ্রহী। তাই তিনি বলেছেন যে স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন।
আরও পড়ুন: কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল: পররাষ্ট্রমন্ত্রী
৭ মাস আগে
নাগরিকদের মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র-ইউরোপকে আরও কাজ করতে হবে: হাছান মাহমুদ
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ সব দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে একযোগে কাজ করা প্রয়োজন।
তিনি বলেন, 'দেখুন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো। মানবাধিকারের ক্ষেত্রে কোনো দেশই নিখুঁত নয়।’
শুক্রবার (১০ মে) ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রে যা ঘটছে তার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে বিক্ষোভকারীরা পুলিশি বর্বরতার শিকার হয় না, যেমনটা যুক্তরাষ্ট্রের কলেজ ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা দেখা যায়। সেখানে আড়াই হাজার শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: ৫ দেশ সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন
তিনি বলেন, ‘আমরা টেলিভিশনে নৃশংসতা দেখছি, এমনকি শিক্ষকরাও রেহাই পাননি।’বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এ ধরনের চিত্র দেখা যায় না।
তিনি বলেন, সামরিক শাসন, আইয়ুব খান, ইয়াহিয়া খান, জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের শাসনামলে এমনটা দেখা গেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা মানবাধিকার ফ্রন্টে উন্নয়ন অংশীদারদের সঙ্গে কাজ করতে চান এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপে মানবাধিকার সুরক্ষিত দেখতে চান।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর নৃশংসতার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হিরো আলমকে বাংলাদেশে ঘুষি মারার পর যারা বিবৃতি দিয়েছিল তাদের নৃশংসতার প্রতিক্রিয়া তিনি জানতে ইচ্ছুক।
তিনি বলেন, ‘আমাদের দেশে মেয়র প্রার্থীকে ঘুষি মারার জন্য বিবৃতি দেওয়া হয়। হিরো আলমকে ঘুষি মারলে বিবৃতি দেওয়া হয়, চরমোনাই পীরের ভাইকে ঘুষি মারলে বিবৃতিও দেওয়া হয়।’
হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রে যারা প্রতিবাদ করছেন তাদের কীভাবে নির্মমভাবে দমন করা হচ্ছে তা দেখে তিনি অবাক হয়েছেন।
সম্প্রতি গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে অংশগ্রহণকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান অবিলম্বে ফিলিস্তিনে সংঘাত বন্ধ, মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করা এবং যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।
'টেকসই উন্নয়নের জন্য সংলাপের মাধ্যমে ঐক্য ও সংহতি জোরদার' শীর্ষক ১৫তম ইসলামিক শীর্ষ সম্মেলনে তিনি বলেন, ‘গাজা সংকট অবসানে আমাদের বহুমুখী আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়া উচিত।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বিক্ষোভ দমনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার সমালোচনা পররাষ্ট্রমন্ত্রীর
'ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি' তদন্তের জন্য আরও কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশও আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) অনুরোধ করেছে।
এর আগে শনিবার বিকালে বাংলাদেশের পক্ষ থেকে ছয়টি সুনির্দিষ্ট পরামর্শ তুলে ধরে হাছান মাহমুদ বলেন, 'গাজায় চলমান সংঘাতের স্থায়ী অবসান এবং মানুষ যাতে তাদের নিজ ভূমিতে শান্তিপূর্ণভাবে বসবাস শুরু করতে পারে সেজন্য ইসরায়েলের জবাবদিহি ও তাদের শাস্তি বাধ্যতামূলক।’
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের মনোনয়নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা নামটি অনেক আগেই পেয়েছেন।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বেইজিংয়ে ডেপুটি চিফ অব মিশন ডেভিড স্লেটন মিলকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
চূড়ান্ত অনুমোদনের জন্য এই মনোনয়ন সিনেটে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
ঢাকায় বর্তমান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মেয়াদ শিগগিরই শেষ হবে।
উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বর্জনের ডাক দিলেও ৩৫ শতাংশ ভোট পড়েছে।
তিনি বলেন, ‘এটি ভালো উপস্থিতি। আমি বলব না যে খুব ভালো হয়েছে। কোনো সহিংসতা হয়নি। আশা করছি দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে।’
আরও পড়ুন: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হতে যাচ্ছেন ডেভিড স্লেটন মিল
৭ মাস আগে
বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে: হাছান মাহমুদ
একের পর এক নির্বাচন বর্জন করে নির্বাচনভীতি থেকে বিএনপির আকার ছোট হয়ে আসছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনীতি করলে নির্বাচনে অংশ নিতে পারবেন না এটা এখন নিয়ম হয়ে গেছে। বিএনপির নেতাদের কাছে আমার প্রশ্ন, বিএনপির এমন রাজনীতি তারা আর কতদিন করবে, যে রাজনীতি তাদের কোনো নির্বাচনে অংশ নিতে দেয় না। এটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।’
বিএনপির উপজেলা, ইউনিয়ন পরিষদ ও সংসদ নির্বাচন বর্জনের কথা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি একটি আত্মহননমূলক পথ অনুসরণ করছে।
ক্রমাগত নির্বাচন থেকে দূরে থাকলে কোনো দল গণমানুষের দল হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য বিএনপি কারওয়ান বাজারসহ রাজধানীর অন্যান্য স্থানে লিফলেট বিতরণ করছে।
তিনি আরও বলেন, কখন যে তারা বাংলাদেশের দূতাবাসগুলোতে লিফলেট বিতরণ শুরু করে- তা বলা যাচ্ছে না।
গত ১৩ দিনে একাধিক দেশে সফরের বিষয়ে সাংবাদিকদের কাছে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মইনুল কবীর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।
৭ মাস আগে
বিএনপি গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের অপচেষ্টা করছে: হাছান মাহমুদ
বিএনপি গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গত তিনটি জাতীয় নির্বাচনে বিএনপির ধ্বংসাত্মক ভূমিকার কথা তুলে ধরে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা (বিএনপি) অব্যাহতভাবে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে।’
কাতারের আমিরের রাষ্ট্রীয় সফরকে সামনে রেখে রবিবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন: কাতার আমিরের সফরে ৬ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই হবে: পররাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টায় মানুষ হত্যা করেছে এবং জনগণের সম্পত্তিতে অগ্নিসংযোগ করেছে।
তিনি বলেন, তারা চায় বিএনপি সংশোধন হোক, কিন্তু বিএনপি তা করতে ব্যর্থ হয়েছে। ‘এটা বিএনপির জন্য খুবই দুর্ভাগ্যজনক।’
আরও পড়ুন: রাশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি সমতা-বন্ধুত্ব: রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী
৮ মাস আগে
বুয়েটে ছাত্র রাজনীতি ও শিক্ষার পরিবেশ দুটিই থাকা উচিত: ড. হাছান মাহমুদ
পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) যেমন অবশ্যই ছাত্র রাজনীতি থাকা উচিত তেমনই শিক্ষার পরিবেশ যেন বজায় থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
মঙ্গলবার(৯ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর দাবি বুয়েট শিক্ষক সমিতির
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
ড. হাছান বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধে, স্বাধীনতার পরবর্তী সময়ে দেশ গঠনে ভূমিকা রেখে ছাত্রলীগ। এছাড়া এরশাদ এবং জিয়া যখন আমাদের গণতন্ত্রকে শিকল পরিয়েছিল, গণতন্ত্রকে বন্দী করেছিল সেই গণতন্ত্রকে মুক্ত করার লক্ষ্যেও ছাত্রলীগ ভূমিকা রেখেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুয়েটে ছাত্র রাজনীতিই অবদান রেখেছে। সেই ছাত্র রাজনীতি থেকে অনেক দেশ বরেণ্য রাজনীতিবিদের জন্ম হয়েছে যারা দেশকে নেতৃত্ব দিয়েছে, দিচ্ছে। কিন্তু আমি অবাক হয়েছি সেখানে একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি বন্ধ করা হয় এবং ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য আবার সেখানে আন্দোলনও হয়। এটা কোনভাবেই গণতান্ত্রিক নয় এবং হঠকারী সিদ্ধান্ত বলেই আদালত বিশ্ববিদ্যালয়ের সেই আদেশ বাতিল করেছে এবং সেখানে ছাত্র রাজনীতি দুয়ার খুলেছে।
আরও পড়ুন: বিরাজনীতিকরণের নামে বুয়েটকে জঙ্গিবাদের আখড়া বানানো যাবে না: পররাষ্ট্রমন্ত্রী
ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, ছাত্রলীগকে বলবো সেখানে যেন নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি হয়, হিংসা-বিদ্বেষের রাজনীতি যেন না ঢোকে। সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি থাকা প্রয়োজন, এর মাধ্যমে ভবিষ্যতের নেতা তৈরি হয়।
এ সময় নিজের জীবনের উদাহরণ দিয়ে হাছান বলেন, আমি ১৫ বছর বয়সে ক্লাস টেনে পড়ার সময় থেকে ছাত্রলীগের কর্মী, ১৬ বছর বয়সে ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক হয়েছি।
মন্ত্রী হাছান বলেন, রাজনীতি যে দেশ ও মানুষের সেবা এবং সমাজ পরিবর্তনের একটি ব্রত, সেটি অনেক রাজনীতিবিদরা ভুলে গেছে, প্রকৃতপক্ষে রাজনীতি কারো পেশা হওয়া উচিত নয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বস্তুগত উন্নয়নের সঙ্গে একটি মানবিক ও সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। সেই লক্ষ্যেই বঙ্গবন্ধুকন্যা বহু কল্যাণ ভাতা চালু করেছেন। সেই ব্রত ধারণ করেই আজকে ছাত্রলীগ দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন: বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট
৮ মাস আগে
অগ্নিসংযোগকারী ও 'রাজনৈতিক দুর্বৃত্তদের' রাজনীতিতে ঢুকতে দেওয়া উচিত নয়: হাছান মাহমুদ
বিএনপি-জামায়াতের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা আগুন সন্ত্রাসে জড়িত ও ‘রাজনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যা করছে’ তাদের রাজনীতিতে সক্রিয় হওয়ার অধিকার থাকতে পারে না।
তিনি আরও বলেন, ‘তারা রাজনীতিবিদ নয়। এরা রাজনৈতিক দুর্বৃত্ত। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
‘আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করছে’ এমন রাজনীতিবিদদের যারা আর্থিকভাবে সমর্থন করছে তাদের সমালোচনা করেন হাছান।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের নেতৃত্বে বিভিন্ন সময় অগ্নিসন্ত্রাস হয়েছে।
আরও পড়ুন: নির্বাচন বর্জন করে বিএনপি নেতারাই দিশেহারা: পররাষ্ট্রমন্ত্রী
ড. হাছান আরও বলেন, ‘তারা এখনও সুযোগ খুঁজছে। আমাদের ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক বার্ন ইউনিটের মাধ্যমে বাংলাদেশ তার ক্রমবর্ধমান সক্ষমতা প্রদর্শন করেছে, যা ভুটানকে মুগ্ধ করেছে।
তিনি বলেন, কলকাতায় ব্যর্থ চেষ্টার পর দগ্ধ ভুটানের এক নাগরিককে বাংলাদেশে সফলভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাছান মাহমুদ জানান, বাংলাদেশ থিম্পুতে একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণে সহায়তা করবে। এরই মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে এ বিষয়ে।
আরও পড়ুন: দেশকে নেতিবাচকভাবে উপস্থাপনে কোনো কৃতিত্ব নেই: পররাষ্ট্রমন্ত্রী
৮ মাস আগে
ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে বাংলাদেশকে সহায়তা করবে ভারত: হাছান মাহমুদ
নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারত যেভাবে সহযোগিতা করেছে, সেভাবে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতেও সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ।
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সোমবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ বৈঠক হয়।
বাংলাদেশ ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে চায় এবং ভারতের মধ্য দিয়ে বিদ্যুৎ আনতে ত্রিপক্ষীয় চুক্তি প্রয়োজন বলে জানান তিনি।
জলবিদ্যুৎ আমদানি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, জলবিদ্যুৎ আমদানির বিষয়ে এই সফরে চুক্তি হচ্ছে না। ভারত যেভাবে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে সহায়তা করেছে, ভুটান থেকে আমদানির ক্ষেত্রেও ভারত সহায়তা করবে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের আগেই ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটানের রাজার সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশের বাজারকে অস্থিতিশীল করাই বিএনপির উদ্দেশ্য: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ভুটানকে আবার বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল ইনিশিয়েটিভ) -এ যোগদানের জন্য এবং এয়ার-কানেক্টিভিটি বাড়ানোর অনুরোধ জানিয়েছি।’
মন্ত্রী বলেন, ‘ঢাকা-থিম্পু পথে এখন সপ্তাহে মাত্র দুটি ফ্লাইট আছে। এটি বাড়ানো প্রয়োজন, কারণ ভুটান অত্যন্ত সুন্দর দেশ। আমি কয়েকবার গেছি, বর্তমান রাজার বিয়ে উৎসবেও যোগ দিয়েছি। গত বছর তিনি বাংলাদেশের ওপর দিয়ে অন্য দেশে যাওয়ার সময় যাত্রাবিরতিতে আমি তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলাম।’
মানুষ যাতে সড়ক পথে গাড়ি নিয়ে যেতে পারে, সে নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান হাছান মাহমুদ।
কুড়িগ্রামে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য ভুটানকে জায়গা দেওয়া হবে সে বিষয়টিও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এ দিন ভুটানের রাজার সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে ভুটানের থিম্পুতে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা, কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর ও সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি পুনর্নবায়নের কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: বাংলাদেশ-ভুটানের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই
২৫-২৮ মার্চ সফরে সোমবার ঢাকায় আসেন ভুটানের রাজা। এ দিন ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন তিনি।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি তিনি পদ্মা সেতু, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।
শেষদিন ২৮ মার্চ কুড়িগ্রামে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে বিকেলে সোনাহাট স্থলবন্দর দিয়ে রাজা বাংলাদেশ ত্যাগ করবেন। ভুটানের রানী, পরিবারের সদস্য, মন্ত্রী ও পদস্থ কর্মকর্তারা রাজার সফরসঙ্গী হিসেবে সফরে যোগ দিয়েছেন।
৮ মাস আগে